ফেনীর সম্মান FENI HONOR

ফেনীর সম্মান FENI HONOR ফেনীর ছেলেরা অনেক ভাল ✊🏻

মুহুরী প্রজেক্টবাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মুহুরী প্রজেক্ট (Muhuri Project) ফেনীর সোনাগাজী উপজেলায় অবস্থিত। ...
01/04/2023

মুহুরী প্রজেক্ট

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মুহুরী প্রজেক্ট (Muhuri Project) ফেনীর সোনাগাজী উপজেলায় অবস্থিত। মুহুরী সেচ প্রকল্পকে ঘিরে করে গড়ে উঠা বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র এবং সর্ববৃহৎ মৎস্য জোন হিসেবেও মুহুরী প্রজেক্ট দেশব্যাপী সুপরিচিত। ১৯৭৭-৭৮ অর্থ বছরে মুহুরী সেচ প্রকল্পের কাজ শুরু হলেও ১৯৮৫-৮৬ অর্থবছরে ফেনী, মুহুরী এবং কালিদাস পাহালিয়া নদীর পানি প্রবাহকে নিয়ন্ত্রণের জন্য নির্মিত আড়ি বাঁধের নির্মাণ কাজ শেষ হয়। মুহুরী প্রজেক্টের সুফল হিসাবে ২০,১৯৪ হেক্টর এলাকা সরাসরি সেচ সুবিধার মধ্যে আসে।

গত আড়াই দশকে মুহুরী প্রজেক্টকে ঘিরে পিকনিক স্পট ও বিনোদন কেন্দ্র তৈরি করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণকারীরা প্রাকৃতিক সৌন্দর্য্যে পূর্ণ মুহুরী প্রজেক্টে আনন্দময় সময় কাটাতে আসে।

আবদুস সালাম স্মৃতি জাদুঘরভাষা শহীদ আব্দুস সালাম ২৭ নভেম্বর ১৯২৫ সালে ফেনী (Feni) জেলার লক্ষণপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। ...
01/04/2023

আবদুস সালাম স্মৃতি জাদুঘর
ভাষা শহীদ আব্দুস সালাম ২৭ নভেম্বর ১৯২৫ সালে ফেনী (Feni) জেলার লক্ষণপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর নামানুসারে লক্ষণপুর গ্রামের বর্তমান নাম সালাম নগর। পিতার চাকুরীর সুবাদে ভাষা আন্দোলনের সময় শহীদ আব্দুস সালাম ঢাকা মেডিকেল কলেজের পাশে কোয়ার্টারে থাকতেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সামনের রাস্তায় ১৪৪ ধারা অগ্রাহ্য করে ছাত্র জনতার বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ প্রদর্শনকালে পুলিশের গুলিতে আব্দুস সালাম আহত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রায় দেড় মাস পর ১৯৫২ সালের ০৭ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।

২০০০ সালের ফেব্রুয়ারিতে ভাষা শহীদ আব্দুস সালামকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়। ভাষা শহীদ সালামের স্মৃতির সম্মানার্থে ফেনী-নোয়াখালী সড়কের পাশে মাতুভূঞা ব্রিজের সংলগ্ন সালাম নগরে ‘ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর (Language Martyr Abdus Salam Memorial Museum) প্রতিষ্ঠা করা হয়। প্রতিবছর ফেব্রুয়ারিতে জাদুঘর প্রাঙ্গনে বইমেলার আয়োজন করা হয়ে থাকে।

রাজাঝির দীঘিফেনী শহরের জিরো পয়েন্টে ঐতিহাসিক রাজাঝির দীঘি (Rajajhir Dhigi) অবস্থিত। প্রচলিত আছে, প্রায় সাতশত বছর আগে ত্র...
01/04/2023

রাজাঝির দীঘি
ফেনী শহরের জিরো পয়েন্টে ঐতিহাসিক রাজাঝির দীঘি (Rajajhir Dhigi) অবস্থিত। প্রচলিত আছে, প্রায় সাতশত বছর আগে ত্রিপুরা রাজ্যের এক প্রভাবশালী রাজার কন্যার অন্ধত্ব দূরীকরণের উদ্দেশ্যে এই দীঘি খনন করা হয়। ফেনী অঞ্চলের মানুষ কন্যাকে আঞ্চলিক ভাষায় ঝি বলে থাকে। ফলে দীঘিটি খননের পর থেকেই রাজাঝির দীঘি বা রাজনন্দিনীর দীঘি নামে পরিচিত হয়ে উঠে।

রাজাঝির দীঘির মোট আয়তন ১০.৩২ একর। ১৮৭৫ সালে ফেনী মহকুমা প্রতিষ্ঠিত হওয়ার পর রাজাঝির দীঘির পাড়ে মহকুমার সদর দপ্তর গড়ে তোলা হয়। রাজাঝির দীঘিকে কেন্দ্র করে বর্তমানে ফেনী কোর্ট মসজিদ, ফেনী সদর থানা, অফিসার্স ক্লাব, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, শিশু পার্ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে উঠেছে। এছাড়া দীঘির চারদিকে বেশকিছু পাকা ঘাট, বসার স্থান এবং হাটা চলা করার জন্য সুন্দর ওয়াক-ওয়ে নির্মাণ করা হয়েছে।

প্রতাপপুর জমিদার বাড়িপ্রতাপপুর জমিদার বাড়ি (Pratappur Zamindar Bari) ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়ন...
01/04/2023

প্রতাপপুর জমিদার বাড়ি
প্রতাপপুর জমিদার বাড়ি (Pratappur Zamindar Bari) ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। তৎকালীন সময়ে

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফেনীর সম্মান FENI HONOR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share