শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ, ফেনী

  • Home
  • Bangladesh
  • Feni
  • শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ, ফেনী

শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ, ফেনী সুস্থ সংস্কৃতির পায়রা উড়ুক,
নীলিমার দশ দিগন্তে...

আলহামদুলিল্লাহ বাংলাদেশ টেলিভিশন নতুন কুঁড়ি-২৫ প্রতিযোগিতায় আঞ্চলিক পর্যায়ে শিহরণ এর ইয়েস কার্ড প্রাপ্ত শিল্পী ❝লাবিবা ত...
28/09/2025

আলহামদুলিল্লাহ
বাংলাদেশ টেলিভিশন নতুন কুঁড়ি-২৫
প্রতিযোগিতায় আঞ্চলিক পর্যায়ে শিহরণ এর ইয়েস কার্ড প্রাপ্ত শিল্পী ❝লাবিবা তাসনিম আরাফাহ❞ এর জন্য দোয়া ও শুভকামনা।

28/09/2025

বন্দুয়া তরুণ সমাজের উদ্যোগে মাহফিলে শিহরণ এর পরিবেশনা....

_যেকোনো মাহফিলে, হলুদ অনুষ্ঠান, সাংস্কৃতিক সন্ধ্যা ইত্যাদি এর জন্য যোগাযোগ করুন -
01881159197 (পরিচালক)
01866138842 (সহ: পরিচালক)

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ❝সেরাদের সেরা-সিজন ৬❞ এর চট্টগ্রাম বিভাগের জেলা ভিত্তিক প্রতিনিধিদের যোগাযোগ মাধ্যম।ফেনীঃ M...
27/09/2025

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ❝সেরাদের সেরা-সিজন ৬❞ এর চট্টগ্রাম বিভাগের জেলা ভিত্তিক প্রতিনিধিদের যোগাযোগ মাধ্যম।

ফেনীঃ Muntaher Ahmed Rakib: 01690026515
ফেনীঃ মো: ইমরান: 01521526907

🎙️প্রতিযোগিতার বিষয়:
১। গান
২। অভিনয়
৩। আবৃত্তি

👉রেজিস্ট্রেশনের শেষ সময়:
০১ অক্টোবর ২০২৫

🌐যোগাযোগ:
📱 01760-626742 (WhatsApp)
📧 [email protected]

#সেরাদের_সেরা_সিজন_৬ #সেরাদের_সেরা #সমন্বিত_সাংস্কৃতিক_সংসদ #সসাস

27/09/2025

গান: এসো গাই আল্লাহ নামের গান
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

এসো গাই আল্লাহ নামের গান
এসো গাই গানের সেরা গান
তনুমনে তুলবো তুমুল
তূর্য তাল ও তান ॥

বিসমিল্লাহির রাহমানির রাহিম শুরু হচ্ছে ❝সেরাদের সেরা-সিজন ৬❞সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর উদ্যোগে ৬ষ্ঠ বারের মতো আয়ো...
18/09/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু হচ্ছে ❝সেরাদের সেরা-সিজন ৬❞

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর উদ্যোগে ৬ষ্ঠ বারের মতো আয়োজন হতে যাচ্ছে, জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ❝সেরাদের সেরা-সিজন ৬❞

🎙️প্রতিযোগিতার বিষয়:
১। গান
২। অভিনয়
৩। আবৃত্তি

রেজিস্ট্রেশনের শেষ সময়:
০১ অক্টোবর ২০২৫
রেজিস্ট্রেশন ফি: ১০০৳

🏅পুরস্কার

চ্যাম্পিয়ন: নগদ ১ লক্ষ টাকা (ক্রেস্ট + সনদ)

১ম রানার আপ: নগদ ৭৫ হাজার টাকা (ক্রেস্ট + সনদ)

২য় রানার আপ: নগদ ৫০ হাজার টাকা (ক্রেস্ট + সনদ)

