06/11/2025
“বিশ্বকাপে কিছু ম্যাচে লাইনে যখন আমরা হ্যান্ডশেক করি তখন তিনি (মঞ্জুরুল ইসলাম) এসে হ্যান্ডশেক না করে বুকে জড়িয়ে নিতেন!”
“একবার উনি (মঞ্জুরুল) আমার কাছে আসলো, এসে আমার কাঁধে হাত দিয়ে বলতেছে– তর পি*রিয়ডের কত দিন চলতেছে? পি*রিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পি*রিয়ড শেষ হলে যখনই ডাকবো তখনই চলে আসিস!”
“তৌহিদ ভাই, মঞ্জু ভাইদেরও মেয়ে আছে। আল্লাহকে বলেছি, তাদের মেয়েদের সাথে যেন এমন না হয়! তবে উনাদের আমি কোনদিনও ক্ষমা করব না!”
“আমাদের (নারী দলের) যে হেড ছিলেন নাদেল স্যার, ওনাকে দেড় বছরে অসংখ্যবার আমি জানিয়েছি। উনি সাময়িক ভাবে সমাধান করে দিতেন। ২-১ দিন ঠিক হইতো, মঞ্জু ভাই পরে আবার যা তাই।”
“আমি বিসিবির কাছে এদের বিচার চাই না, আল্লাহর কাছে বিচার দিয়েছি....হাশরের ময়দানে বিচার নিব।”
🗣️ রিয়াসাদ আজিমকে দেওয়া সাক্ষাৎকারে অঝোরে কেঁদে কেঁদে বলেছেন জাহানারা আলম!