27/08/2024
গত পরশু আমাদের এলাকায় মুহুরী বাড়ির ওই দিকে গেছিলাম। সেখানে দেখা হলো এই বিড়ালের বাচ্ছাটার।
এই বিড়ালের বাচ্ছাটা আমাকে দেখে চাঁদ থেকে লাপ দিয়ে দিছে।
তার মনে ধারণা ছিলো হয় তো আমি তাকে বাঁচাবো।
ওই কারণে সে নিজের জীবন বাঁজি রেখে আমাকে দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়লো।
আমার মন হয় সে অনেক দিন যাবত কিছু খায় নাই। কারো দেখা পায় নাই।
আর দেখা পাইলেও কেউ তাকে বাঁচায় নাই। সবাই সবাই জীবন নিয়ে ব্যাস্ত ছিলো।