17/06/2022
- 𝐁𝐌𝐄𝐓 নিবন্ধন কি ❓
- 𝐁𝐌𝐄𝐓 একটি সরকারি ডাটাবেইজ, আপনাকে বিদেশে কর্মসংস্থান এর জন্য যেতে হলে এখানে নিবন্ধন করতে হবে বাধ্যতামূলক!
সেখানে আপনার সকল তথ্য সংরহ্মিত থাকবে সরকারের সেই তথ্যভান্ডার বা ডাটাবেজ এ ভবিশ্যতে কোনো সম্যসা, বা ভালো মন্দ অথবা কোনো প্রয়োজনীয় তথ্য সেখানে থেকে সংগ্রহ করা যাবে খুব সহজে!
- আপনি কোনো দেশে যাবেন কি কাজ করবেন বা কখন যাবেন কোন কোম্পানী তে যাবেন, সেটার সাথে 𝐁𝐌𝐄𝐓 এর কোনো বাধা নেই বা কোনো বাধ্যবাধকতা মুলক কিছু নেই, 𝐁𝐌𝐄𝐓 নিবন্ধন করা মানেই ভিসা পেয়ে যাওয়া বা বিদেশে চলে যাওয়া নয়,
- আপনি যে কোনো সময় এটা নিবন্ধন করে রাখতে পারেন, আপনার যখন ভিসা বের হবে তখন ট্রাভেল এজেন্সি সেখান থেকে তথ্য নেবে এবং ভিসার সাথে কানেক্ট করে দেবে, এবং একটি 𝐁𝐌𝐄𝐓 স্মার্ট কার্ড প্রদান করবে আপনাকে,একবার নিবন্ধন করলে সেটা দুই বছর পযন্ত থাকে ডাটাবেজ এ, এর মধ্যে যদি আপনি কোনো দেশে না যেয়ে থাকেন তাহলে সেটা সয়ংক্রীয় ভাবে মুচে যাবে, এবং দুই বছর পর আপনাকে আবার নিবন্ধন করতে হবে
- 𝐁𝐌𝐄𝐓 নিবন্ধন করার সব থেকে সহজ এবং সিম্পল ও জামেলা মুক্ত পথ বা সিস্টেম হলো, আপনার মোবাইলে প্লে-স্টোর থেকে AMI PROBASHI এ্যপস ডাউনলোড করে নিজেই অনলাইনে নিবন্ধন করতে পারবেন, সে হ্মেত্রে আপনাকে নগদ ৩০০ টাকা অফেরত যোগ্য পেমেন্ট করতে হবে, বিকাশ অথবা নগদ এর মধ্যমে!!
এ ছাড়া ও BMET সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, উত্তর দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ
জণস্বার্থে পোষ্ট!
- Md Iqbal Husain Orji