Hyper Shelby

Hyper Shelby Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hyper Shelby, Digital creator, Feni.

Rashford-রে Barça-তে ১০টা কড়া নিয়ম মানতে হইবো! 🔵🔴1. প্রতিদিন ৯০ মিনিট আগে ট্রেনিং গ্রাউন্ডে হাজির  2. প্রতিদিন ওজন মাপা ...
22/07/2025

Rashford-রে Barça-তে ১০টা কড়া নিয়ম মানতে হইবো! 🔵🔴

1. প্রতিদিন ৯০ মিনিট আগে ট্রেনিং গ্রাউন্ডে হাজির
2. প্রতিদিন ওজন মাপা লাগবে — ফিটনেস ট্র্যাকিং
3. ক্লাবের ক্যান্টিনে খাবার খাওয়া বাধ্যতামূলক
4. ম্যাচডে সকালের ওয়ার্ম-আপ সেশন — আগের কোচ বাদ দিছিল
5. ম্যাচের দিন হোটেলে সবাই একসাথে থাকতে হবে
6. রাত ৯টার পর ম্যাচ হলে, ফিরতি ফ্লাইট বাতিল — রেস্ট আগে
7. ট্রেনিং হবে ঘাম ঝরানো — GPS দিয়ে পারফরম্যান্স ট্র্যাক
8. ফাইন নাই, কিন্তু ভুল করলে মাঠে নামা বন্ধ
9. সপ্তাহে একদিনই ছুটি — Flick ছুটি দিতে কৃপণ 😅
10. ম্যানেজার-খেলোয়াড় সম্পর্ক হবে একদম প্রফেশনাল — বন্ধুত্ব না

📌 Rashford United-এ লেট আসায় একবার বেঞ্চে গেছিল — Barça-তে এইসব চলবে না
📌 Flick বলছে — “লেট আসা মানে সতীর্থ, ক্লাব আর ফ্যানদের প্রতি অসম্মান”

"Barça-তে খেলতে হলে শুধু ট্যালেন্ট না — নিয়ম মানতে হবে, সময় ঠিক রাখতে হবে!"

- Sam Ss Emon

11/07/2025

😹

We're missing this iconic line badly! 💔
10/07/2025

We're missing this iconic line badly! 💔

🫠
10/07/2025

🫠

Emni
10/07/2025

Emni

আজ এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার ভাইয়ের সাথে মারা গেছেন ডিয়োগো জোতা। মাত্র ৫ দিন আগে সে তার বিয়ে উদযাপন করেছে, আজ ভাগ্য তা...
03/07/2025

আজ এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার ভাইয়ের সাথে মারা গেছেন ডিয়োগো জোতা। মাত্র ৫ দিন আগে সে তার বিয়ে উদযাপন করেছে, আজ ভাগ্য তাকে ২৮ বছর বয়সে কেড়ে নিয়েছে। তার ৩টা সন্তান রয়েছে।জীবন কতটা নিষ্ঠুর এবং উপহাসপূর্ণ হতে পারে। বিদায় ডিয়োগো 💔

🚨⚠️ প্রায় ২ বছর যাবৎ বার্সার ১:১ এ থাকা না থাকা নিয়ে অনেক পোস্ট দেখেছি আর করেছি। এই নিয়ে কমেন্ট বক্সে অনেক মানুষের হতাশা...
02/07/2025

🚨⚠️ প্রায় ২ বছর যাবৎ বার্সার ১:১ এ থাকা না থাকা নিয়ে অনেক পোস্ট দেখেছি আর করেছি। এই নিয়ে কমেন্ট বক্সে অনেক মানুষের হতাশা, রাগান্বিত কমেন্টও দেখতে হয়েছে। কিন্তু আশার কথা এই ১:১ নিয়ে খুব সম্ভবত এই সিজনের পর আর নতুন কোনো ঝামেলায় পড়তে হবে না ক্লাবকে।

