Ayra Mart

Ayra Mart All kind of Ladies cloths retail & wholesaler
(1)

28/05/2025

অপ্রত্যাশিত আর্থিক সংকটে পড়েছেন যারা, আপনার আয় কমে গেছে, খরচ কমেনি। আপনি এখন দিশেহারা। কেউ কেউ চিন্তা করবে বলে পরিবারকে এ বিপর্যয়ের কথা বলেননি। পুরো চাপ একা নিয়েছেন। খাবার টেবিলে হেসেছেন, সে হাসির পেছনে যে রক্তবর্ণ বেদনা লুকিয়ে আছে তা কাউকে বুঝতে দেননি।
ভেতরে ভেতরে আপনি শেষ হয়ে গেছেন। চাপ সইতে না পেরে হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা যাবেন।

এ মৃত্যুগুলো যে কী ভয়াবহ কষ্টের তা বলার অপেক্ষা রাখেনা। এ ব্যাপারে বাদল সৈয়দের কিছু পরামর্শ এখানে দেয়া হলো। কাজে লাগতে পারে।

১. দয়া করে পরিবারের সাথে সমস্যা শেয়ার করুন। তাঁরা আজ বা কাল ব্যাপারটা জানবেনই। তাই গোপন না করে তাঁদের নিয়েই পরিস্থিতি মোকাবেলা করুন।

২. প্রয়োজনে নাটকীয়ভাবে জীবনযাত্রার খরচ নামিয়ে আনুন। মিডল ক্লাসের প্রচলিত 'ইগো'র কারণে আমরা অযথা অনেক খরচ বাড়িয়েছি। সেগুলো চাইলে বাদ দেয়া যায়। কম দামের বাড়িতে শিফট করুন। গাড়ি বিক্রি করে দিন। অন্যান্য অপ্রয়োজনীয় খরচ বাদ দিন। কে কী বললো সেদিকে পাত্তা দিবেন না, এখন টিকে থাকাটাই মুখ্য।

৩. বাচ্চাদের স্কুল খরচ খুব বেশি হলে তাও বদলে ফেলুন। স্কুলের পরিচয়ে ছাত্রছাত্রীদের আখেরে কোনো লাভ হয় না। কাজ হয় তার রেজাল্টে। সেটা যেকোনো ধরনের স্কুল থেকেই করা যায়। তুলনামূলক কম খরচের স্কুলে বাচ্চাদের শিফট করে নিজে তাদের পড়াশোনা তদারক করুন।

৪. সময়টা খুব খারাপ। তাই কোনো সমস্যা না থাকলেও মাঝে মাঝে ইসিজি করিয়ে ডাক্তারের সাথে আলাপ করুন।

৫. সমস্যা নিয়ে ভাইবোনের সাথে আলাপ করুন। পরিবারের যে ভাই বা বোন বিপদে পড়েছেন, তাঁকে অন্যরা আগলে রাখুন। টাকা গেলে টাকা আসবে। ভাইবোন গেলে আর ফিরে পাওয়া যাবে না। এই কঠিন সময়ে সবাই এক ছাতার নিচে আশ্রয় নিন। একজনের উষ্ণতা দিয়ে আরেকজনকে রক্ষা করুন।

৬. এ দুঃসময়ে পরিবারের সদস্যরা যুথবদ্ধ থাকুন। পরিবারের সবার সম্মিলিত আয় যদি সবার কাজে লাগানো যায় তাহলে সবাই উপকৃত হবেন। স্থায়ী বেদনাকে আমন্ত্রণ জানানোর চেয়ে এটা অনেক ভালো। মনে রাখবেন, যে মেষ শাবক পালছুট হয়, সে-ই বাঘের কবলে পড়ে। আমি মনে করি, পরিবারের সমস্যাগ্রস্ত সদস্যকে রক্ষা করার জন্য যুথবদ্ধ পরিবারের যুথবদ্ধ আর্থিক পরিকল্পনা অনেক বড় ওষুধ হিসেবে কাজ করবে।

৭. দয়া করে সমস্যার কথা বন্ধুদের বলুন। আর যেসব বন্ধুরা ভালো আছেন, তাঁরা বিপদগ্রস্ত বন্ধুকে আগলে রাখুন। প্রয়োজনে তাঁর জন্য 'বেইল আউট' প্ল্যান করুন। সবাই হাত লাগালে বিপন্ন বন্ধুটিকে আবার দাঁড় করিয়ে দেওয়া মোটেও অসম্ভব নয়।

৮. মধ্যবিত্তের যে ইগোর কথা বলছিলাম তা বাদ দিয়ে আয়ের বিকল্প উৎস বের করুন। যেমন, ছাত্রজীবনে যিনি টিউশনি করতেন, তিনি প্রয়োজনে তাতে ফিরে যান। যাদের বাড়িতে জায়গা আছে, তাঁরা কৃষি থেকে আয়ের ব্যবস্থা করুন। পুকুর থাকলে মাছ চাষ করুন, হাঁস-মুরগি পালন করুন। বাড়ির মহিলারা সেলাই কাজ, হোম মেইড ফুড এধরণের ছোটো ছোটো উদ্যোগ নিন।অনলাইন/অফলাইনে বিক্রি করুন। সততাকে পুঁজি করলে ক্রেতার অভাব হবে না।

