Anabil Moharaj

Anabil Moharaj I am not the universe, But unique.No need to any restart code of life.i am ok.

তমা তুংগী🙂
28/10/2025

তমা তুংগী🙂

নীলাচল এর আকাশ আর মেঘ অসম্ভব সুন্দর।মেঘের সাথে বৃষ্টি হয়ে ঝড়ে পড়ুক সব দুঃখ।
27/10/2025

নীলাচল এর আকাশ আর মেঘ অসম্ভব সুন্দর।
মেঘের সাথে বৃষ্টি হয়ে ঝড়ে পড়ুক সব দুঃখ।

সৌন্দর্যে ঘেরা বগালেক।
27/10/2025

সৌন্দর্যে ঘেরা বগালেক।

পাহাড়ে আছে- ভয়ংকর সৌন্দর্য। আর সে সৌন্দর্য উপভোগ করতে সাহস করে বেরিয়ে।পড়তে হবে।
26/10/2025

পাহাড়ে আছে- ভয়ংকর সৌন্দর্য।
আর সে সৌন্দর্য উপভোগ করতে সাহস করে বেরিয়ে।পড়তে হবে।

Munlai para👍
25/10/2025

Munlai para👍

টিম ফেনী বাইক রাইডার্স সহ কেওক্রাডং এর পথে।
23/10/2025

টিম ফেনী বাইক রাইডার্স সহ কেওক্রাডং এর পথে।

We are now BandharbanWith team ফেনী বাইক রাইডার্স
22/10/2025

We are now Bandharban
With team ফেনী বাইক রাইডার্স

InShaAllah One Day.......
21/10/2025

InShaAllah
One Day.......

#বান্দরবন_কেওক্রাডং_স্পেশাল_ট্যুর_২০২৫ইং।

টিম Feni Bike Riders 🏍(ফেনী বাইক রাইডার্স ) এর পরবর্তী লং ট্যুর হবে রোমাঞ্চকর কেওক্রাডং, থানচী,বগালেক, বনাদরবান।আগ্রহী সদস্যদের আগামী ২১ অক্টোবর রোজ মংগলবার রাত ১২ টার মধ্যে রেজিষ্ট্রেশন কনফার্ম করে ২২ অক্টোবর পরের দিন, বুধবার-নিম্নোক্ত নিয়ম মেনে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে।

রিপোর্টিং জোন-FBR Statio ,বিকাল ৪:০০ টা।
ট্যুরের স্থান:কেওক্রাডং, থানচী,বগালেক, বনাদরবান।
তারিখঃ
👍যাত্রা শুরু-২২ অক্টোবর ,২০২৫ ইং, রোজ-বুধবার।
👍ফিরার তারিখ-২৫ অক্টোবর,২৫ ইং, রোজ শনিবার।

বিধিনিষেধঃ
👉প্রতি বাইকে সর্বোচ্চ দুই জন।
👉প্রত্যেকের হেলমেট বাধ্যতামূলক।
👉ড্রাইভিং লাইসেন্স আছে যার,সে গাড়ী চালাবেন।
👉টিশার্ট / উইন্ডবেকার পরিধান করা বাধ্যতামূলক। যারা ইতোমধ্যে প্রিয় গ্রুপের টিশার্ট ও উইন্ডবেকার সংগ্রহ করেছেন, তারা টিশার্ট/ উইন্ডবেকার পরিধান করে আসবেন।যাদের নেই তারা টিশার্ট /উইন্ডবেকার এর অর্ডার কনফার্ম স্বাপেক্ষে ট্যুরে অংশগ্রহণ করতে পারবেন এবং নিয়ন কালারের উইন্ডবেকার পরিধান করবেন।
👉গাড়ীর পেপারস আপ টু ডেট থাকতে হবে।
👉প্রয়োজনীয় সেপ্টি গ্যাজেটস ও কেডস নিয়ে নিবেন।
👉ক্যামেরা, ক্যান্ডস ও প্রয়োজনীয় ব্যক্তিগত সামগ্রী।
👉প্রতি বাইকে -যে দুইজন থাকবেন,তারা উভয়ে মিলেই গাড়ির জ্বালনী খরচ বহন করবেন।
👉বাকী খরচ মাথাপিছু হারে বণ্টন করে হিসাব করা হবে।
👉যারা ট্যুরে অংশগ্রহণ করবেন তারা জন প্রতি ৪০০০ টাকা রেজিষ্ট্রেশন ফি আমাদের দ্বায়িত্বপ্রাপ্ত সাপোর্ট টিম মেম্বার্সদের প্রদান স্বাপেক্ষে আপনার ট্যুর নিশ্চিত করে ফেলুন।
👉আগ্রহী মেম্বার্সদের তাদের এরিয়া ও ফোন নাম্বার জানিয়ে কমেন্টস করতে বিনিত অনুরোধ করা হলো।পরবর্তী আলোচনা আগ্রহী মেম্বারদের নিয়ে ট্যুর এর ওয়াটস এপ্স গ্রুপে সংযুক্ত করে ট্যুর অলান এর আলোচনা করা হবে।
👉পরিবেশ ও অন্যের ক্ষতিসাধন থেকে বিরত এবং যথাসম্ভব সামাজিক দুরতে বজায় রাখবো।
👉ইনশাআল্লাহ ট্যুর থেকে ফেরার পথে আমরা আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য ও দর্শনীয় স্থান সমূহ দেখে একসাথে নিরাপদে বাড়ী ফিরবো।
👉নিজেদের প্রিয় ভালোবাসার ফেনী বাইক রাইডার্স গ্রুপটি যেন কোন প্রকার প্রশ্নবিদ্ধ কিংবা সমালোচনার সম্মুখীন না হয়,এইটা নিশ্চিত করা আমাদের সকলের দ্বায়িত্ব।
👉সবাই কমপক্ষে ৮ কপি এনআই ডি কার্ডের ফটোকপি এবং ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর কাগজ ৩ কপি করে ফটোকপি অবশ্যই সাথে নিয়ে নিবেন।
👉অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা কিংবা আইনী জটিলতায় টিম ফেনী বাইক রাইডার্স কোন প্রকার দ্বায়ভার বহন করবে না।
👉ত্রুটিপূর্ণ বাইক থাকলে এবং ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর কাগজ ব্যাতিত কাউকে ট্যুর এ অংশগ্রহণ করতে দেয়া হবে না।



☎যোগাযোগঃ
Biplov Patwary 01939003009
Safayat Hossain 01889103212

17/10/2025

সবাইকে নিয়ে হা'রাবো, অজানা কোন এক শহরে!

মাঝে মাঝে নিজের অজান্তেই জোৎস্না দেখতে চাই তোমায় নিয়ে- যেখানে অনাবিল শুভ্রতায় এক আকাশ ভালোবাসা বিরাজমান থাকবে।
16/10/2025

মাঝে মাঝে নিজের অজান্তেই জোৎস্না দেখতে চাই তোমায় নিয়ে- যেখানে অনাবিল শুভ্রতায় এক আকাশ ভালোবাসা বিরাজমান থাকবে।

15/10/2025

টিম ফেনী বাইক রাইডার্স এর সাথে ডে ট্যুরে।

12/10/2025




ফেনী বাইক রাইডার্স
Md. Sahadath Hossan Anabil

Address

Feni
3940

Alerts

Be the first to know and let us send you an email when Anabil Moharaj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anabil Moharaj:

Share