Our News All Time

Our News All Time এক আল্লাহর গোলাম আমি অন্য কিছু নয়।
শেষ নবীজির উম্মত আমি এইতো পরিচয়।

28/06/2025

আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙবো নিরবতা।

আবুল কালাম আযাদের এই সংগীত পুরা মাঠ উজ্জীবিত করেছে মাশাল্লাহ ❤️❤️❤️❤️

27/06/2025

না জানি কোন ভাগ্যবতী মায়ের সন্তান,
যে কিনা উভয় জগতের জন্য কল্যানময়,

সুবহানআল্লাহ.!
কি চমৎকার কোরআন তিলাওয়াত।
যত শুনবেন ততই বেশি মুগ্ধ হবেন.!

ইস"রাইলকে দমন করার পন্থা -প্রফেসর ডঃ নাজিমুদ্দিন এরবাকান"জায়নবাদ" হল একটি কুমিরের মত। এর উপরের চোয়াল হল আমেরিকা আর নিচের...
25/06/2025

ইস"রাইলকে দমন করার পন্থা -
প্রফেসর ডঃ নাজিমুদ্দিন এরবাকান

"জায়নবাদ" হল একটি কুমিরের মত। এর উপরের চোয়াল হল আমেরিকা আর নিচের চোয়াল হল ইউরোপীয় ইউনিয়ন। এর জিহ্বা আর দাঁত হল ইসরাইল এবং এর শরীর সহ অন্যান্য অঙ্গসমূহ হল মুসলিম দেশসমূহ সহ অন্যান্য দেশের রাষ্ট্রের শাসকগোষ্ঠী, মিডিয়া, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং এর সাথে সম্পৃক্ত বিভিন্ন সংগঠন।

আমি এর উপর এত জোর দিচ্ছি কেন? কারণ আমাদের ভুল ধারণা হল, আমরা যায়নবাদ বলতে শুধু ইয়াহুদি জাতি আর ইসরাইলকেই বুঝে থাকি। এই বৃহৎ কুমিরটি আজ বিশ্বকে গ্রাস করে, শান্তি-শৃঙ্খলাকে হজম করে, গাজায় নিষ্পাপ শিশুদের হত্যা করছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠার পথে আজ সবচেয়ে বড় বাধা হল এই যায়নবাদ।

আমরা মানবজাতিকে কিভাবে এই বিপদ থেকে উদ্ধার করতে পারি? কারণ Great Middle East Project যায়নবাদীদের আকিদার সাথে সম্পর্কিত; এই বিষয়কে তারা তাদের দ্বীনের অংশ বলে মনে করে থাকে। ইসরাইলের প্রতিটি প্রধানমন্ত্রী এই কথাটি বলে থাকেন যে, “আমাদের দুটি মানচিত্র রয়েছে—একটি হল দেওয়ালে খচিত, অপরটি হল আমাদের অন্তরে খচিত মানচিত্র।”

এটাই হল ইসরাইলের পরিকল্পনা। মুসলিম হিসেবে আমরা কী করে থাকি?
OIC-সহ অন্যান্য সংগঠনের নামে বিভিন্ন সম্মেলনের আয়োজন করে থাকি এবং সেখানে সারাদিন ফাঁকা বুলি আওড়াই। সভাশেষে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়ে সারা দুনিয়ায় প্রচার করি—“অনতিবিলম্বে ইরাক থেকে আমেরিকার সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে।” টেলিভিশন অথবা পত্র-পত্রিকায় এই খবর দেখে রকফেলারেরা কফির কাপে আয়েশী টান দিয়ে ব্যঙ্গাত্মক অট্টহাসি দিয়ে বলে
"তোমরা এই সকল অবাস্তব পরিকল্পনা নিয়েই বসে থাকো, আর জেনে রাখো আমরা আমাদের প্রতিটি পরিকল্পনা পদে পদে বাস্তবায়ন করছি।"

এমনকি ইরানিরা মনে করে যে—“আমরা নিজেরা পারমাণবিক বোমা বানাচ্ছি, আমরা আধুনিক অস্ত্র বানাচ্ছি...” ইত্যাদি। সাবধান! এই সকল চিন্তার মাধ্যমে নিজেদেরকে প্রতারিত করবেন না। আপনারা যদি এই পথেই চলতে থাকেন তাহলে শত বছরে ও
ইসরাইলিদের কিছুই করতে পারবেন না।