৯. প্রতি বছর পুনর্মিলনী/ রি-ইউনিয়নের বন্যা আমরা দেখি। লাখ লাখ টাকা এসব অনুষ্ঠানে খরচ হয়েছে। এসব অ্যালামনাই এসোসিয়েশন প্রত্যেক সদস্যের বিপদে পাশে দাঁড়াতে পারেন। নয়ত এসব মিলনমেলা একটি লোক দেখানো মূল্যহীন ব্যাপার বলে প্রমাণিত হবে।

১০. সবশেষে বলি, বাড়ির একমাত্র উপার্জনকারী সদস্য হচ্ছেন নিঃসঙ্গ শেরপা। তাঁকে একাই লড়াই করতে হয়। এ একাকী যোদ্ধাকে বাড়ির সবাই স্বস্তি দিন, যত্ন করুন, মায়ায় ডুবিয়ে রাখুন। তিনি যাতে অযথা চাপে না পড়েন সেদিকে নজর দিন।

দশ মিনিটের বুকে ব্যথায় যিনি মারা যাচ্ছেন, তা আসলে দশ মিনিটের ব্যথা নয়, দিনের পর দিনের ব্যথা। অনিশ্চয়তার এ দীর্ঘ ব্যথার চাপ আসলে তিনি আর নিতে পারেননি। একমাত্র আমাদের সম্মিলিত হাত সে বুকে রাখলেই এ ব্যথা কমবে।
__________________
বাদল সৈয়দের স্ট্যাটাস থেকে সংকলিত।

অর্ক সেঞ্চুরি ভয়েল কাপড়ে হাই কোয়ালিটি  #ব্লক এর কাজ করা থ্রী পিস। কালার গ্যারান্টি ১০০% জামার লং ৪৮ ইঞ্চি বডি হবে 62 + জ...
26/04/2025

অর্ক সেঞ্চুরি ভয়েল কাপড়ে হাই কোয়ালিটি #ব্লক এর কাজ করা থ্রী পিস। কালার গ্যারান্টি ১০০% জামার লং ৪৮ ইঞ্চি বডি হবে 62 + জামা ২.৫ গজ সালোয়ার ২.৫ গজ ওরনা ৯০ ইঞ্চি ৫ হাত

গরমে পরার জন্য খুবই আরামদায়ক জামা।জামা সেলোয়ার ওড়না পিউর সুতি।পাঁচ হাতের নামাজি ওড়না পাবেন।গরমে নিত্য ব্যবহারের জন্য যার...
24/04/2025

গরমে পরার জন্য খুবই আরামদায়ক জামা।জামা সেলোয়ার ওড়না পিউর সুতি।পাঁচ হাতের নামাজি ওড়না পাবেন।
গরমে নিত্য ব্যবহারের জন্য যারা সুতির জামা খুজতেছেন তারা এগুলো নিতে পারবেন।
👉জামা লং-৪৪/৪৫
👉 বডি-৬০+
👉ওড়না-পাঁচ হাত
👉সালোয়ার-সোয়া দুই গজ

আসসালামুআলাইকুম 🌷জমজম সুইচ কটন ড্রেস 🌷হাই কোয়ালিটি ফুল ও ফ্রি সাইজের ড্রেস ঘরে বাইরে অনায়াসে ব্যবহার করতে পারবেন প্রাইজ ...
15/04/2025

আসসালামুআলাইকুম
🌷জমজম সুইচ কটন ড্রেস 🌷
হাই কোয়ালিটি ফুল ও ফ্রি সাইজের ড্রেস
ঘরে বাইরে অনায়াসে ব্যবহার করতে পারবেন
প্রাইজ রিজেনেবল
অর্ডার করতে এখুনি ইনবক্স করুন

13/04/2025

বিলাসিতার কি শেষ আছে!!!!!সিংগাপুরের সাতচল্লিশ বছর বয়ষ্ক মিলিয়নিয়ার একজন একটি বইতে লিখেছেন, 'আমাকে প্রায়ই বিদেশ যেতে হয় এবং আমি ফ্লাই করি ইকোনমি ক্লাশে সবার সাথে। একজন আমাকে জিজ্ঞেস করলেন, এত ধনী হওয়ার পরও আপনি কেন ইকোনমি ক্লাশে ভ্রমন করেন? আমি উত্তর দেই, এ জন্যই তো আমি সিংগাপুরের সেরা ধনী।'

আরেকটি অতি মূল্যবান কথা তিনি বলেছেন, তাহলো, 'বিলাসিতার আসলে শেষ নেই। কোনো বিলাসিতাই আপনার তৃপ্তি শেষ করতে পারবে না। যেমন, একটি 'গুচি' ব্যাগ কিনলেন, কেনা অব্দি আপনার আনন্দ। এরপর কিন্তু আপনার আরেকটি দামি ব্যাগ পছন্দ হবে, আপনি তাও কিনবেন, তারপর আরেকটা-- এটা আসলে নেভার এন্ডিং প্রসেস।'