এই ১:১ এ না থাকার জন্য যেই মূল সমস্যাগুলো হতো তার মধ্যে প্রধান ছিল প্লেয়ারদের কন্ট্রাক্ট রিনিউ করতে না পারা। যার জন্য মেসিকে রিনিউ করতে পারেনি লাপোর্তা। এবং নতুন সাইন করা প্লেয়ারদের রেজিষ্ট্রেশন নিয়ে ঝামেলায় পড়া। যার প্রেক্ষিতে ওলমো ও পাউ ভিক্টরের রেজিষ্ট্রেশন নিয়ে আদালত পর্যন্ত যেতে হয়েছিল বার্সাকে।

তাই ক্লাব যে বুদ্ধিমানের কাজ করেছে আগের সিজনে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে ১:১ এ ফিরেই দলের বেশিরভাগ মূল প্লেয়ারদের কন্ট্রাক্ট রিনিউ করে ফেলেছে আর যাদের রিনিউ করা বাকি তাদেরটাও এই সিজনেই করে ফেলবে। নতুন যে সাইনিংগুলো হয়েছে বা হবে তাদের চুক্তি ৫-৬ বছরের জন্য করা হবে এবং শুরুর দিকে সেলারির পরিমাণও কম রাখা হবে। আর যাদের সেলারি বেশি ও পারফরম্যান্স ভালো না, তাদেরও এই সিজনেই ঝাটাই করার যথাসাধ্য চেষ্টা করবে ক্লাব।

অর্থাৎ এই সিজনেই মোটামুটি ধরে নেন ৯০% থেকে ৯৫% পর্যন্ত স্কোয়াড গুছিয়ে ফেলবে লাপোর্তা ম্যানেজমেন্ট। যার ক্রেডিট অনেকাংশে ডেকোকেও দিতে হয়। কারন প্লেয়ারদের সাথে নেগোসিয়েশন এর কাজটা ডেকোকেই দেখতে হয়। যার পরিপ্রেক্ষিতে এই সিজনের পরে ১:১ এ নিয়ে নতুন কোনো ঝামেলায় পড়ার সম্ভাবনা তেমন দেখছি না।

🔴⚪ আনসু ফাতি ভালো খেলোয়াড় ছিল না এবং ১০ নম্বরের চাপ সহ্য করতে পারার মতো তার সামর্থ্য ছিল না বলে কেউ কেউ বলে থাকে যা আমি ...
01/07/2025

🔴⚪ আনসু ফাতি ভালো খেলোয়াড় ছিল না এবং ১০ নম্বরের চাপ সহ্য করতে পারার মতো তার সামর্থ্য ছিল না বলে কেউ কেউ বলে থাকে যা আমি মোটেও বিশ্বাস করিনা।

আনসু ফাতির মেনিস্কাস ছিঁড়ে যায় এবং তার একাধিক অস্ত্রোপচার করতে হয়, যেগুলো পরিকল্পনা অনুযায়ী হয়নি। সে ফিরে এসে শারীরিকভাবে আগের মতো ছিল না।

এটা মানসিকতা বা দক্ষতার অভাব নয়, বরং এটা ছিল একটা গুরুতর ইঞ্জুরি যার কারনে ফাতি বার্সায় কখনো আগের রুপে ফিরতে পারেনি।

ক্লাবে নতুন করে যখন কেউ এমন গুরুতর ইঞ্জুরিতে পড়বে, ক্লাবকে অবশ্যই আরো অনেক সর্তক থাকতে হবে যেন ফাতির মতো ঘটনা আর কারো সাথে না ঘটে।

আর ফাতির জন্য রইল শুভকামনা। দুয়া করি যেন মোনাকোতে তার ক্যারিয়ারের যাত্রা নতুন করে উপরে উঠুক। 💙❤️

বড় ফুটবলার হতে গেলে হতে হবে সচেতন! গতকালের টক অফ টাউন বিতোশোক প্রায় সবকয়টি চ্যানেলের ইন্টারভিউ অফার রিজেক্ট করেছেন!যা সত...
01/07/2025

বড় ফুটবলার হতে গেলে হতে হবে সচেতন!

