20/10/2025
💔 জবি ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার মোড় ঘুরল! নেপথ্যে প্রেমঘটিত বিরোধ! 💔
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে আটক ৩ জন!
পুলিশ নিশ্চিত করেছে, হত্যাকাণ্ডের মূল কারণ প্রেমঘটিত বিরোধ!
আটককৃতদের মধ্যে রয়েছেন ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা, যিনি নিজেই স্বীকার করেছেন— বর্ষা ও তার বন্ধু মাহিরের প্রেমের দ্বন্দ্বেই খুন হয়েছেন জোবায়েদ।💔
শিক্ষাঙ্গনে এমন নৃশংসতা মেনে নেওয়া যায় না। প্রধান অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক।
#জোবায়েদ_হোসাইন_হত্যা #প্রেমঘটিত_নৃশংসতা