Anabil Moharaj

Anabil Moharaj I am not the universe, But unique.No need to any restart code of life.i am ok.

06/08/2025

টিম ফেনী বাইক রাইডার্স এর মেগা গেট টুগেদার এর খন্ডচিত্র!

অবশেষে নিরাপদে,পাহাড়ে!
05/08/2025

অবশেষে নিরাপদে,পাহাড়ে!

প্রত্যাশাবিহীন ভাবে কারো জন্য কিছু করতে না পারলে,সেটা না করাই শ্রেয়! ফটো ক্রেডিটঃ Hasan Hazari
03/08/2025

প্রত্যাশাবিহীন ভাবে কারো জন্য কিছু করতে না পারলে,সেটা না করাই শ্রেয়!
ফটো ক্রেডিটঃ Hasan Hazari

Happy   DayThank you   Riders Club Feni- YRC for inviting Team ফেনী বাইক রাইডার্স
02/08/2025

Happy Day
Thank you Riders Club Feni- YRC for inviting Team ফেনী বাইক রাইডার্স

Feni Bike Riders Day tour 2025
30/07/2025

Feni Bike Riders Day tour 2025

ে_ট্যুর_চট্রগ্রাম_২০২৫ইং।

টিম Feni Bike Riders এর পরবর্তী ডে ট্যুর হবে চট্রগ্রাম ভাটিয়ারীর ক্যাফে ২৪ ও ডি সি পার্কে।আগ্রহী সদস্যদের ৩১ জুলাই ,রোজ বৃহস্পতিবার রাত ১১ টার মধ্যে রেজিষ্ট্রেশন কনফার্ম করে নিম্নোক্ত নিয়ম মেনে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে।

রিপোর্টিং জোন, FBR Station , সকাল। ০৮:০০ টা।
তারিখঃআগস্ট ০১,২০২৫ ইং, রোজ-শুক্রবার।

বিধিনিষেধঃ
👉প্রতি বাইকে সর্বোচ্চ দুই জন।
👉প্রত্যেকের হেলমেট বাধ্যতামূলক।
👉ড্রাইভিং লাইসেন্স আছে যার,সে গাড়ী চালাবেন।
👉টিশার্ট / উইন্ডবেকার পরিধান করা বাধ্যতামূলক। যারা ইতোমধ্যে প্রিয় গ্রুপের টিশার্ট ও উইন্ডবেকার সংগ্রহ করেছেন, তারা টিশার্ট/ উইন্ডবেকার পরিধান করে আসবেন।যাদের নেই তারা টিশার্ট /উইন্ডবেকার এর অর্ডার কনফার্ম স্বাপেক্ষে ট্যুরে অংশগ্রহণ করতে পারবেন এবং নিয়ন কালারের উইন্ডবেকার পরিধান করবেন।
👉গাড়ীর পেপারস আপ টু ডেট থাকতে হবে।
👉প্রয়োজনীয় সেপ্টি গ্যাজেটস ও কেডস নিয়ে নিবেন।
👉ক্যামেরা, ক্যান্ডস ও প্রয়োজনীয় ব্যক্তিগত সামগ্রী।
👉প্রতি বাইকে -যে দুইজন থাকবেন,তারা উভয়ে মিলেই গাড়ির জ্বালনী খরচ বহন করবেন।
👉বাকী খরচ মাথাপিছু হারে বণ্টন করে হিসাব করা হবে।
👉যারা ট্যুরে অংশগ্রহণ করবেন তারা দ্বায়িত্বপ্রাপ্ত সাপোর্ট টিম মেম্বার্স এর সাথে যোগাযোগ করে আপনার ট্যুর নিশ্চিত করে ফেলুন।
👉আগ্রহী মেম্বার্সদের তাদের এরিয়া ও ফোন নাম্বার জানিয়ে কমেন্টস করতে বিনিত অনুরোধ করা হলো।পরবর্তী আলোচনা আগ্রহী মেম্বারদের নিয়ে ট্যুর এর ওয়াটস এপ্স গ্রুপে সংযুক্ত করে করা হবে।
👉পরিবেশ ও অন্যের ক্ষতিসাধন থেকে বিরত এবং যথাসম্ভব সামাজিক দুরতে বজায় রাখবো।
👉ইনশাআল্লাহ ট্যুর থেকে ফেরার পথে আমরা আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য ও দর্শনীয় স্থান সমূহ দেখে একসাথে নিরাপদে বাড়ী ফিরবো।
👉নিজেদের প্রিয় ভালোবাসার ফেনী বাইক রাইডার্স গ্রুপটি যেন কোন প্রকার প্রশ্নবিদ্ধ কিংবা সমালোচনার সম্মুখীন না হয়,এইটা নিশ্চিত করা আমাদের সকলের দ্বায়িত্ব।



☎যোগাযোগঃ
Biplov Patwary - 01939003009
Kazi Badon 01840947980
BM Ruvel 01818091875
Anabil Moharaj 01675-861961

27/07/2025

কিও, কি খবর!!

সময়ের গল্পকথা!!
27/07/2025

সময়ের গল্পকথা!!

আমি হয়তো হারিয়ে যাবো,একাকী গোপনে-অলিক কোন শহরে,কিংবা তোমাদেরই -ভালোবাসার মঝে।খুঁজে নিও তখন আমায় তোমারা,তোমাদেরই মতো আপন ...
24/07/2025

আমি হয়তো হারিয়ে যাবো,
একাকী গোপনে-অলিক কোন শহরে,
কিংবা তোমাদেরই -ভালোবাসার মঝে।
খুঁজে নিও তখন আমায় তোমারা,
তোমাদেরই মতো আপন করে।
🙂🙃

গত ২/৩ দিন রাজধানীতে এইভাবে নিরবে সেবা দিয়েছে বাইকার্স ভাইয়েরা।এইটাই বাইকিং এর সুন্দর্য এইটাই নিঃস্বার্থ ভালোবাসা। আলোচন...
23/07/2025

গত ২/৩ দিন রাজধানীতে এইভাবে নিরবে সেবা দিয়েছে বাইকার্স ভাইয়েরা।এইটাই বাইকিং এর সুন্দর্য এইটাই নিঃস্বার্থ ভালোবাসা। আলোচনা-সামালোচনা থাকবেই,এই সব বাদ দিয়ে এইভাবেই সবাইকে ভালোবাসা বিলিয়ে যেতে হবে।
হ্যাপি বাইকিং


ফেনী বাইক রাইডার্স

লাইফে আর কিছু না,শুধু এমন একটাই বন্ধু চাই!😥😥
22/07/2025

লাইফে আর কিছু না,শুধু এমন একটাই বন্ধু চাই!
😥😥

রিকশাওয়ালা, টেক্সি ওয়ালারা ৩০ টাকার ভাড়া ১০০ টাকা চেয়েছে - এই হচ্ছে বিবেক!! বাইকার্স ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি রাজধানীতে...
21/07/2025

রিকশাওয়ালা, টেক্সি ওয়ালারা ৩০ টাকার ভাড়া ১০০ টাকা চেয়েছে - এই হচ্ছে বিবেক!!

বাইকার্স ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি রাজধানীতে অবস্থানরত সবাই অন্তত মানবিকতার জন্য হলেও আজকে আপনাদের সহায়তার হাত বাড়িয়ে দিন।
রোগীর স্বজনদের কিছুটা হলেও উপকার হবে!

Address

Feni
3940

Alerts

Be the first to know and let us send you an email when Anabil Moharaj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anabil Moharaj:

Share