25/07/2025
ঘর না ছাড় লে ঘর তৈ রি হয় না
– প্রবাসীর কথা
ঘর... একটা শব্দ, যার মাঝে লুকিয়ে থাকে হাজারো আবেগ, স্মৃতি আর ভালোবাসা। কিন্তু এই ঘরকেই যদি গড়ে তুলতে হয়, তবে অনেক সময় সেই ঘরকেই সাময়িকভাবে ছেড়ে যেতে হয়।
একজন প্রবাসীর জীবনটা ঠিক এমনই। চোখের কোণে স্বপ্ন নিয়ে যিনি পাড়ি জমান অজানা এক দেশে, নতুন একটা ভবিষ্যতের আশায়। গ্রামের মাটিতে রেখে আসা মা-বাবা, স্ত্রী-সন্তান, ভাই-বোন, বন্ধুবান্ধব — সবাইকে ভুলে নয়, বরং তাদের জন্যই। কারণ, ঘর না ছাড় লে ঘর তৈ রি হয় না।
প্রতিদিন সকাল থেকে রাত — মাথার ঘাম পায়ে ফেলে কাজ করা, তীব্র রোদে পুড়ে যাওয়া, ঠান্ডায় কাঁপা শরীর — সব কিছু সহ্য করে সে বুক ভরে শুধু একটাই কথা ভাবে, "আমার ঘরের জন্য, আমার পরিবারের জন্য।"
প্রবাস মানেই শুধু টাকা নয়, মানেই বিসর্জন। ঈদের দিনেও পরিবারের সঙ্গে না থাকা, সন্তানের প্রথম হাঁটা দেখা না হওয়া, মায়ের অসুস্থতার সময় পাশে না থাকতে পারা — এসব সবই প্রবাস জীবনের বাস্তবতা।
তবুও, একজন প্রবাসী হাল ছাড়ে না। কারণ তার লক্ষ্য পরিষ্কার — নিজের ঘরটাকে সুখের ঘর বানানো। আর এই সত্য কথাটাই তাকে সাহস দেয়:
"ঘর না ছাড় লে ঘর তৈ রি হয় না..."
এটা শুধু একটা প্রবাদ নয়, এটা একটা প্রবাসীর জীবনের বাস্তব গল্প।