তাহলে আমরা কী করব?
এর থেকে উত্তরণের একটাই পথ—আমাদেরকে কুরআনের আলোকে নতুন দুনিয়া সৃষ্টি করতে হবে। কারণ ইসলাম ছাড়া বিশ্বে শান্তি অসম্ভব। আমরা কিভাবে এই নতুন দুনিয়া প্রতিষ্ঠা করব?
আমি ২৪ জুন ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হয়েছিলাম এবং শপথ নেওয়ার পর আমার অফিসে আসি। এরপর সর্বপ্রথম আমেরিকার রাষ্ট্রদূত আমার সাথে সাক্ষাৎ করতে আসে। সে আমাকে বলে—“আমরা জানি আপনার দাওয়াত হচ্ছে ইসলাম, আর আপনি প্রধানমন্ত্রী হয়েছেন—অবশ্যই আমরা এটা পছন্দ করিনি। কিন্তু আপনাদের সাথে আমাদের কাজ করতে হবে। তবে ছয়টি শর্তে আপনার সাথে কাজ করতে পারি,

১। ইরানের সাথে আপনাদের বাণিজ্য পঞ্চাশ মিলিয়ন ডলারের বেশি করতে পারবেন না।
২। ইরানে যেতে পারবেন না।
৩। মুসলিম দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে পারবেন না।
৪। তুরস্কে অবস্থিত আমেরিকা ও ইসরাইলের অঙ্গ সংগঠনগুলোর কাজে বাধা দিতে পারবেন না।
৫। তুরস্কে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিগুলো বন্ধ করতে পারবেন না।
৬। ইরাকের পাইপলাইনগুলো উন্মুক্ত করতে পারবেন না।

আমাদের ইতিহাসে আলী পাশার একটি বিখ্যাত প্রবাদ আছে—"আমি যে রাষ্ট্রীয় কাজ করতে যাই না কেন, প্রথমে রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে পরামর্শ করি এবং সে যা বলে, আমি ঠিক তার বিপরীতটাই করি।"

আমিও ঠিক একই কাজ করেছি-
রাষ্ট্রদূত যা বলেছে, আমি তার উল্টো কাজ করেছি। সে বলেছিল, “৫০ মিলিয়নের বেশি বাণিজ্য করতে
পারবেন না”— অথচ আমি শুধু ইরানের গ্যাসের জন্যই ২.৫ বিলিয়ন ডলারের চুক্তি করি। এমনকি আমি সিদ্ধান্ত নেই যে, ইরানের সাথে তুরস্কের বাণিজ্যিক সম্পর্ক ১০ বিলিয়ন, ২০ বিলিয়ন, ৫০ বিলিয়নের মধ্যে সীমিত থাকবে না, বরং তা জার্মানি ও ফ্রান্সের সাথের সম্পর্কের চেয়েও বেশি হবে।

১৫ দিন পর আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ওয়ারেন এম. ক্রিস্টোফার এবং আঙ্কারার রাষ্ট্রদূত ক্রসম্যান এই দুই ইয়াহুদি শলাপরামর্শ করে যে, “যাই হোক না কেন, রেফাহ পার্টি এবং এরবাকানকে ক্ষমতাচ্যুত করতে হবে।” তাদের সেই ষড়যন্ত্রের দলিলগুলো আমার কাছে রয়েছে।

আমি এই সকল কথা কেন বলছি?
আমরা দোয়া করি—ইরানের ইসলামি বিপ্লব তার পূর্ণতায় পৌঁছাতে পারে। কিন্তু আমরা এটা জানি, আমাদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য তারা যেমন ষড়যন্ত্র করেছে, ঠিক তেমনি ইরানের বিপ্লবও যাতে লক্ষ্যে পৌঁছাতে না পারে, সে জন্য তারা সকল ধরনের ষড়যন্ত্র করবে।

আপনারা এদেরকে সুযোগ না দেওয়ার জন্য সর্বদা সতর্ক থাকবেন। কারণ যায়নবাদীরা ৫৭০০ বছরের একটি পুরাতন সংগঠন।

আমেরিকার চল্লিশটি রণতরী রয়েছে এবং তারা হুমকি দিয়ে বলে যে ইরানকে ভালোভাবে শায়েস্তা করবে। এমতাবস্থায় আমরা কি শুধু বসে থাকব? নাকি ৪১টি রণতরী বানাব? আর এগুলো বানাতে যে সময় লাগবে,
সেই সময়েই তারা আমাদের নিঃশেষ করে দেবে।

এই রণতরীগুলো বানানোর জন্য আমাদের এত অর্থই বা কোথা থেকে আসবে? আমরা ৪১টি বানাতে বানাতে ওরা ৮০টি বানিয়ে ফেলবে। তাহলে আমরা যায়নবাদকে কিভাবে পরাজিত করব?

