শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ, ফেনী

  • Home
  • Bangladesh
  • Feni
  • শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ, ফেনী

শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ, ফেনী সুস্থ সংস্কৃতির পায়রা উড়ুক,
নীলিমার দশ দিগন্তে...

29/08/2025

আমাদের নেই কোনো পরাজয়
রক্ত চোখের নেই কোনো ভয়
থামবে নাকো এই পথচলা।।

গানঃ আমাদের এই কাফেলা ২ (আংশিক)
গীতিকারঃ গাজী সালাউদ্দিন
সুরঃ মাহমুদ ফয়সাল

গতকাল শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ সোনাগাজী শাখার আবৃত্তি ক্লাস দেখতে যান, শিহরণ ফেনী জেলার সহকারী পরিচালক আবদুল্লাহ সা...
28/08/2025

গতকাল শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ সোনাগাজী শাখার আবৃত্তি ক্লাস দেখতে যান, শিহরণ ফেনী জেলার সহকারী পরিচালক আবদুল্লাহ সালমান খোন্দকার এবং সাহিত্য সম্পাদক মুজাহিদুল ইসলাম।

Mahmud Faysal ভাইয়ের সাথে শিহরণ টিম। দর্শকরা ভালো কিছু পাবেন, ইনশাআল্লাহ।
26/08/2025

Mahmud Faysal ভাইয়ের সাথে শিহরণ টিম। দর্শকরা ভালো কিছু পাবেন, ইনশাআল্লাহ।

17/08/2025

ছাত্রশিবিরের A+ সংবর্ধনা অনুষ্ঠানে শিহরণ এর পরিবেশনা।

এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন
তাইতো শিবির করছে এই মহৎ আয়োজন।

13/08/2025

তুমি আরশে থাকো প্রভু।

কথা ও সুর : মাহমুদ ফয়সাল
কন্ঠ : আদিল

৩৬ জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে "লাল জুলাইয়ের রচনা" প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন ক...
10/08/2025

৩৬ জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে "লাল জুলাইয়ের রচনা" প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ,সোনাগাজী উপজেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ-সসাস এর সম্মানিত নির্বাহী পরিচালক হাফেজ আবু মুসা।

এছাড়াও শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ জেলার দায়িত্বশীলবৃন্দ, উপজেলার দায়িত্বশীলবৃন্দসহ উপদেষ্টামন্ডলি,প্রশাসনিক কর্মকর্তাগন বক্তব্য রাখেন।

10/08/2025

গান: প্রেমের হেরেম ❤️‍🩹
কথা: কাউছার হামিদ ছুন্নাহ
সুর : মাহবুব রিয়াজ

মনের আড়ালে যদি মন কথা কয়
সুরের আড়ালে যদি সুর বোনা হয়
হৃদয়ে ফাগুন এলে হৃদয় খোলে
সিজদায় তাকে ডাকিয়ো
তাসবীর দানা জপিয়ো।।

আলহামদুলিল্লাহ🥰২০২৫ সালের বাকি সময়ের জন্য সমন্বিত সাংস্কৃতিক সংসদ-সসাস এর সেটাপ সম্পন্ন।👉 নির্বাহী পরিচালকঃ এইচ এম আবু ম...
10/08/2025

আলহামদুলিল্লাহ🥰
২০২৫ সালের বাকি সময়ের জন্য সমন্বিত সাংস্কৃতিক সংসদ-সসাস এর সেটাপ সম্পন্ন।

👉 নির্বাহী পরিচালকঃ এইচ এম আবু মুসা
👉 সহকারী নির্বাহী পরিচালকঃ ইসরাইল হোসেন শান্ত
👉 সহকারী নির্বাহী পরিচালকঃ জাকির হোসাইন
আল্লাহ ভাইদেরকে যথাযথভাবে দায়িত্ব পালনের তৌফিক দিক, আমিন।

আগামী ০৯ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪এর গণ-অভ্যুত্থান উপলক্ষে শিহরণ সোনাগাজীর আয়োজিত ❝লাল জুলাইয়ের রচনা প্রতিযোগিতা” এর ...
04/08/2025

আগামী ০৯ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪এর গণ-অভ্যুত্থান উপলক্ষে শিহরণ সোনাগাজীর আয়োজিত ❝লাল জুলাইয়ের রচনা প্রতিযোগিতা” এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
আপনারা সকলে আমন্ত্রিত।

আজ ০১-০৮-২৫ইং রোজ: শুক্রবার শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ সোনাগাজী উপজেলার সাবেক দায়িত্বশীল ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মতবিন...
01/08/2025

আজ ০১-০৮-২৫ইং রোজ: শুক্রবার শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ সোনাগাজী উপজেলার সাবেক দায়িত্বশীল ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ ফুলগাজী উপজেলার সাপ্তাহিক ক্লাস অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ। ক্লাস নিয়েছ...
31/07/2025

আজ বৃহস্পতিবার শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ ফুলগাজী উপজেলার সাপ্তাহিক ক্লাস অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ। ক্লাস নিয়েছেন শিহরণ সোনাগাজী উপজেলার সম্মানিত পরিচালক- ওসমান গণি ভাই।

26/07/2025

শিহরণের সাবেক চেয়ারম্যান ইমাম হোসাইন ভাইয়ের বিয়েতে।

Address

Trunk Road
Feni

Alerts

Be the first to know and let us send you an email when শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ, ফেনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share