গতকালের টক অফ টাউন বিতোশোক প্রায় সবকয়টি চ্যানেলের ইন্টারভিউ অফার রিজেক্ট করেছেন!যা সত্যি প্রশংসনীয়। ফুটবলের মার্কেটিং বিবেচনায় ইন্টারভিউ দাওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু তরুণ ফুটবলারদের এক্ষেত্রে একটু সচেতন থাকায় শ্রেয়। বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে যেখানে সাংবাদিকতার চেয়ে সাংঘাতিক কার্যক্রম বেশি চলে।দুইদিন আগেও বার্সেলোনা শহরের একটি লোকাল একাডেমি ফুটবলার কে প্রশ্ন করা হচ্ছে লা মাসিয়ায় খেলার আপনার অভিজ্ঞতা কেমন!

আমরা প্লেয়ারদের ইন্টারভিউ দিতে নিরুৎসাহিত করছি না।বরং সচেতন করছি।যেটা তরুণ ফুটবলারদের ক্যারিয়ারে বড় প্রভাব ফেলবে।

ব্রেকিংঃ-লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপের ছয় মাস আগে আরও প্রতিযোগিতামূলক কোনো লিগের ক্লাবে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। ই...
30/06/2025

ব্রেকিংঃ-

লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপের ছয় মাস আগে আরও প্রতিযোগিতামূলক কোনো লিগের ক্লাবে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। ইন্টার মায়ামির সাথে তার চুক্তি আছে ২০২৬ জানুয়ারী পর্যন্ত।

ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তি নবায়ন নিয়ে আলোচনা বর্তমানে স্থগিত রয়েছে।

সূত্রঃ Esteban Edul (Journalist of TyC Sports)

বার্সেলোনায় মেসির ফেরার গুঞ্জন থাকলেও বাস্তবে তা কঠিন। ইউরোপীয় বড় ক্লাবগুলো সাধারণত ছয় মাসের জন্য কাউকে নেয় না। মেসির বয়স, ফিটনেস ও ক্লাবের পরিকল্পনা মিলিয়ে বিষয়টি জটিল। তবে বিশ্বকাপ সামনে রেখে বিশ্বমানের প্রস্তুতি ও সেরা সতীর্থদের সঙ্গে খেলতেই তিনি চাইবেন এটাই বড় বার্তা।

তবুও অনেক বার্সা ফ্যানদের বুকে আশা - "হবে নাকি মেসির লাস্ট ড্যান্স ব্লাউগ্রানা জার্সিতে?"

আলফাজ বলেন আর ছোটন বলেন সিন্ডিকেট বলেন আর যাই বলেন। বাফুফে যদি সাহস থাকে তাহলে প্রবাসী ফুটবলারদের সাথে লোকাল ফুটবলারদের ...
30/06/2025

আলফাজ বলেন আর ছোটন বলেন সিন্ডিকেট বলেন আর যাই বলেন। বাফুফে যদি সাহস থাকে তাহলে প্রবাসী ফুটবলারদের সাথে লোকাল ফুটবলারদের একটা ক্লোজ ডোর ম্যাচ আয়োজন করেন।

তখন দেখা যাবে কাদের ভিতর যোগ্যতা আছে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার।
আর তখনই বুঝা আমাদের দেশী কোচদের দৌড় কতটুকু। যেখানে পুরো বিশ্বে শৈল্পিক ফুটবল নিয়ে কাজ করে। সেখানে আমাদের কোচরা বলে ঐ লং বল মার। কিছু হলে লং বল! 🤣

স্বাধীনতা এত বছর পর দেশের ফুটবল নিছে নামতে নামতে একদম ২০০ এর কাছাকাছি চলে গেছে। কেন সিন্ডিকেট করে দেশের সাথে বেইমানি করেন।
যে যোগ্য সে জাতীয় দলে খেলবে হক সে প্রবাসী আর হক লোকাল। আমাদের মোট কথা ফুটবলে এশিয়ার সেরা দল হতে হবে।

২০২৬ বিশ্বকাপের ৬ মাস আগে লিও মেসি আরও প্রতিযোগিতামূলক লিগে যোগদানের কথা ভাবছেন। —
30/06/2025

২০২৬ বিশ্বকাপের ৬ মাস আগে লিও মেসি আরও প্রতিযোগিতামূলক লিগে যোগদানের কথা ভাবছেন।

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hyper Shelby posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hyper Shelby:

Share