26/08/2025
ফেনীর সোনাগাজীতে স্বনামধন্য ভাই ভাই স্টোরে চুরি, অভিযুক্তদের শনাক্তে জনতার সহযোগিতা আহ্বান
ফেনীর সোনাগাজীতে স্বনামধন্য ও জনপ্রিয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাই ভাই স্টোরে চুরির ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে সংঘটিত এই ঘটনায় দুর্বৃত্তরা দোকান থেকে মূল্যবান মালামাল ও নগদ অর্থ নিয়ে যায়।
দোকান কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত অভিযুক্ত চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় দোকান মালিক ও স্থানীয় প্রশাসন সাধারণ মানুষের সহায়তা চেয়েছেন।
যদি কেউ চোরদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে নিকটস্থ থানায় যোগাযোগ করার পাশাপাশি নিচের নম্বরগুলোতেও জানাতে অনুরোধ জানানো হয়েছে—
📞 01819-108426
📞 01816-284035
ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে সহায়ক কয়েকটি ছবি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জনসাধারণের সক্রিয় সহযোগিতা পেলে দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।