17/08/2025
খালেদা জিয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করতে ফেনীবাসী ঐক্যবদ্ধ - জাফর হোসেন মজুমদার
ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিআরডিবি চেয়ারম্যান জাফর হোসেন মজুমদার, সিনিয়র যুগ্ম আহবায়ক আজম পাটোয়ারী ও সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীবের নেতৃত্বে "তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের হোক" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ছাগলনাইয়া উপজেলাধীন ১ টি পৌরসভা ও ৫ টি ইউনিয়নে সেচ্ছাসেবক দলের কর্মী সভা সমাপ্ত হয়েছে। গত শনিবার ( ১৬ আগস্ট) বিকেল ৫ টা থেকে হাজারী পুকুর কমিউনিটি সেন্টারে শুভপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের কর্মীসভা-২০২৫ রাত ৯ টায় সমাপ্ত হয়।
এসব কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিআরডিবি চেয়ারম্যান মো. জাফর হোসেন মজুমদার। তিনি তার বক্তব্যে বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করে প্রমাণ করে দিব, বিএনপির নেতৃত্বে ফেনীবাসী ঐক্যবদ্ধ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক গোলাম রসুল বাবলু'র সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক আজম পাটোয়ারীর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মী সভা শুরু হয়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আ.জ.ম মনছুর রাসেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাদিম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমরান হোসেন, শুভপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগঠক রেজাউল করিম বাহার'র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সাজিদ রুবেল, মো. ইব্রাহিম, উপজেলা যুবদলের ১ নং সদস্য আমজাদ হোসেন আজাদ, উপজেলা বিএনপি সদস্য ইকবাল হোসেন বেলাল প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী।