বিচিত্র খবর

বিচিত্র খবর সত্য প্রকাশে দুরন্ত সাহস,লক্ষ পাঠকের প্রিয় অনলাইন নিউজ পোর্টাল - বিচিত্র খবর।
(1)

23/09/2025

ছাগলনাইয়া উপজেলার
উত্তর যশপুর,পিটি আজাদ সড়ক,হিছাছড়া ও মটুয়া গ্রাম(আংশিক) এলাকায় আগামীকাল বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।

ছাগলনাইয়া সরকারি কলেজ মাঠ সংস্কারের দাবিসংবাদ বিজ্ঞপ্তিঃদীর্ঘ কয়েক বছর ধরে ছাগলনাইয়া সরকারি কলেজ মাঠ সম্পূর্ণভাবে খেলার ...
23/09/2025

ছাগলনাইয়া সরকারি কলেজ মাঠ সংস্কারের দাবি

সংবাদ বিজ্ঞপ্তিঃ

দীর্ঘ কয়েক বছর ধরে ছাগলনাইয়া সরকারি কলেজ মাঠ সম্পূর্ণভাবে খেলার অনুপযোগী হয়ে আছে। মাঠ সংস্কারের দাবিতে প্রায় ৫ মাস পূর্বে কলেজ ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুবল চাকমা মহোদয়ের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হলেও, এখনও মাঠে কোনো দৃশ্যমান পরিবর্তন হয়নি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কলেজের শিক্ষার্থী ভাই-বোনদের সাথে নিয়ে পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাৎ করা হয় এবং মাঠ সংস্কারের জোরালো দাবি জানানো হয়। এসময় তিনি বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সাঈদ এস্কান্দারের ১৩ তম মৃত্যু বার্ষিকী আজফেনী প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ...
23/09/2025

সাঈদ এস্কান্দারের ১৩ তম মৃত্যু বার্ষিকী আজ

ফেনী প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ভাই, ফেনী ১ আসন ( ২০০১ থেকে ২০০৮) এর সাবেক সংসদ সদস্য, সাবেক সেনাবাহিনীর মেজর সাঈদ এস্কান্দার এর ১৩ তম মৃত্যু বার্ষিকী আজ। আজকের এই দিনে ২৩ সেপ্টেম্বর ২০১২ সালে ফুসফুসের ক্যান্সারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিনি মারা যান। তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।

সাঈদ এস্কান্দার ১৩ জানুয়ারি ১৯৫৩ সালের দিনাজপুরে জন্মগ্রহণ করেন। বাবা জনাব ইস্কান্দর মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। আদি পৈতৃকনিবাস ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ী।

তিনি ১৯৬৯ সালে বিপ্লবী ছাত্র ইউনিয়ন দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি একই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিও হন।

তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্যালক এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ভাই।

তিনি ১৯৭৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ইঞ্জিনিয়ারিং কোরের এই কর্মকর্তা মেজর পদ থেকে ১৯৮২ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণ করে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি)তে যোগ দেন এবং ২০০১ সালে উপ- নির্বাচনে ফেনী -১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ইসলামিক টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

আছিয়া খাতুন এর মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক ফেনী প্রতিনিধি: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বি...
23/09/2025

আছিয়া খাতুন এর মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

ফেনী প্রতিনিধি: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ এর মাতা আছিয়া খাতুন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আছিয়া খাতুন বার্ধক্যজনিত কারণে রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি ৪ পুত্র ও ৬ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

আছিয়া খাতুন এর মৃত্যুতে এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মরহুমা আছিয়া খাতুন একজন পরহেজগার ও পরোপকারী মহিলা হিসেবে প্রতিবেশীদের নিকট প্রিয়ভাজন ছিলেন। তিনি একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন। মরহুমার প্রতিবেশী, পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের মতো তার মৃত্যুতে আমিও গভীরভাবে সমব্যাথী। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং গভীর শোকে কাতর পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় আছিয়া খাতুন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ফেনী ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া নিজ বাড়ির সামনে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাফন সম্পন্ন হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ এর রত্নগর্ভা মমতাময়ী মায়ের জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয়, ফেনী জেলা, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ দলমত নির্বিশেষে স্থানীয় সর্বস্তরের মুসল্লিবৃন্দ।

