30/06/2025
#অকিলপুর_ডে_ট্যুর_ফ্রুটস_ফেস্টিভ্যাল২০২৫ইং।
টিম Feni Bike Riders 🏍(ফেনী বাইক রাইডার্স ) এর পরবর্তী ডে ট্যুর হবে অকিল পুর সী বিচে।আগ্রহী সদস্যদের ০৩ জুলাই ,রোজ বৃহস্পতিবার রাত ১১ টার মধ্যে রেজিষ্ট্রেশন কনফার্ম করে নিম্নোক্ত নিয়ম মেনে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে।
রিপোর্টিং জোন, FBR Station , সকাল। ০৮:০০ টা।
তারিখঃ০৪ জুলাই,২০২৫ ইং, রোজ-শুক্রবার।
বিধিনিষেধঃ
👉প্রতি বাইকে সর্বোচ্চ দুই জন।
👉প্রত্যেকের হেলমেট বাধ্যতামূলক।
👉ড্রাইভিং লাইসেন্স আছে যার,সে গাড়ী চালাবেন।
👉টিশার্ট / উইন্ডবেকার পরিধান করা বাধ্যতামূলক। যারা ইতোমধ্যে প্রিয় গ্রুপের টিশার্ট ও উইন্ডবেকার সংগ্রহ করেছেন, তারা টিশার্ট/ উইন্ডবেকার পরিধান করে আসবেন।যাদের নেই তারা টিশার্ট /উইন্ডবেকার এর অর্ডার কনফার্ম স্বাপেক্ষে ট্যুরে অংশগ্রহণ করতে পারবেন এবং নিয়ন কালারের উইন্ডবেকার পরিধান করবেন।
👉গাড়ীর পেপারস আপ টু ডেট থাকতে হবে।
👉প্রয়োজনীয় সেপ্টি গ্যাজেটস ও কেডস নিয়ে নিবেন।
👉ক্যামেরা, ক্যান্ডস ও প্রয়োজনীয় ব্যক্তিগত সামগ্রী।
👉প্রতি বাইকে -যে দুইজন থাকবেন,তারা উভয়ে মিলেই গাড়ির জ্বালনী খরচ বহন করবেন।
👉বাকী খরচ মাথাপিছু হারে বণ্টন করে হিসাব করা হবে।
👉যারা ট্যুরে অংশগ্রহণ করবেন তারা দ্বায়িত্বপ্রাপ্ত সাপোর্ট টিম মেম্বার্স এর সাথে যোগাযোগ করে আপনার ট্যুর নিশ্চিত করে ফেলুন।
👉আগ্রহী মেম্বার্সদের তাদের এরিয়া ও ফোন নাম্বার জানিয়ে কমেন্টস করতে বিনিত অনুরোধ করা হলো।পরবর্তী আলোচনা আগ্রহী মেম্বারদের নিয়ে ট্যুর এর ওয়াটস এপ্স গ্রুপে সংযুক্ত করে করা হবে।
👉পরিবেশ ও অন্যের ক্ষতিসাধন থেকে বিরত এবং যথাসম্ভব সামাজিক দুরতে বজায় রাখবো।
👉ইনশাআল্লাহ অকিলপুর থেকে ফেরার পথে আমরা আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য ও দর্শনীয় স্থান সমূহ দেখে একসাথে নিরাপদে বাড়ী ফিরবো।
👉নিজেদের প্রিয় ভালোবাসার ফেনী বাইক রাইডার্স গ্রুপটি যেন কোন প্রকার প্রশ্নবিদ্ধ কিংবা সমালোচনার সম্মুখীন না হয়,এইটা নিশ্চিত করা আমাদের সকলের দ্বায়িত্ব।
☎যোগাযোগঃ
Mazharul Iqbu 01634277812
Md Momin Mozumder 01531112263
Biplov Patwary - 01939003009
Anabil Moharaj 01675-861961