23/04/2025
ফেনী রিপোর্টার্স ইউনিটির দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় নিন্দা
সংবাদ বিজ্ঞপ্তি
ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী এবং সংগঠনের সদস্য, ঢাকা পোষ্টের জেলা প্রতিনিধি ও দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক তারেক চৌধুরীর বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন ও সাধারন সম্পাদক দিদারুল আলম।
এক বিবৃতিতে তারা বলেন,একজন মাদক কারবারী কতৃক পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেওয়া গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করবে।
তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন,সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা চলমান থাকলে পেশাদারিত্ব রক্ষায় বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে ফেনী রিপোর্টার্স ইউনিটি।