আল্লাহ মহান, রাব্বুল আলামিন, দয়াবান ও দয়ালু। প্রযুক্তির উন্নয়ন ইসলামের জন্য একটি বড় নিয়ামত। আমরা এমন প্রযুক্তি আবিষ্কার করব—যার মাধ্যমে তারা আমাদের আক্রমণ করার সময় তাদের ক্ষেপণাস্ত্রগুলো দিয়েই তাদের রণতরীগুলো ধ্বংস হয়ে যাবে।

এটা কি সম্ভব নয়?
হ্যাঁ, এটা ইলেকট্রিক্যাল-ইলেকট্রনিক্সে সম্ভব। আমরা ওজনহীন বিমান তেহরান থেকে তেলআবিবে পাঠাব এবং এখানে বসে তা দেখব। এরপর এটি ইসরাইলের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানবে।

এগুলো কি সম্ভব?
হ্যাঁ, সম্ভব। আমি এসবের প্রোটোটাইপ তৈরি করে এনেছি। কারণ প্রযুক্তির কোন শেষ নেই। ইরানের ইসলামী বিপ্লব নতুন দুনিয়া সূচনার একটি দরজা। তুরস্ক ও ইরানের সম্পর্ক একটি বীজের মতো। এর চারপাশে রয়েছে D-8, এর চারপাশে D-60, ষাটটি মুসলিম দেশ এবং নিপীড়িত একশো টি দেশ।
এরপর রাশিয়া, চীন, আফ্রিকা, ভারতসহ ৬০০ কোটি মানুষকে নিয়ে শান্তির সুবাতাস বইয়ে দিতে চাই।

আমরা কমন মুদ্রা হিসেবে ইসলামি দিনার চালু করব। ইসলামী জাতিসংঘ এবং নিজস্ব ন্যাটো প্রতিষ্ঠা করব।
আর এভাবেই আমরা একটি নতুন দুনিয়া গড়ব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ৪৬ নম্বর আয়াতে বলেন:

﴿وَقَدْ مَكَرُوا مَكْرَهُمْ وَعِندَ اللَّهِ مَكْرُهُمْ وَإِن كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ الْجِبَالُ﴾

“তারা তাদের সব রকমের চক্রান্ত করেছে, কিন্তু তাদের প্রত্যেকটি চক্রান্তের জবাব আল্লাহর কাছে ছিল, যদিও তাদের চক্রান্তগুলো এমন ছিল যাতে পাহাড়ও টলে যেত।”

আল্লাহ আরও বলেন:
إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ

"যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন, কেউ তোমাদের পরাজিত করতে পারবে না।"

আমি এর আগে ইরানে D-8 খুলেছিলাম। এখন আমি এসেছি দুটি লক্ষ্য নিয়ে:

১। ইরানের বিপ্লবের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করা। আত্মবিশ্বাস রাখলে আপনারাই বিজয়ী হবেন। আল্লাহ আপনাদের সহায় হবেন।

২। ইরান ও তুরস্ক ইনশাআল্লাহ একটি নতুন বিপ্লবের সূচনা করবে।

(২০০৯ সালে ইরান সফরে দেওয়া বক্তব্যের আংশিক অনুবাদ)

অনুবাদক: বুরহান উদ্দিন আজাদ।

゚ #ব্রেকিং #

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
24/06/2025

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

24/06/2025
24/06/2025

একবিংশ শতাব্দির জি-হাদ পুনর্জাগরণে শায়েখ ওবিএল (রহ.) এর অবদান!

 #ব্রেকিং- আমেরিকার ইরান হামলা!“ইরানের ৩টি নিউক্লিয়ার জায়গায় বোমা ফেলেছি”—ট্রাম্প📍Fordow • Natanz • Esfahanযুক্তরাষ্ট্র ...
22/06/2025

#ব্রেকিং- আমেরিকার ইরান হামলা!
“ইরানের ৩টি নিউক্লিয়ার জায়গায় বোমা ফেলেছি”—ট্রাম্প

📍Fordow • Natanz • Esfahan
যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালিয়েছে বলে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন।
সব যুদ্ধবিমান নিরাপদে ফিরেছে।

⚠️ মধ্যপ্রাচ্য এখন আর আগের মতো নেই।
নতুন অধ্যায়ের শুরু?

👇 আপনার মতামত দিন…


CP post

17/02/2024

আমার প্রশ্ন ১৫ বছরে হেফাজতে ইসলামের অবদান কি!

জবাবটা পানির মত: তাদের ওলামায় কেরামের ঐক্যের বিষয়ে কোন অবদান নেই। তারপরে "রাবেতা" সংগঠন তারা কি করেছে ঐক্য করার জন্য? তারা রাবেতা তৈরি করেছে ওলামায়ে কেরামদের দ্বন্দ্ব লাগানোর জন্য সে ইতিহাস সবার জানা আছে।

জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ তারা ঐক্য চায়,এবং তা কাজ করে দেখিয়েও দিয়েছে।

তবে কাজী মনির তিরস্কার করে বলেছিলো যে,সবার জায়গা হয় নির্দিষ্ট একটা দরবারে! তাই আমিও এটা বলি সবারই জায়গা শেষমেষ ঐ দরবারেই।
এই উদারতা ছিল প্রিয় নবী (সাঃ) এর দরবারেও, এটাই একজন দ্বীনের দরদ ওয়ালা পীর সাহেবের কাজ, হিংসুক নিপাত যাক, চরমোনাই ওয়ালারা জিন্দাবাদ।

দাওয়াতি পক্ষে সহকর্মীদের প্রতি নিবেদনপ্রিয় সহযোদ্ধা!ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঘোষিত দাওয়াতি পক্ষ শুরু হচ্ছে শীঘ্রই। দা...
14/02/2024

দাওয়াতি পক্ষে সহকর্মীদের প্রতি নিবেদন

প্রিয় সহযোদ্ধা!
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঘোষিত দাওয়াতি পক্ষ শুরু হচ্ছে শীঘ্রই। দাওয়াতি পক্ষকে সামনে রেখে সংগঠনের বহুমাত্রিক পরিকল্পনা ও আয়োজন থাকে। সেন্ট্রাল থেকে ওয়ার্ড,মহল্লা পর্যন্ত সবার মাঝে উদ্দীপনা, উচ্ছাস ও নতুন যুবকদেরকে সংগঠনে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা ও প্রত্যাশা থাকে। আশা করছি সে আলোকে সকল শাখা ইতোমধ্যে সকল প্রস্তুতি নিয়েছেন বিগত দিনের ন্যায়।

দাওয়াতি পক্ষে আমরা দু-হাত ভরে সাফল্য অর্জন করতে বদ্ধপরিকর । অসংখ্য পথহারা যুবককে সিরাতুল মুস্তাকিমের ঝর্ণাধারায় আলোকিত করি। গন্তব্য ভুলে যাওয়া মুসাফিরকে কল্যাণের রাহে আহবান করি। সত্য ও সুন্দরের ঠিকানায় জীবনের মোহনাকে সতেজ করি।

প্রিয় বন্ধু!
২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়া ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর প্রতি গণমানুষের প্রত্যাশা ও ভালবাসা সর্বমহলে প্রশংসিত । সল্পসময়ের মধ্যে অসংখ্য যুবকের ঈমানী চেতনা যোগ হয়ে সংগঠনকে আলোকিত করেছে। আমরা দীন বিজয়ের স্বপ্ন লালন করি,স্বপ্ন বাস্তবায়নে ছুটে চলি। আমাদের আহবানে অগণিত তারুণ্য সত্য, সুন্দর ও শাশ্বত জীবনের খোঁজ পেয়েছে, সিরাতুল মুস্তাকিমের পথে এসেছে৷ জীবনের সঠিক উদ্দেশ্যের সাথে যুক্ত হয়েছে।

১৫-২৯ ফেব্রুয়ারি ২০২৪- এ পক্ষে সর্বত্র দাওয়াত পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞা করুন। সমাজে প্রতিষ্ঠিত তরুণকে সংগঠনে অন্তর্ভুক্ত করুন। ব্যক্তিগত দাওয়াত বৃদ্ধি করুন। সর্বোচ্চ সদস্য সংগ্রহ করুন। নিয়মিত সালাতুল হাজাত আদায় করুন। রব্বে কারীম আমাদেরকে দ্বীন বিজয়ের জন্য কবুল করুন, আমীন।

- মুফতি মানসুর আহমদ সাকী
সেক্রেটারি জেনারেল
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ

শুধু তোরা(মানুষরা)ট্যুর দিবা ! 😲 আমরা কি ট্যুর দেওয়ার সখ করে না..?😀  তাই আমরাও ফ্যামিলি ট্যুরে চলে           আসলাম সেন্...
09/02/2024

শুধু তোরা(মানুষরা)ট্যুর দিবা ! 😲
আমরা কি ট্যুর দেওয়ার সখ করে না..?😀

তাই আমরাও ফ্যামিলি ট্যুরে চলে
আসলাম সেন্টমার্টিনে 😲😀😀

Pic collected by @মিঁস্টাঁরঁ লইঁজএঁন্ডঁ(ফেইসবুকের মন্ত্রী)😀

08/02/2024

বিশ্ব ইজতেমা থেকে প্রাপ্ত মণিমুক্তা নিচে উল্লেখ করা হলো:

১.
যে ব্যাক্তি হালাল রিজকের উপর স্থির ও সন্তুষ্ট থাকে, তার রিজিক সারা দুনিয়া থেকে কালেক্ট করে তার সামনে সহজ করে উপস্থাপন করা হয়... হারামে নিযুক্ত ব্যাক্তির রিজিক ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, সে অস্থিরভাবে দিক-বেদিক ছুটে ছুটে সংগ্রহ করে থাকে...

২.
সাফল্যের একমাত্র মাপকাঠি আল্লাহর আনুগত্য ও সন্তুষ্টি, মন্ত্রীত্ব বা সরকারী পাওয়ার নয়, টাকা-সম্পদ নয়...
যেমন, ক্ষমতা থাকা সত্বেও ফেরাউন ধংস হয়ে গেছে, আর সারা দুনিয়ার বাদশাহি করেও হযরত সোলাইমান (আ:) সাফল্য পেয়ে গেছেন...

হামান মন্ত্রী পদে থেকেও হালাক হয়ে গেছে, অথচ হযরত ইউসুফ (আ:) মন্ত্রী পদে থেকেও সফল হয়ে গেছেন...

ক্বারুন বিশাল সম্পদের মালিক হয়েও মাটিতে ডেবে গেছে, আর হযরত আব্দুর রহমান ইবনে আউফ (রা:) বিশাল ধনী হয়েও সাফল্য পেয়ে গেছেন...

৩.
আল্লাহ যখন কারো ব্যাপারে জান্নাতের সিদ্ধান্ত নেন, তার দুনিয়ার জীবন হায়াতে তাইয়্যেবাহ দিয়ে বরকতময় করে দেন। আর আল্লাহ যখন কারো ব্যাপারে জাহান্নামের সিদ্ধান্ত নেন, তাকে শত শত ঝামেলা ও অস্থিরতা দিয়ে তার দুনিয়া বরবাদ করে দেন...

৪.
ইলম জাহিলিয়াত দূর করে, আর যিকির গাফলত (অলসতা) দূর করে থাকে...

৫.
বীজ বপন ছাড়া যেমন হাল চাষের কোন উপকার নেই, তেমনই ইলম অর্জন ছাড়া একই কাজ বার বার করেও ফায়দা নেই...

৬. জান্নাতী মানুষের দুইটি বৈশিষ্ট্য - ১. আল্লাহর ভয়ে অন্তর নরম থাকে, ২. সুন্দর চরিত্র দিয়ে ভালো আচরণ করে থাকে...

৭.
হযরত সাহাবী আজমায়িন (রা:) সম্পদ খরচ করতে করতে ধনী হয়ে উঠেছেন, আর আমরা সেভিংস করতে করতে গরীব হয়ে যাচ্ছি...

আল্লাহ আমাদের সবাইকে প্রজ্ঞা ও ইশারা বোঝার তৌফিক দান করুন, গুনাহের জীবনের থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন।
আমিন ইয়া রব্বাল আ'লামিন।

Our News All Time #রাজনীতি #তাবলীগ

07/02/2024

#যদি_একটি_জাতীকে_কোনরকম_যুদ্ধ_ছাড়াই_ধংস_করে_দিতে_চাও,
তবে তাদের মধ্যে দ্বন্দ, লড়াই আর
মতবিরোধ সৃস্টি করে দাও।

#সুলতান_সালাহউদ্দিন_আইয়ুবী(রঃ)

#রাজনীতি

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when Our News All Time posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Our News All Time:

Share