৩য় ও ৪র্থ স্থান: ক্রেস্ট + সনদ + নগদ অর্থ

(এ ছাড়াও মোট ১০ জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে)

🎗️নিয়মাবলি:

১- প্রতিযোগিতা থানা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে।

২- প্রতিটি বিষয়ে ক ও খ গ্রুপ থাকবে।
ক-গ্রুপ: ১ম থেকে ৮ম শ্রেণী পর্যন্ত (মেয়েদের ক্ষেত্রে ৪র্থ শ্রেণি পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে)
খ-গ্রুপ: ৯ম থেকে মার্স্টাস পর্যন্ত।

৩- অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীরা সসাসের ওয়েবসাইট (www.sosasbd.org) গিয়ে সেরাদের সেরা ব্লগে গিয়ে রেজিস্ট্রেশন ফরম যথাযথ ভাবে পূরণ করে আবেদন সাবমিট করতে হবে।

৪- এছাড়াও জেলা ভিত্তিক সসাসের প্রতিনিধির মাধ্যমে সরাসরি ফরম সংগ্রহ করে আবেদন করতে পারবে।

৫- রেজিস্ট্রেশন ফরম অনলাইনে সাবমিট ব্যতীত কোন প্রতিযোগি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।

৬- রেজিস্ট্রেশন ফি:১০০/- টাকা অনলাইন ফরম পূরণের সময় নির্ধারিত নিয়মে বিকাশ পেমেন্ট করতে হবে।

৭- কোন প্রতিযোগি একের অধিক বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে তাকে অবশ্যই ভিন্ন ভিন্ন ফরম পূরণ ও পেমেন্ট করে অনলাইন সাবমিট নিশ্চিত করতে হবে।

🌐যোগাযোগ:
📱 01760-626742 (WhatsApp)
📧 [email protected]

18/09/2025

টিক টিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে
কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ॥

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

17/09/2025

৫ আগস্ট উপলক্ষে শিহরণ ছাগলনাইয়া উপজেলা কর্তৃক আয়োজিত লাল জুলাইয়ের রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শিহরণ শিল্পী নাঈম ফরায়েজীর কন্ঠে...

গান: যদি কথা দাও বন্ধু
কথা: মোকাররম হোসাইন
সুর: দিদারুল ইসলাম।

06/09/2025

রাসূল আমার ভালোবাসা
রাসূল আমার আলো আশা

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

06/09/2025

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা "নতুন কুঁড়ি" ২০২৫ এ আবেদনের সময়সীমা ১৩সেপ্টেম্বর, ২০২৫তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

29/08/2025

আমাদের নেই কোনো পরাজয়
রক্ত চোখের নেই কোনো ভয়
থামবে নাকো এই পথচলা।।

গানঃ আমাদের এই কাফেলা ২ (আংশিক)
গীতিকারঃ গাজী সালাউদ্দিন
সুরঃ মাহমুদ ফয়সাল

গতকাল শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ সোনাগাজী শাখার আবৃত্তি ক্লাস দেখতে যান, শিহরণ ফেনী জেলার সহকারী পরিচালক আবদুল্লাহ সা...
28/08/2025

গতকাল শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ সোনাগাজী শাখার আবৃত্তি ক্লাস দেখতে যান, শিহরণ ফেনী জেলার সহকারী পরিচালক আবদুল্লাহ সালমান খোন্দকার এবং সাহিত্য সম্পাদক মুজাহিদুল ইসলাম।

Mahmud Faysal ভাইয়ের সাথে শিহরণ টিম। দর্শকরা ভালো কিছু পাবেন, ইনশাআল্লাহ।
26/08/2025

Mahmud Faysal ভাইয়ের সাথে শিহরণ টিম। দর্শকরা ভালো কিছু পাবেন, ইনশাআল্লাহ।

Address

Trunk Road
Feni

Alerts

Be the first to know and let us send you an email when শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ, ফেনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share