93s RIDER

93s RIDER Video Creator

05/09/2024

police cdi ✊
India cdi ✊

19/08/2024

আপনাদের পুলিশকে ফুল দিয়ে বরণ করে নেয়াটা, শহীদদের রক্তের সাথে বেঈমানী নয়?

পুলিশ কর্মবিরতি থেকে ফেরার পর দেখলাম অনেকেই ফুল দিয়ে তাদের নতুন জামাইয়ের মত বরণ করে নিচ্ছে। আপনারা নিতেই পারেন। হয়তো আপনাদের আপন কাউকে এরা হত্যা করেনি। আপনার আপন কেউ হয়তো এদের মাধ্যমে নির্যাতিত হয়নি। আমার এদের জন্য কেবলই ঘৃণা ঘৃণা ঘৃণা।

আপনারা আপনাদের নিজেদের এলাকায়ও মিলিয়ে দেখবেন, কিছুদিন আগেও যে সকল ওসি,এসআই রা আপনাদের উপর নির্যাতন চালিয়েছে তাদেরকেও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। কেনো এতো সুশিলতা ধোচাতে হবে ভাই?

এরা আমদের সাথে যুদ্ধে হেরে যাওয়া হাসিনার সহোদর। পুলিশকে যদি আমার সম্মান জানাতে হয় তাহলে, হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকটা পুলিশকে ছাটাইয়ের পর যখন শাস্তির ব্যাবস্থা করা হবে। আমি তখন পুলিশ বাহিনীকে সম্মান জানাবো। এর আগে নয়।

কেনো এদের প্রতি আমার এতো ঘৃণা? কয়েকটা ঘটনা আপনাদের মনে করিয়ে দেই। সেই ঘটনা গুলোর ভিডিও কমেন্টে দিয়ে দিবো।

ঘটনা এক. একটি ভিডিওতে দেখা যাচ্ছে কোনো এক ফ্লাইওভারের নিচে এক পাশে আশ্র‍য় নেয়া প্রায় ১০-১৫জন আন আর্মড ছেলেকে গুলি করে মেরে ফেলেছে পুলিশ। একটা ছেলেও আক্রমনাত্মক ছিলো না। প্রত্যেকে প্রান রক্ষার জন্য কিছু একটা পেছনে বসে ছিলো। পুলিশ আসলো , তাদের খুজে বের করলো, আর গুলি করলো নির্বিচারে হত্যা করলো।

ঘটনা দুই. একটা ছেলে ছাদে উঠেছে প্রান রক্ষার্থে। পুলিশ তাকে খুজতে ছাদে উঠলো। ছেলেটা বাচার জন্যে ছাদের রেলিং এর একপাশে আশ্রয় নেয়। পুলিশ তাকে সেখান থেকে খুজে বের করে গুলি করে।

ঘটনা তিন. সাভারের ইয়ামিন হত্যার ভিডিও সবাই দেখেছেন। ইয়ামিনের বডি যখন পুলিশের ট্যাংকের উপর ছিলো তখনও সে বেচে ছিলো। তার বডি ট্যাংকে নিয়ে পুলিশ ঘুরে বেড়ায়। তারপর সুযোগ বুঝেব তার বডিটা কুকুরের মত মাটিতে ফেলে দেয় ,তখনও ইয়ামিনের দেহে প্রাণ ছিলো।
[একটা ছবিতে দেখলাম সাভার থানার সেই ওসিকেও ফুল দিয়ে বরণ করা হয়েছে]

ঘটনা চার. পুলিশ একটা ছেলেকে ধরলো, তারপর পেটানো শুরু করলো। যিনি এই ভিডিও টি করেছেন, তিনিও ভেবেছিলেন পুলিশ ভয় দেখাবে। কিন্তু না , একজন পুলিশ সেই ছেলেটির সামনে আসলো তার মুখের সামনে এসে তাকে গুলি করে মেরে ফেল্লো।

আমি শুধু আপনাদের চারটি ঘটার বিবরণ দিলাম। এখন শত শত ঘটনা আছে। এমন শত শত ঘটনার ভিডিও আছে। আমরা দেখিনি, জানিনা এমন কত ঘটনা আছে, একমাত্র আল্লাহ মালুম।

