Ariyan

Ariyan My name is Abrar Nasir Ariyan! This page contains various types of news such as Islamic news, sports,educational news, lost notifications, funny posts etc.

So stay with us by liking and following the page

গতকাল নেপাল থেকে ভারতের গ্রিড ব্যবহার করে বাংলাদেশে এলো ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ। প্রতিবছর  এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ৭ ম...
16/11/2024

গতকাল নেপাল থেকে ভারতের গ্রিড ব্যবহার করে বাংলাদেশে এলো ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ। প্রতিবছর এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ৭ মাস বিদ্যুৎ আসবে। প্রতি ইউনিটের দর ঠিক হয় ৮ টাকা ১৭ পয়সা, যা বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে গড় ব্যয়ের চেয়ে কম। বাংলাদেশে এখন প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় ১১ টাকার বেশি।

04/11/2024

আসসালামু আলাইকুম /আদাব
বাংলাদেশের ঋতু অনুযায়ী ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত শীতকাল। শীতকাল'কে ঘিরে আমাদের কত জল্পনা কল্পনা। শীতে কোন পোশাক পরবো, কোন ড্রেসে আমাদের সুন্দর লাগবে তার চিন্তায় মগ্ন থাকি। অথচ আমাদের আশেপাশে অজস্র হতদরিদ্র মানুষ অবস্থান করছে যারা তীব্র শীতের প্রকোপ থেকে বাঁচতে একটু ছেঁড়া কাঁথাও পায়না। কনকনে শীতের মধ্যে তারা হয়তো রাত জেগে আগুন জ্বেলে তার পাশে বসে থাকে অথবা কনকনে শীতে কাঁপতে থাকে ফুটপাতে শুয়ে। আসুন না আমরা একটু এই অসহায় মানুষদের পাশে একটু দাঁড়াই। তাদের শীতকালকে একটু আনন্দময় করার চেষ্টা করি। আমাদের শীতের শপিং বাজেট থেকে একটু তাদের জন্য রাখি 💖☺️। মানুষ তো মানুষের জন্যই। আপনার সহযোগিতা পাঠাতে পারেন আমাদের মাধ্যমে - অথবা আপনি সরাসরি নিজে আমাদের সাথে যুক্ত হয়ে এই মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিতে পারেন।
আপনার সহযোগিতা পাঠানোর মাধ্যম :-
01602793283 ( বিকাশ, নগদ,রকেট)।
01835364670( বিকাশ, রকেট) শাহাদাত।
01837-644247 ( বিকাশ) আরাফাত।

A/C No:-7017342888410
Shahadat Hasan
Dutch Bangla Bank.agent Banking
Routine No:- 090270608
Swift Code:- DBBLBDDH

আপনার প্রতিটি অনুদান এর স্বচ্ছ জবাব দিতে টিম মানবিক সোসাইটি ফেনী সর্বদা প্রস্তুত।

আমাদের সদস্য হতে আগ্রহী হলে যোগাযোগ করুন :-
01602793283 ( হোয়াটসঅ্যাপ) টিম মানবিক সোসাইটি ফেনী।

নারী সাফ চ্যাম্পিয়ন দলের মেয়েদের পা দোয়া পানির পাশাপাশি ছোটদের দেখেও কিছু শিখা উচিত। 🤡
31/10/2024

নারী সাফ চ্যাম্পিয়ন দলের মেয়েদের পা দোয়া পানির পাশাপাশি ছোটদের দেখেও কিছু শিখা উচিত। 🤡

02/10/2024

পালটা হা/মলা চালালে ইস/রায়েলের প্রতিটি স্থাপনাকে টার্গেট করবে ইরান।
ইরানের সামরিক বাহিনীর চিফ।

কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার সময় লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) শাহাদাত বরণ করেছেন...
24/09/2024

কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার সময় লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) শাহাদাত বরণ করেছেন।

রাত আনুমানিক আড়াইটার দিকে একটি সোর্সের বরাত দিয়ে অস্ত্রসহ স' ন্ত্রা' সীর খোঁজ পেয়ে আর্মির একটি টিম অভিযানে যায়। লে. তানজিম নেগোসিয়েট করতে এগিয়ে গেলে, এক পর্যায়ে কথা কাটাকাটি হয় এবং তাকে গলায় তিনবার ছুরি দিয়ে আঘাত করা হয়। এরপর তার বাম চোখে আঘাত করে, ছুরিটি চোখের ভেতরে প্রবেশ করায়। গলার আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয় এবং তাকে সিএমএইচে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

লে. তানজিম ছিলেন পাবনা ক্যাডেট কলেজের ৩৬তম ব্যাচের ক্যাডেট এবং কলেজ জীবনে তিনি সবসময় দায়িত্বশীল ও অনুগত ছিলেন। তার কর্মক্ষেত্রে সাহসী নেতৃত্বের প্রমাণ রাখেন, দেশের প্রতি তার আন্তরিক ভালোবাসা ছিল গভীর। জনগণের প্রতি তার দায়বদ্ধতা সবসময় লক্ষ্য করা যেত। শহীদ তানজিমের এই আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণে রাখবে।

আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন এবং জান্নাত নসীব করুন।

22/09/2024

সিজি দেখে যেভাবে মানুষের রাজনৈতিক পরিচয় নির্ধারণ করবেন:

সিজি ৩.৮ থেকে ৪.০: শিবির

সিজি ২.০ থেকে ৩.০: ছাএলীগ (একাধিক রিএড থাকতে পারে/ ছাত্রত্ব নাও থাকতে পারে)

বাবার বয়সী স্টুডেন্ট : ছাত্রদল

কেউ সপ্তাহে একাধিকবার গোসল না করলে: শাহবাগী।

© Mostafa ( হাল্কা এডিটেড)

ওরা আমাকে পতাকা নিয়ে ঢুকতে দেয়নি!পুরা মাঠে আমি একা অসহায় ছিলাম ওরা অনেক গালাগালি করছে মা, বাপ নিয়ে গালাগালি করছে,ওদেরকে ...
19/09/2024

ওরা আমাকে পতাকা নিয়ে ঢুকতে দেয়নি!

পুরা মাঠে আমি একা অসহায় ছিলাম ওরা অনেক গালাগালি করছে মা, বাপ নিয়ে গালাগালি করছে,

ওদেরকে বলছি আমি আইসিসির মেম্বারশিপ পাওয়া দর্শক তারপরও বাজে ব্যাবহার করছে, পুলিশের কাছে সাহায্য চেয়েছিলাম ওরা সাহায্য করে নাই, ভারতীয় প্লেয়ারদেরকে দেখিয়ে বলে তোমহারা বাপ হে,

আমি অন্যায়ের বিচার চাই।

বাংলাদেশ ক্রিকেটের ভক্ত রবি 🗣️

ফারুকি সাহেব এসব না বললে তো! হইচইয়ে ফিল্ম রিলিজ বন্ধ হয়ে যাবে কিংবা ভারতের দর্শকরা নারাজ হবে
19/09/2024

ফারুকি সাহেব এসব না বললে তো! হইচইয়ে ফিল্ম রিলিজ বন্ধ হয়ে যাবে কিংবা ভারতের দর্শকরা নারাজ হবে

17/09/2024

বাংলাদেশ ফিরে পেল ভারত থেকে ২০০ একর জমি।

মিরপুর ১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশন ঠিক করেতে বাজেট চেয়েছিল ১০০ কোটি এবং ১ বছর সময়
কিন্তু স্টেশন গুলো ঠিক হবে ১ কোটি টাকায়, তাও ১ মাসের মধ্যে

বিপুল পরিমানে remittance
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বৃদ্ধি ।
World bank এর সাথে সুসম্পর্ক।

Address

Feni

Telephone

+8801845878827

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ariyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ariyan:

Share