আমি এ লেখা লিখছি, নিজের জন্য। আমরা মধ্যবিত্তরা যখন একটু বিত্তের মুখ দেখি, তখন সেটা দিয়ে জীবনের অনেক অপূর্ণ ইচ্ছে পূরণ করে ফেলতে চাই। আমার মধ্যেও এ সমস্যা আছে।

আমাদের অনেকের আছে।

আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হই। তারপর কষ্ট করে মোটামুটি দাঁড়াই। তখন মনে হয়, জীবন তো একটাই; অতএব, মধ্যবিত্তের সীমাবদ্ধতায় যা কিনতে পারিনি, সেগুলো এবার কেনা যাক। এটা শুধু আমার নয়, অনেকের সমস্যা।
এখন মনে হচ্ছে, এটা হচ্ছে জীবনের বড় ভুলের একটি। কারণ কোনো 'কেনাই' আসলে কারো চূড়ান্ত তৃপ্তি আনতে পারবে না। 'গুচি' জুতোর পর আমাদের 'আরমানি' কিনতে ইচ্ছে করবে। আরমানির পর 'বারবারি'। আই ফোন ১৫ কিনলে পরের বছর আই ফোন ১৬ কিনতে চাইব।

এভাবেই আসলে ধ্বংস হয় নিজের আর্থিক সংগতি। ধ্বংস হয় আত্মার শুদ্ধতা। এগুলো কেনার টাকা জোগাড় করার জন্য অশুদ্ধ দৌড় শুরু হয়, যার কোন ফিনিশিং পয়েন্ট নেই। অথচ একটি বিলাসের খরচ যদি আমি একজন বিপন্ন শিক্ষার্থীর পেছনে খরচ করতাম- সেটা হয়তো শত বছর অবদান রাখত। একজন রোগীর পেছনে খরচ করতাম, তিনি হয় তো তাঁর বাচ্চাগুলোকে গুছিয়ে যাওয়ার জন্য আর ক'দিন সময় পেতেন। অথচ, আমি ফালতু জামা, জুতো, কলম, ঘড়ি, চশমা এগুলোর পেছনে ছুটেছি।

মানুষের পেছনে ছুটিনি।
আসলে কোনো টাকাই নিজের নয়, তা সমাজের টাকা। তাই পাই-পয়সা খরচের সময়ও আমাদের ভাবা উচিত, এ পয়সাটি কীভাবে খরচ করলে শুধু আমি না, আমরা সবাই উপকৃত হবো।
Collected...

💥ঈদ কালেকশন ⏭️পাকিস্তানি ডিইজানের ক্যাটলাগ থ্রি পিস⏩কামিজ:প্রিমিয়াম কটন⏭️ওড়ানা:পিওর শিফন▶️জামার লং ৪৮,বডি ৭০,ওড়ান ৫ হাত
24/03/2025

💥ঈদ কালেকশন
⏭️পাকিস্তানি ডিইজানের ক্যাটলাগ থ্রি পিস
⏩কামিজ:প্রিমিয়াম কটন
⏭️ওড়ানা:পিওর শিফন
▶️জামার লং ৪৮,বডি ৭০,ওড়ান ৫ হাত

Alhamdulillah sold😍😍
11/03/2025

Alhamdulillah sold😍😍

আসসালামুআলাইকুম🌷🌷জম জমজম সুইচ লোন ড্রেস 🌷🌷হাই কোয়ালিটি র ফ্রি সাইজের ড্রেস ঘরে বাইরে অনায়াসে ব্যবহার করতে পারবেন ।।প্রাই...
06/03/2025

আসসালামুআলাইকুম
🌷🌷জম জমজম সুইচ লোন ড্রেস 🌷🌷
হাই কোয়ালিটি র ফ্রি সাইজের ড্রেস
ঘরে বাইরে অনায়াসে ব্যবহার করতে পারবেন ।।
প্রাইজ রিজেনেবল
ওর্ডার করতে এখুনি ইনবক্স করুণ 😍😍

Inshallah
19/02/2025

Inshallah

💫💫অফার💥 অফার 💥অফার💫💫💚💚 বাটিকের বিছানা ছাদর গুলা  আপ্নারা পেয়ে যাবেন রিজনেবল /অফার দাম এ 💚💚💚তাই আর দেরি না করে এখনয় কনফার...
24/01/2025

💫💫অফার💥 অফার 💥অফার💫💫

💚💚 বাটিকের বিছানা ছাদর গুলা আপ্নারা পেয়ে যাবেন রিজনেবল /অফার দাম এ 💚💚
💚তাই আর দেরি না করে এখনয় কনফারম করে পেলেন আমাদের ইনবক্স এ 💚
🤩🤩আমাদের কাছে আপ্নারা পাবেন দেব্দাশ বাটিক,,,মম বাটিক 🤩🤩

Address

Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Ayra Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ayra Mart:

Share