21/12/2024
সিআইপি হলেন ওমান প্রবাসী পাঁচগাছিয়া উত্তর ডমুরিয়ার ফজলুল করিম মামুন
ফেনীর পোস্ট :
বৈধ চ্যানেলে দেশে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) ২০২৩-২৪ এর মর্যাদা প্রদান করেছে বাংলাদেশ সরকার।
গত বুধবার (১৮ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজিত সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সিআইপি (এনআরবি) ২০২৫-পুরস্কারে ভূষিত হন তিনি। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত সিআইপি ফজলুল করিম মামুন এর হাতে সম্মাননা ক্রেস্ট ও সিআইপি কার্ড তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আসিফ মাহমুদ সজীব সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
সিআইপি কার্ডধারীরা সচিবালয়ে প্রবেশে সেটি বিশেষ পাস হিসেবে ব্যবহার করবেন। ব্যবসা-সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে সরকারি যানবাহনে সংরক্ষিত আসনে অগ্রাধিকার, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহার, ব্যবসায়িক কাজে বিদেশ ভ্রমণের ভিসা প্রাপ্তির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লেটার অব ইন্ট্রোডাকশন সুবিধা পাবেন।
ফজলুল করিম মামুন ফেনী সদর উপজেলা পাঁছগাছিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর ডমুরিয়া গ্রাম আফজাল সাহেবের বাড়ীর মোঃ আব্দুল হালিমের ছেলে।
ত্যাগ, ধৈর্য্য আর কঠোর পরিশ্রম-ই সফলতা এনে দেয় মামুনের প্রবাস জীবনে। ফজলুল করিম মামুন ওমান আল গালিল ট্রাভেলস এর স্বত্বাধিকারী।
তিনি বলেন আমরা প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছি। তাই বাংলাদেশ সরকারের কাছে আমার দাবী প্রবাসীদের যেন বিমানবন্দরে অবহেলা ও হয়রানি করা না হয়।
বিভিন্ন জটিলতায় প্রবাসীদের লাশ দীর্ঘদিন পড়ে থাকে। ওই সব জটিলতা আরো সহজ করে যেন দ্রুত সময়ে প্রবাসীদের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা কর হয়।
তিনি মনে করেন বাংলাদেশ সরকার যদি ২.৫০ % প্রণোদনা থেকে যদি আরো ১% প্রণোদনা বাড়িয়ে ৩.৫০ % প্রণোদনা দেয়া হয়, তাহলে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হবে।
তিনি দেশ ও প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন। গরিব-দুখী অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি জনকল্যাণে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তার কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে বলে তিনি জানান।