10/11/2025
ফেনী ১ আসনে খালেদা জিয়ার পক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা নুরুল ইমরান মজুমদার মিশুর গণসংযোগ
ফেনী প্রতিনিধি: ফেনী ১ আসনে খালেদা জিয়ার পক্ষে ধানের শীষের পক্ষে আগাম নির্বাচনী প্রচার- প্রচারণা ও গণসংযোগ করলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা নুরুল ইমরান মজুমদার মিশু। সোমবার (১০ নভেম্বর) দিনভর ফেনী-১ আসনের ছাগলনাইয়া উপজেলা য় প্রচার প্রচারণা শুরু হয়েছে। সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল ইমরান মজুমদার মিশুর নেতৃত্বে তার উপজেলা বি এন পি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। এসময় ছাগলনাইয়া বাজারের প্রধান সড়ক নিবার্চনী প্রচার চালান।
এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নুরুল ইমরান মজুমদার মিশু বলেন, বেগম খালেদা আজ গণতন্ত্রের প্রতীকে পরিণত হয়েছেন। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নিধারনে ভোট প্রদান করার ক্ষমতা আজ জনগণের হাতে আসুন বাংলাদেশের ঐক্যের প্রতীক আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে ধানের শীষ প্রতীক ভোট দিয়ে দেশ গড়ি। নুরুল ইমরান মজুমদার মিশু আরো বলেন, অতীতে বেগম খালেদা জিয়া আমাদের এই সংসদীয় আসনে বারবার নির্বাচিত হয়ে আমাদের অঙ্গনে যে উন্নয়ন কাজ পরিচালিত করেছেন সে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমাদের অবশ্যই কর্তব্য দেশনেত্রী কে বিপুল ভোটে নির্বাচিত করা। জনাব মিশু আরো বলেন অতীতের মত এবারও উপজেলা বি এন পি র কর্ণধার দলের ঐক্য ধরে রাখার কান্ডারী জনাব নুর আহাম্মদ মজুমদারের নেতৃত্বে আমরা ফেনী -১ আসনের সকল জনগণ বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার জন্য সকল পদক্ষেপে এক থাকবো। গণসংযোগ কালে জনাব মিশু বলেন “” বি এন পি ক্ষমতায় এলে ফেনী হবে ব্যবসীয়ক অঙ্চল ছাগলনাইয়ার ব্যবসীয়দের কে স্বাথ্ রক্ষায় বি এন পি সবসময় কাজ করবে বি নে পি র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফায় অর্থনীতি কে সমৃদ্ধ করতে ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে ছাগলনাইয়াকে ব্যবসার জন্য সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে ব্যবসায়ীদের নিয়ে পরিকল্পনা করে কাজ করবেন।
ছাত্রনেতা মিশু বলেন, আমরা দেশনেত্রীর জন্য অতীতের ন্যায় সকল ভেদাভেদ অনৈক্য ভূলে উপজেলা র নেতৃত্বে সাথে সহয়োগী হয়ে বেগম খালেদা জিয়া কে ফেনী -১ আসন উপহার দিতে চাই। যা হবে বাংলাদেশের টেকসই উন্নয়ন শান্তি, ও সমৃদ্ধির মডেল অথনৈতিক ন্যার বিচার প্রতিষ্ঠা র মাধ্যমে আমরা ছাগলনাইয়া বাসী ভোটের সন্মান রক্ষা করতে চাই।
এ সময় গণসংযোগ উপস্থিত ছিলেন, সাবেক পৌর ছাত্রদলের সভাপতি এডভোকেট মোশাররফ হোসেন খোন্দকার, জেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক জেবল হক, ছাগলনাইয়া পৌরসভার বাশপাডা ওয়ার্ডের সভাপতি সফিকুর রহমান, ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি বোরহান উদ্দিন মোল্লা, সদস্য শাহাদাত হোসেন, নাজিম উদ্দিন , আবদুল মোতালেব বিকাশ, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ছাগলনাইয়া উপজেলা শাখার সদস্য সচিব শেখ সালেহ মাসুম সহ ছাগলনাইয়ায় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।