Feni Guardian

Feni Guardian Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Feni Guardian, Digital creator, Dhaka.

পুরান ঢাকার এক সাধারণ ব্যবসায়ী। রাজনীতি করতেন না, পরিচিত ছিলেন একজন পরিশ্রমী মানুষ হিসেবে। কিন্তু তার অপরাধ? শুধু এই যে,...
11/07/2025

পুরান ঢাকার এক সাধারণ ব্যবসায়ী। রাজনীতি করতেন না, পরিচিত ছিলেন একজন পরিশ্রমী মানুষ হিসেবে। কিন্তু তার অপরাধ? শুধু এই যে, তিনি চাঁদা দেননি। আর সেই ‘অপরাধেই’ তাকে প্রকাশ্যে খুন করা হলো।

মানুষের সামনে, দিনের আলোয়, রাস্তায়। খুন করার পর তার নিথর দেহের উপর উঠে ঘৃণার এক নৃত্য পরিবেশন করল খুনি। কেউ এগিয়ে আসেনি। সাহস করেনি। কারণ, অভিযুক্ত ব্যক্তি একজন প্রভাবশালী যুবদল নেতার পদপ্রার্থী।

এই লজ্জা কার? রাষ্ট্রের? নাকি আমাদের সবার?

একজন মানুষকে খুন করে, তার লাশের উপর দাঁড়িয়ে নাচে যাদের মন গলে না—তারা মানুষ না, তারা সমাজের ভয়ংকরতম বিকৃতি।

ডিএমপির একজন অতিরিক্ত কমিশনার বলেছেন, “যা হয়েছে, তা চিন্তার বাইরে।” কিন্তু আমরা কি আর চিন্তা করি? না হয় ভাবনার ক্ষমতা হারিয়েছি অনেক আগেই?

এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? যেখানে রাজনৈতিক পরিচয় বর্ম হয়ে দাঁড়ায়, আর ন্যায়ের কণ্ঠ রুদ্ধ হয়ে যায় ভয় আর নির্লজ্জ নিরবতায়?

আজকে, ৫ আগস্টের পর ‘দেশের মালিক’ হয়ে ওঠা এক রাজনৈতিক গোষ্ঠীর কাছে মাথা না ঝোকানোর দায়ে একজন সাধারণ মানুষকে প্রকাশ্যে হত্যা করা হয়।

নতুন দিনের স্বপ্ন আমরা দেখি ঠিকই, নতুন সংবিধানের কথা বলি, ‘হাসিনা মুক্ত’ আর ‘আওয়ামী লীগ মুক্ত’ বাংলাদেশ গড়ার কথা বলি। কিন্তু এই বাংলাদেশে যদি চাঁদা না দিলেই জীবন কেড়ে নেওয়া হয়, তাহলে সেই স্বপ্ন শুধু ধোঁয়া হয়ে মিলিয়ে যায়।

সবাই চুপ। কেউ কিছু বলে না। কেউ প্রতিবাদ করে না। শুধু একটা লাশ পড়ে থাকে রাস্তায়, আর আমরা মুখ ফিরিয়ে নেই।

এই নীরবতা, এই লজ্জা কোথায় রাখি?

11/07/2025

ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫১ জনই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

ফেনী গার্লস ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস বদরুন নাহার বলেন, শিক্ষার্থীরা অন্যান্য বছরের মতো এবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। সেনা সদস্যদের দিকনির্দেশনা, প্রশিক্ষিত শিক্ষকদের আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রদান ও সুশৃঙ্খল পরিবেশ এই ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে। এজন্য সকল পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কলেজের প্রত্যেক সদস্যকে অভিবাদন জানাই।

ফেনীতে বন্যায় এক জনের মৃ/ত্যু...  নি*হ*ত ব্যাক্তিটি ফুলগাজীর দৌলতপুর বন্দুয়ার বাসিন্দা। জানা গেছে, তিনি ভোর ৫ টায় শরীরে ...
10/07/2025

ফেনীতে বন্যায় এক জনের মৃ/ত্যু...

নি*হ*ত ব্যাক্তিটি ফুলগাজীর দৌলতপুর বন্দুয়ার বাসিন্দা। জানা গেছে, তিনি ভোর ৫ টায় শরীরে হালকা জ্ব'র নিয়ে মাছ ধরার জন্য (কাঁপাই নিয়ে) বেরিয়ে পড়েন। এরপর সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলে ও তাকে আর বাড়িতে ফিরতে দেখা যায় না। তারপরই নিখোঁজ হওয়ার কথা শুনা যায়।

নিখোঁজের খবর শুনে এলাকাবাসী সবাই খুঁজা-খুঁজি করলে মাগরিবের আগ মুহুর্তে ওনি যে স্থানে মাছ ধরতে গিয়েছিল সেখানে তার মৃ/তদে'হ পাওয়া যায়।

10/07/2025

দৃষ্টি আকর্ষণ:

কোথাও বিদ্যুৎ (দীর্ঘক্ষণ) না থাকলে কিংবা মোবাইল নেটওয়ার্ক না থাকলে মেসেজ দিন।
জেলা প্রশাসক : 01713 187300

মানবিক বিবেচনায় কুমিল্লা বোর্ডের সকল কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষার আগামীকাল বৃহস্পতিবারের (১০ জুলাই) এর সকল পরীক্ষা স্...
09/07/2025

মানবিক বিবেচনায় কুমিল্লা বোর্ডের সকল কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষার আগামীকাল বৃহস্পতিবারের (১০ জুলাই) এর সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

09/07/2025

ফেনী- ছাগলনাইয়া সড়কের রেজুমিয়া তালতলা নামক স্থান দিয়ে উপচে পড়ছে পানি

09/07/2025

ফেনীর সিজলার রেস্টুরেন্টের কর্মচারীরা পানিতে বর্জ্য ফেলছে।

09/07/2025

মুহুরী নদীর বাঁধ ডুবে ছাগলনাইয়ার উত্তর সতর নদীর কূল দিয়ে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে

09/07/2025

ফেনীতে বন্যা দূর্গতদের জন্য ছয় উপজেলায় নগদ ১৭ লক্ষ ৫০ হাজার টাকা ও ১২০ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে জেলা প্রশাসন।

পানির নিচে ফুলগাজী- বক্সমাহমুদ সড়ক।
09/07/2025

পানির নিচে ফুলগাজী- বক্সমাহমুদ সড়ক।

01/05/2024

Caramelai, Rasmalai with Caramel Flavour!

30/04/2024

Tatsy Simply and Delicious Potato Snacks!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feni Guardian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share