ফেনীর বিসিক এলাকায় সড়ক দু*র্ঘট*নায় ১ জন নি*হতবিস্তারিত কমেন্টে
22/09/2025

ফেনীর বিসিক এলাকায় সড়ক দু*র্ঘট*নায় ১ জন নি*হত

বিস্তারিত কমেন্টে

ছাগলনাইয়া উপজেলা মহিলা দলের আহবায়ক রুমা, সদস্য সচিব সুমি ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের ...
22/09/2025

ছাগলনাইয়া উপজেলা মহিলা দলের
আহবায়ক রুমা, সদস্য সচিব সুমি

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

উপজেলা মহিলা দলের আহবায়ক মনোনীত হয়েছেন প্রয়াত বিএনপি নেতা মোর্শেদুল হাই মুন্নার স্ত্রী ও সাবেক ছাগলনাইয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার রুমা এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন পাঠানগর ইউনিয়নের কৃতি সন্তান বিবি খোদেজা আক্তার সুমি প্রমুখ।

ফেনী মহিলা দলের মাধ্যমে বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষে রবিবার (২১ সেপ্টেম্বর) জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি ও সাধারন সম্পাদক জয়নব বানু স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেয়া হয়।

অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদা আক্তার, যুগ্ম আহবায়ক উম্মে হালিমা ঝিনুক, কামরুন নাহার মুক্তা।

সদস্যদের মধ্যে রয়েছে, শামীমা লাইজু, সামতুন বাধার, ফাতেমা আকার, আরজুনা আক্তার, সানিজদা মাহমুদ, বিজলী আক্তার, বিবি হালিমা আক্তার, রেহানা আক্তার লাকি, ফাতেমা আক্তার বেগম, রহিমা আক্তার রুনা, নুরের নাহার,
নুরের নাহার বকুল, রোমানা ইয়াসমিন, নাজমা আক্তার,রুমা আক্তার,জাহেদা আক্তার,ঝরিনা আক্তার, জোসনা আক্তার,রোশনা আক্তার, লুৎফুর রহমান, রোকসানা আক্তার,শাহেনা আক্তার, মাইশা আক্তার ও জেসমিন আক্তার প্রমুখ।

ছাগলনাইয়া উপজেলা ও পৌর মহিলা দলের আহবায়ক কমিটি গঠনফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দলের আহ...
21/09/2025

ছাগলনাইয়া উপজেলা ও পৌর মহিলা দলের আহবায়ক কমিটি গঠন

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

মহিলা দলের মাধ্যমে বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষে রবিবার (২১ সেপ্টেম্বর) জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি ও সাধারন সম্পাদক জয়নব বানু স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেয়া হয়।

প্রয়াত বিএনপি নেতা মোর্শেদুল হাই মুন্নার স্ত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার রুমাকে আহবায়ক ও বিবি খোদেজা আক্তার সুমিকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদা আক্তার, যুগ্ম আহবায়ক উন্মে হালিমা জিনুক, কামরুন নাহার মুক্তা,সদস্য শামীমা লাইজু,সামছুন নাহার,ফাতেমা আক্তার, আরজুনা আক্তার সানিজদা মাহমুদ,বিজলী আক্তার,বিবি হালিমা আক্তার,রেহানা আক্তার লাকি,ফাতেমা আক্তার বেগম,রহিমা আক্তার রুনা,নুরের নাহার,নুরের নাহার বকুল, রুমানা ইয়াছমিন,নাজমা আক্তার,রুমা আক্তার,জাহেদা আক্তার,ঝরিনা আক্তার, জোসনা আক্তার,রোশনা আক্তার,লুৎফুর রহমানরোকসানা আক্তার,শাহেনা আক্তার,মাইশা আক্তার ও জেসমিন আক্তার।

এদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আবদুল্লাহ চৌধুরীর ভাতিজি নুসরাত মাজেদা নিশি চৌধুরীকে আহবায়ক ও হাজেরা খাতুন নুপুরকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট ছাগলনাইয়া পৌর মহিলা দলের কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন,সিনিয়র যুগ্ম আহবায়ক রুবিনা জাহাঙ্গীর লাকি,যুগ্ম আহবায়ক নাজমা আক্তার, ফখরুর নাহার,সদস্য জোবায়দা রহমান জবা,ফারহানা আক্তার পলি,মাসুদা আক্তার,শামীমা সুলতানা, হাসিনা বেগম,বিবি কুলসুমা,ঝরিনা,বিবি আয়শা,নাজমা,আমেনা খাতুন, কুলসুমা আক্তার,সাবিনা ইয়াছমিন,শিরিনা আক্তার লিপি,ফিরোজা বেগম,রোকসানা আক্তার ও ফেরদৌস আক্তার নয়ন।

