21/10/2025
InShaAllah
One Day.......
#বান্দরবন_কেওক্রাডং_স্পেশাল_ট্যুর_২০২৫ইং।
টিম Feni Bike Riders 🏍(ফেনী বাইক রাইডার্স ) এর পরবর্তী লং ট্যুর হবে রোমাঞ্চকর কেওক্রাডং, থানচী,বগালেক, বনাদরবান।আগ্রহী সদস্যদের আগামী ২১ অক্টোবর রোজ মংগলবার রাত ১২ টার মধ্যে রেজিষ্ট্রেশন কনফার্ম করে ২২ অক্টোবর পরের দিন, বুধবার-নিম্নোক্ত নিয়ম মেনে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে।
রিপোর্টিং জোন-FBR Statio ,বিকাল ৪:০০ টা।
ট্যুরের স্থান:কেওক্রাডং, থানচী,বগালেক, বনাদরবান।
তারিখঃ
👍যাত্রা শুরু-২২ অক্টোবর ,২০২৫ ইং, রোজ-বুধবার।
👍ফিরার তারিখ-২৫ অক্টোবর,২৫ ইং, রোজ শনিবার।
বিধিনিষেধঃ
👉প্রতি বাইকে সর্বোচ্চ দুই জন।
👉প্রত্যেকের হেলমেট বাধ্যতামূলক।
👉ড্রাইভিং লাইসেন্স আছে যার,সে গাড়ী চালাবেন।
👉টিশার্ট / উইন্ডবেকার পরিধান করা বাধ্যতামূলক। যারা ইতোমধ্যে প্রিয় গ্রুপের টিশার্ট ও উইন্ডবেকার সংগ্রহ করেছেন, তারা টিশার্ট/ উইন্ডবেকার পরিধান করে আসবেন।যাদের নেই তারা টিশার্ট /উইন্ডবেকার এর অর্ডার কনফার্ম স্বাপেক্ষে ট্যুরে অংশগ্রহণ করতে পারবেন এবং নিয়ন কালারের উইন্ডবেকার পরিধান করবেন।
👉গাড়ীর পেপারস আপ টু ডেট থাকতে হবে।
👉প্রয়োজনীয় সেপ্টি গ্যাজেটস ও কেডস নিয়ে নিবেন।
👉ক্যামেরা, ক্যান্ডস ও প্রয়োজনীয় ব্যক্তিগত সামগ্রী।
👉প্রতি বাইকে -যে দুইজন থাকবেন,তারা উভয়ে মিলেই গাড়ির জ্বালনী খরচ বহন করবেন।
👉বাকী খরচ মাথাপিছু হারে বণ্টন করে হিসাব করা হবে।
👉যারা ট্যুরে অংশগ্রহণ করবেন তারা জন প্রতি ৪০০০ টাকা রেজিষ্ট্রেশন ফি আমাদের দ্বায়িত্বপ্রাপ্ত সাপোর্ট টিম মেম্বার্সদের প্রদান স্বাপেক্ষে আপনার ট্যুর নিশ্চিত করে ফেলুন।
👉আগ্রহী মেম্বার্সদের তাদের এরিয়া ও ফোন নাম্বার জানিয়ে কমেন্টস করতে বিনিত অনুরোধ করা হলো।পরবর্তী আলোচনা আগ্রহী মেম্বারদের নিয়ে ট্যুর এর ওয়াটস এপ্স গ্রুপে সংযুক্ত করে ট্যুর অলান এর আলোচনা করা হবে।
👉পরিবেশ ও অন্যের ক্ষতিসাধন থেকে বিরত এবং যথাসম্ভব সামাজিক দুরতে বজায় রাখবো।
👉ইনশাআল্লাহ ট্যুর থেকে ফেরার পথে আমরা আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য ও দর্শনীয় স্থান সমূহ দেখে একসাথে নিরাপদে বাড়ী ফিরবো।
👉নিজেদের প্রিয় ভালোবাসার ফেনী বাইক রাইডার্স গ্রুপটি যেন কোন প্রকার প্রশ্নবিদ্ধ কিংবা সমালোচনার সম্মুখীন না হয়,এইটা নিশ্চিত করা আমাদের সকলের দ্বায়িত্ব।
👉সবাই কমপক্ষে ৮ কপি এনআই ডি কার্ডের ফটোকপি এবং ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর কাগজ ৩ কপি করে ফটোকপি অবশ্যই সাথে নিয়ে নিবেন।
👉অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা কিংবা আইনী জটিলতায় টিম ফেনী বাইক রাইডার্স কোন প্রকার দ্বায়ভার বহন করবে না।
👉ত্রুটিপূর্ণ বাইক থাকলে এবং ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর কাগজ ব্যাতিত কাউকে ট্যুর এ অংশগ্রহণ করতে দেয়া হবে না।
☎যোগাযোগঃ
Biplov Patwary 01939003009
Safayat Hossain 01889103212