02/05/2024
মুমিনের ভেতর-বাহির
মুমিনকে সবাই পছন্দ করে। কারণ, মুমিন ধোঁকা দেয় না। তার বিরুদ্ধে অপছন্দের কিছুই পাওয়া যাবে না। সে গোপনে যা করে, প্রকাশ্যেও তা-ই। গোপন আর প্রকাশ্য কাজ বলতে আলাদা কিছু নেই তার কাছে। গোপনে একরকম ব্যক্তিত্ব আর প্রকাশ্যে আরেক রকম-সে এমন নয়। তার দুটো অবস্থাই এক ও অভিন্ন। তার জীবনে উঁকি দিলে দেখা যাবে, সে একা থাকলে বরং প্রকাশ্য অবস্থার চেয়ে ভালো থাকে। রাতে বাসায় সে হয় সলাত পড়ছে, ঘুমোচ্ছে, সুহুর করছে কিংবা কুরআন তিলাওয়াত। সে চুরি করে কোনো নারীর সাথে অশ্লীল কাজে জড়ায় না। আর না নিজে যে টাকার রক্ষক হিসেবে দায়িত্ববান, তারই ভক্ষক হয়ে যায়।
তার বাইরের অবস্থা ভেতরের অবস্থার মতোই। প্রকৃতপক্ষে তার ভেতর বাইরের চেয়ে আরও ভালো। সালাফরা বলতেন, হে আল্লাহ, আমাদের ভেতরটা বাইরের চেয়ে ভালো করে দিন। ভালো করে দিন বাহিরটাও। তার বিরুদ্ধে অপছন্দের কিছুই পাওয়া যাবে না। সুপ্ত আত্মবিশ্বাস ও নিজের ব্যাপারে
আস্থা কাজ করে তার ভেতর। সে হালকা বোধ করে। আর মুনাফিক ভয় পায় সবাই তার পাপ বের করে ফেলে কি না! তাই সে নিজের পাপের ব্যাপারে খুব নির্জীব। যেন সন্দেহকারী কেউ বলতে চায়, আমাকে সাথে নিয়ে যাও। কেন? কারণ, সে পাপে পূর্ণ। সে মনে করে, এই
লোক তার সম্পর্কে জানে; খবর নিয়ে ফেলেছে ইত্যাদি ইত্যাদি। উৎকণ্ঠা আর সঙ্কোচেই কাটে তার জীবন।
-শায়খ আবদুল্লাহ
বই:নূরের মজলিশ
প্রকাশনী: পেনফিল্ড পাবলিকেশন