তারপরও যদি এদের আপনারা ফুল দিয়ে বরণ করতে চান করেন। আমি এদের আজীবন ঘৃণার চোখে দেখে যাবো। যতদিন না হত্যাকান্ডে জড়িত প্রত্যেককে চাকুরিচুত করে ফাঁশিতে ঝুলানো হবে। আমি ততদিন ঘৃণা করে যাবো।

11/08/2024

মনে রাখবেন কর্মফল খুব ভয়ানক জিনিস আজ আপনি যা করবেন, কাল তাই ফিরে পাবেন।

আমাদের সহযোদ্ধা  Md Mahbubul Hasan (Masum) আজ ০৭-০৮-২০২৪ তারিখ বিকেল ৫ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শহীদ হয়েছে। ...
07/08/2024

আমাদের সহযোদ্ধা Md Mahbubul Hasan (Masum) আজ ০৭-০৮-২০২৪ তারিখ বিকেল ৫ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শহীদ হয়েছে।

সে গত ০৪-০৮-২০২৪ তারিখ ফেনী মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগের গুলিতে গুরুতর আহত হয়েছিল।

প্রথম জানাজা
আজ রাত ১০ টায় চট্টগ্রাম হামজারবাগ শাহী জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

২য় জানাজা
সোনাগাজী সাবের পাইলট হাইস্কুল মাঠে সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।

৩য় জানাজা
আমাদের নিজ গ্রাম ৬ নং মধ্যম চরচান্দিয়া ছোবহানিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

সকলে তার জন্য দোয়া করবেন।

05/08/2024

বলেছিলাম নাহ এই জয় ,চাত্রদের হবে ❤️ আলহামদুলিল্লাহ

স্বাধীন ✊

02/04/2024

সারা বছর ১০০টা উৎসব উৎযাপন করা কীছু মুসলিম ,

ঈদের দিন শুধু গুমাবো " বলে নিজেদের কে কুল ভাবে।

অথচ মুসলিম দের সবচেয়ে খুশির দিন হওয়ার কথা ছিল ঈদের দিন 🙂

লজ্জা ও শালীনতা মানুষের ব্যক্তিত্বের মূল ভিত্তি। নারীর ক্ষেত্রে তা বেশি মূল্য বহন করে। শালীনতা  নারীর মর্যাদা ও সৌন্দর্য...
19/09/2023

লজ্জা ও শালীনতা মানুষের ব্যক্তিত্বের মূল ভিত্তি। নারীর ক্ষেত্রে তা বেশি মূল্য বহন করে। শালীনতা নারীর মর্যাদা ও সৌন্দর্যের ভিত্তি, যা তার পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে প্রকাশ পায়।সুতরাং নারী এমনভাবে চলাফেরা করবে না, যা তার ব্যক্তিত্বের সঙ্গে সংগতিপূর্ণ নয় এবং যা মানুষকে পাপে উদ্বুদ্ব করে।
রাষ্ট্রের সকল মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে,
কীন্তুু Tanzim Hasan Sakib এর সময় কেন তার উল্টোটা? আর হক কথা বলার জন্য এর পেইজ টাও আনপাবলিশ করতে বাধ্য করেছে তারা, খুবই দুঃখ জনক 🥲
ভাই তাকে যারা ট্রল করতেছে তারা আসলে সমাজে গোনার মধ্যেই পড়ে না!
একদল হলুদ সাংবাদিক এটা নিয়ে বেশি মাতামাতি করতেছে যেন তারা শাহবাগের দালাল!

03/04/2023

বাঁচার জন্য স্বচ্ছন্দগতিবিশিষ্ট জীবনই যথেষ্ট,অতিরিক্ত চিন্তা বুদ্ধি এগুলো জীবনের জটিলতা বাড়িয়ে তুলে।তাই জীবন চলার পথে সহজ হন সরল কিন্তু নয় দেখবেন তুলনামূলক ভালো থাকতে পারবেন

🖤
30/11/2022

🖤

Address

Feni
3933

Website

Alerts

Be the first to know and let us send you an email when 93s RIDER posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 93s RIDER:

Share

Category