ফেনী শহর ব্যবসায়ী সমিতির এডহক কমিটি অনুমোদন  নিজস্ব প্রতিবেদকফেনী শহর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন জেলা বিএন...
19/09/2025

ফেনী শহর ব্যবসায়ী সমিতির এডহক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
ফেনী শহর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। গত বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।
ফেনী জজ কোর্টের জিপি এডভোকেট নুরুল আমিন খান, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি এ.কে.এম আবদুর রহিম, ব্যবসায়ী মুনসুর উদ্দিন খান, হরিপদ সাহা, যোবায়ের আহমেদ ও জেলা শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক মোহাং আলমগীর চৌধুরী আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। আগামী ৯ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৬ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৯ অক্টোবর তফসিল ঘোষণা ও ১৫ নভেম্বর ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করার বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উক্ত কমিটির কোন সদস্য ব্যবসায়ী সমিতির নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর  চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আগামী উপজেলা পরিষদ নির্বাচ...
16/09/2025

ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ফেনী সদর উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুফ। আর ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী করা হয়েছে ফেনী সদর উপজেলা সেক্রেটারি অধ্যাপক শিহাব উদ্দিনকে।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

সম্প্রতি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম ফেনী সফরকালে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ছাগলনাইয়া উপজেলা পর্যায়ে ৫ গুণী শিক্ষক নিজস্ব প্রতিবেদক: ফেনীর ছাগলনাইয়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে  ৫জন ...
15/09/2025

ছাগলনাইয়া উপজেলা পর্যায়ে ৫ গুণী শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: ফেনীর ছাগলনাইয়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে ৫জন গুণী শিক্ষক নির্বাচিত করা হয়েছে। এদের মধ্যে কলেজ, মাদরাসা ও মাধ্যমিক স্কুল পর্যায়ে ১জন করে ও প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ২ জনকে গুণী শিক্ষক নির্বাচিত করা হয়।

কলেজ পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন চাঁদগাজী স্কুল এন্ড কলেজের প্রভাষক মোর্শেদ হোসেন, মাদরাসা পর্যায়ে ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদরাসার সহকারি অধ্যাপক তাওহীদুল হাসান, মাধ্যমিক পর্যায়ে চাঁদগাজী স্কুল এন্ড কলেজের শিক্ষক ইমাম হোসেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নির্বাচিতদেরকে পুরস্কৃত ও সম্মানিত করা হবে।

এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ে
শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র শীল ও চাঁদগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদা আক্তার।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর গুণী শিক্ষক বাছাই কমিটির মাধ্যমে প্রধান ও সহকারী শিক্ষকদের মৌখিক পরীক্ষা নেয়া হয়। পরে প্রধান শিক্ষক ক্যাটাগরিতে মানিক চন্দ্র শীলকে ও সহকারী শিক্ষক ক্যাটাগরিতে রাশেদা আক্তারকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ধাপে-ধাপে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর‍্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পান।

এ বিষয়ে ছাগলনাইয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লা বলেন, আমরা শিক্ষকদের ইনফ্লুয়েন্স করার জন্য মূলত এই আয়োজন। যাতে শিক্ষকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়ে। ছাগলনাইয়ার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

15/09/2025
ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণাআগামী ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাওলানা সামছু...
15/09/2025

ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

আগামী ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাওলানা সামছুল হক ও ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আবুল হোসেন মিয়াজীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মনোনয়ন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম আনুষ্ঠানিকভাবে এ প্রার্থিতা ঘোষণা করেন।

তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাম এখনো ঘোষণা করা হয়নি। মহিলা জামায়াত এটি ঘোষনা করবে বলে জানা গেছে।

Address

Academy Road
Feni

Alerts

Be the first to know and let us send you an email when বিচিত্র খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিচিত্র খবর:

Share