27/08/2025
সাংবাদিকদের ওপর পুলিশের অমানবিক নির্যাতন ও রক্তাক্ত জখমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন ফেনী (জেইউএফ)।
অদ্য বুধবার এক বিবৃতিতে সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ফ্যাসিবাদী আমলের পুলিশ বাহিনীর সদস্যরা আজও তাদের চরিত্র বদলাতে পারেনি। তারা ধ্যানে জ্ঞানে ফ্যাসিবাদ লালন করছে এবং উদ্দেশ্যমূলকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে সহায়ক ভূমিকা পালন করছে।
ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ইংরেজী পত্রিকা দ্য নিউ নেশনের দুই জন রিপোর্টার আজ বেলা দুইটার দিকে নিজস্ব বাইকে সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি যাওয়ায় পথে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় যানযটে আটকা পড়েন। এ সময় উল্টোদিক থেকে আসা মাইক্রো বাসের ড্রাইভারের সঙ্গে তাদের বচসা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ড্রাইভার তার কাছে থাকা চাকু দিয়ে সাংবাদিক সৈয়দ শাকিল পারভেজের হাতে আঘাত করে। এসময় তার সহকর্মী নোমান মোশাররফ এগিয়ে গেলে গাড়ীতে থাকা অন্যরা নেমে ছিনতাইকারি বলে দু'জনকে মারতে থাকে। পাশেই দাঁড়িয়ে থাকা পুলিশ কাউকে নিবৃত্ত না করে উল্টো দুই সাংবাদিককে পেটায়। এসময় প্রেসক্লাবের সামনে পেশাগত দায়িত্ব পালনকারি অন্য সাংবাদিকরা সহকর্মীদের সহায়তায় এগিয়ে আসেন এবং নিজেদের সাংবাদিক পরিচয় দেওয়ার পরও পুলিশ তাদের বেধড়ক পিটায়।
এক পর্যায়ে পুলিশ কর্মকর্তা জয়নালের নির্দেশে বাংলা ভিশনের রিপোর্টার কেফায়েত শাকিল, নিউ নেশনের নোমান মোশাররফ এবং সৈয়দ শিমুল পারভেজকে পুলিশ বক্সে ঢুকিয়ে নির্মমভাবে নির্যাতন চালায়।
পুলিশের আকস্মিক এ নির্মম নির্যাতনে উল্লিখিত তিনজন ছাড়াও সাংবাদিক সপ্তমী মণ্ডল ঋতু এবং খোলা বাজার পত্রিকার রিপোর্টার রোজিনা বেগম আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত নোমান মোশাররফ ও শিমুল পারভেজকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, পুলিশের এহেন অমানবিক কর্মকাণ্ড সাংবাদিক ইউনিয়ন কোনোভাবে বরদাশত করবে না। অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা না হলে সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে।