Musfikur Rahman

Musfikur Rahman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Musfikur Rahman, Digital creator, feni, Feni.
(1)

চলো আরবি ভাষাকে সহজ ভাবে বুঝি, আরবি ভাষাকে সহজ করা আমাদের উদ্দেশ্য।

আমার ইউটিউব চ্যানেল 👇

https://youtube.com/channel/UCtIyPn34T-PcISioOzSs5AQ?si=TQAsqhcwoDeMkuMe

19/09/2025

তিন শ্রেণীর মানুষ জুমার দিন মসজিদে আসে।

পুরো আলোচনাটি শুনতে পারেন, দালিলিক আলোচনা করেছি আলহামদুলিল্লাহ।

15/09/2025

জুমার দিনের ফযিলত ও সুন্নাহ সমূহ।

11/09/2025

আমরা জানি যে,إن এটি فعل مضارع এর শুরুতে আসে তাহলে এখানে রহস্য কি???

09/09/2025

গতকাল বিকেলে ধানমন্ডিতে ড্রাইভিং শিখতে গিয়ে রাস্তায় পথচারী ৪ মহিলার উপরে গাড়ি তুলে দেয় ড্রাইভার।

এক্সি"ডেন্ট করে ড্রাইভার সিট পরিবর্তন করে গাড়ি নিয়ে পালিয়ে যায়, যাওয়ার সময় আবার তাদের চাপা দিয়ে টেনে নিয়ে যায়।

08/09/2025

খুবই গুরুত্বপূর্ণ একটি কায়দা!!!!

07/09/2025

মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ২৩টি আ*ঘাতে পেট্রোল পাম্পের ক্যাশিয়ার ইকবালকে হ*ত্যা করেছে সহকর্মী নজেলম্যান সংখ্যা লঘু রতন চ ন্দ্র দেবনাথ।

বগুড়ার দত্তবাড়ীতে শতাব্দী ফিলিং স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটায় এই রতন চন্দ্র।
এরপরেও মূল ধারার মিডিয়া নিউজ করেনি কারণ কী ??

🇧🇩🌙 বাংলাদেশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ: কখন পড়বেন এর ছালাত?❓🇧🇩🖋️ আজ, ৭ সেপ্টেম্বর (রবিবার), রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয়ে ...
07/09/2025

🇧🇩🌙 বাংলাদেশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ: কখন পড়বেন এর ছালাত?❓
🇧🇩🖋️ আজ, ৭ সেপ্টেম্বর (রবিবার), রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয়ে চন্দ্রগ্রহণটি ভোর পর্যন্ত চলবে এবং এর মোট স্থায়িত্ব হবে ৭ ঘণ্টা ২৭ মিনিট।
🕋 রাসুলুল্লাহ (ছা:) বলেছেন,
🔰🖋️তোমরা যখন চন্দ্র গ্রহণ ও সূর্য গ্রহণ দেখতে পাও, তখন তাকবীর পড় আর আল্লাহর কাছে দু'আ কর এবং ছালাত আদায় কর ও সাদাক্বাহ্ কর।
[হাদীছ নং ৯০১,৯০২,৯০৩, ছহীহ মুসলিম]

🌘 সূর্য গ্রহণের ছালাত আদায়ের সুন্নতী পদ্ধতি:
📚🖋️ ছালাতুর রাসূল (ছাঃ) বই অবলম্বনে
🔰🖋️ -প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব (হাফিযাহুল্লাহ)।
🔰🖋️সূর্য ও চন্দ্র গ্রহণের ছালাত:
✅ সূর্য ও চন্দ্র গ্রহণ কালে যে নফল ছালাত আদায় করা হয়, তাকে ছালাতুল কুসূফ ও খুসূফ বলা হয়। সূর্য ও চন্দ্র গ্রহণ আল্লাহর অপার কুদরতের অন্যতম নিদর্শন। এই গ্রহণ শুরু হ’লে আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও ভীতি সহকারে এর ক্ষতি থেকে বাঁচার উদ্দেশ্যে জামা‘আত সহ দু’রাক‘আত ছালাত দীর্ঘ ক্বিরাআত ও ক্বিয়াম সহকারে আদায় করতে হয় এবং শেষে খুৎবা দিতে হয়।[1] এই ছালাতের বিশেষ পদ্ধতি রয়েছে। যাতে দু’রাক‘আত ছালাতে (২+২) ৪টি রুকূ হয় এবং এটিই সর্বাধিক বিশুদ্ধ।[2]

🔰🖋️পদ্ধতি : আব্দুল্লাহ ইবনে আববাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ)-এর সময়ে একবার সূর্য গ্রহণ হ’লে আল্লাহর রাসূল (ছাঃ) ছালাত আদায় করেন ও লোকেরাও তাঁর সাথে ছালাত আদায় করে। প্রথমে তিনি ছালাতে দাঁড়ালেন এবং (সূরা ফাতিহা পাঠের পর) সূরা বাক্বারাহর মত দীর্ঘ ক্বিরাআত করলেন। অতঃপর (১) দীর্ঘ রুকূ করলেন। তারপর মাথা তুলে ক্বিরাআত করতে লাগলেন। তবে প্রথম ক্বিরাআতের চেয়ে কিছুটা কম ক্বিরাআত করে (২) রুকূতে গেলেন। এবারের রুকূ প্রথম রুকূর চেয়ে কিছুটা কম হ’ল। তারপর তিনি রুকূ থেকে মাথা তুলে সিজদা করলেন। অতঃপর সিজদা শেষে তিনি উঠে দাঁড়ালেন এবং লম্বা ক্বিরাআত করলেন। তবে প্রথমের তুলনায় কিছুটা ছোট। এরপর তিনি (৩) রুকূ করলেন, যা আগের রুকূর চেয়ে কম ছিল। রুকূ থেকে মাথা তুলে পুনরায় ক্বিরাআত করলেন। যা প্রথমের তুলনায় ছোট ছিল। অতঃপর তিনি (৪) রুকূ করলেন ও মাথা তুলে সিজদায় গেলেন। পরিশেষে সালাম ফিরালেন।

✅ইতিমধ্যে সূর্য উজ্জ্বল হয়ে গেল। অতঃপর ছালাত শেষে দাঁড়িয়ে তিনি খুৎবা দিলেন এবং হামদ ও ছানা শেষে বললেন যে, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দু’টি বিশেষ নিদর্শন। কারু মৃত্যু বা জন্মের কারণে এই গ্রহণ হয় না। যখন তোমরা ঐ গ্রহণ দেখবে, তখন আল্লাহকে ডাকবে, তাকবীর দিবে, ছালাত আদায় করবে ও ছাদাক্বা করবে। ... আল্লাহর কসম! আমি যা জানি, তা যদি তোমরা জানতে, তাহ’লে তোমরা অল্প হাসতে ও অধিক ক্রন্দন করতে’। অন্য বর্ণনায় এসেছে যে, এর মাধ্যমে আল্লাহ স্বীয় বান্দাদের ভয় দেখিয়ে থাকেন। অতএব যখন তোমরা সূর্য গ্রহণ দেখবে, তখন ভীত হয়ে আল্লাহর যিকর, দো‘আ ও ইস্তেগফারে রত হবে।[3]

🔰🖋️বিজ্ঞানের যুক্তি : সূর্য ও চন্দ্র গ্রহণের সময় চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় চলে আসে। ফলে সূর্য ও চন্দ্রের আকর্ষণী শক্তি বেশী মাত্রায় পৃথিবীর উপরে পতিত হয়। এর প্রচন্ড টানে অন্য কোন গ্রহ থেকে পাথর বা কোন মহাজাগতিক বস্ত্ত পৃথিবীর দিকে ধেয়ে আসলে পৃথিবী ধ্বংসের একটা কারণও হ’তে পারে। ১৯০৮ সালের ৩০ শে জুন ১২ মেগাটন টিএনটি ক্ষমতা সম্পন্ন ১৫০ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকার জ্বলন্ত পাথর (মিটিওরাইট) রাশিয়ার সাইবেরিয়ার জঙ্গলে পতিত হয়ে ৪০ মাইল ব্যাস সম্পন্ন ধ্বংসগোলক সৃষ্টি করেছিল। আগুনের লেলিহান শিখায় লক্ষ লক্ষ গাছপালা পুড়ে ছাই হয়ে গিয়েছিল।[4]

✅‘কুসূফ’ ও ‘খুসূফ’-এর ছালাত আদায়ের মাধ্যমে সূর্য ও চন্দ্র গ্রহণের ক্ষতিকর প্রভাব হ’তে আল্লাহর নিকটে পানাহ চাওয়া হয়। এই ছালাতের অন্যতম উদ্দেশ্য হ’ল, আল্লাহর এই সব সৃষ্টিকে পূজা না করা এবং ভয় না করা। আল্লাহ বলেন, لاَ تَسْجُدُوْا لِلشَّمْسِ وَلاَ لِلْقَمَرِ وَاسْجُدُوْا ِللهِ الَّذِيْ خَلَقَهُنَّ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُوْنَ ‘তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও না। বরং সিজদা কর আল্লাহকে, যিনি এগুলি সৃষ্টি করেছেন। যদি তোমরা সত্যিকার অর্থে তাঁরই ইবাদত করে থাক’ (হা-মীম সাজদাহ/ফুছছিলাত ৪১/৩৭)।
কপি পোস্ট।

06/09/2025

هل যখন تشويق এর অর্থে ব্যবহার হয়।

04/09/2025

আল্লাহর আরশের ছায়ায় কারা কারা অবস্থান করবেন???.. musfik bin obaidur rahman

03/09/2025

هل যখন نفي এর অর্থে ব্যবহার হয়।

01/09/2025

أنٰي যখন من أين অর্থে ব্যবহার হয়।

31/08/2025

أنٰي যখন كيف অর্থে ব্যবহার হয়।

Address

Feni
Feni
FENI

Telephone

+8801761749238

Website

Alerts

Be the first to know and let us send you an email when Musfikur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Musfikur Rahman:

Share