Mohabharot-মহাভারত

Mohabharot-মহাভারত সনাতন ধর্মীয় ভিডিও পেতে পেইজে লাইক ফলো করে সাথে থাকুন ✅🙏

ভগবান শ্রীকৃষ্ণ গীতায় শ্বাশত শান্তির বানী প্রদান করেছেন যে ,''ভোক্তারং যজ্ঞতপসাং সর্বলোকমহেশ্বরম ।সুহৃদং সর্বভূতানাং জ্ঞ...
29/08/2025

ভগবান শ্রীকৃষ্ণ গীতায় শ্বাশত শান্তির বানী প্রদান করেছেন যে ,

''ভোক্তারং যজ্ঞতপসাং সর্বলোকমহেশ্বরম ।

সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতা মাং শান্তিমৃচ্ছতি।। গীতা ৫/২৯।।

অনুবাদঃ আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা , সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদরুপে জেনে যোগীরা জড় জগতের দুঃখ -দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন" ।

মানুষকে কর্ম করে জীবিকা নির্বাহ করে জীবন-ধারন করতে হয় তেমনি তপস্যা করে পারমার্থিক উন্নতি করতে হয় । গীতায় কর্মযোগ ও কর্ম-সন্ন্যাস যোগে ভগবান বুঝিয়েছেন যে, কর্মত্যাগ নয় ,কর্মের মাধ্যমে কর্ম-বন্ধন থেকে মুক্ত হওয়া যায় ।

পৃথিবীর প্রতিটি দেশ ও জাতি যদি গীতার জ্ঞান জানতো যে জীবের সমস্ত কাজের ফল দাতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ । সমস্ত জীবকুল- এমন কি সকল দেবতারা তার আনুগত্য ভৃত্য এবং প্রতিটি ধুলিকনার মালিক তিনি এবং প্রতিটি জীবের পরম মংগলকারী ,পরমপিতা ও পরমবন্ধু । তাহলে বিশ্ববাসী সকল মানুষ ধর্ম, বর্ন, জাতি, সম্পত্তি ও দেশ নিয়ে কোন মিথ্যা সংঘর্ষ হত না ।

সবাই একমাত্র পুরুষোত্তম ভগবানের সেবায় তার সমস্ত কিছু অর্পন করত ।

তাহলে কৃষ্ণ-চেতনা জাগরন হয়ে ব্যাক্তি জীবন ও সমাজ-জীবনে পুর্ন-শান্তি প্রতিষ্টিত হত। তাছারা অন্য কোন ভাবে সম্ভব নয়।। হরেকৃষ্ণ।।

।। জয় শ্রীকৃষ্ণ।।

নমস্কার। শুভ  সকাল। আজ ২১ শ্রাবণ ১৪৩২, ৭ আগস্ট ২০২৫। সূর্যোদয় ঘ ৫।১৩, সূর্যাস্ত ঘ ৬।১৪। বৃহস্পতিবার, ত্রয়োদশী দিবা ঘ ১।৪...
07/08/2025

নমস্কার। শুভ সকাল। আজ ২১ শ্রাবণ ১৪৩২, ৭ আগস্ট ২০২৫। সূর্যোদয় ঘ ৫।১৩, সূর্যাস্ত ঘ ৬।১৪। বৃহস্পতিবার, ত্রয়োদশী দিবা ঘ ১।৪৩ মিঃ। পূর্ব্বাষাঢ়ানক্ষত্র দিবা ঘ ২।২৩ মিঃ। বিষকুম্ভযোগ দিবা ঘ ৭।৫৬ মিঃ। তৈতিলকরণ, দিবা ঘ ১।৪৩ গতে গরকরণ, রাত্রি ঘ ১।৫০ গতে বণিজকরণ। জন্মে- ধনুরাশি ক্ষত্রিয়বর্ণ নরগণ অষ্টোত্তরী বৃহস্পতির ও বিংশোত্তরী শুক্রের দশা, দিবা ঘ ২।২৩ গতে বিংশোত্তরী রবির দশা, রাত্রি ঘ ৮।৩৭ গতে মকররাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ। মৃতে- দোষ নাই, দিবা ঘ ২।২৩ গতে দ্বিপাদদোষ। যোগিনী- দক্ষিণে, দিবা ঘ ১।৪৩ গতে পশ্চিমে। কালবেলাদি ঘ ২।৫৮ গতে ৬।১৪ মধ্যে। কালরাত্রি ঘ ১১।৪৩ গতে ১।৬ মধ্যে। যাত্রা- মধ্যম দক্ষিণে নিষেধ, দিবা ঘ ১০।৭ গতে পূর্ব্বেও নিষেধ, দিবা ঘ ১।৪৩ গতে যাত্রা শুভমাত্র দক্ষিণে নিষেধ। শুভকৰ্ম্ম-দিবা ঘ ১ ১৪৩ মধ্যে সীমন্তোন্নয়ন নৌকাচালুন নৌকাযাত্রা বিক্রয়বাণিজ্য ধান্যচ্ছেদন গোবিক্রয়াদি কুমারীনাসিকাবেধ। বিবিধ- ত্রয়োদশীর একোদ্দিষ্ট এবং চতুর্দ্দশীর সপিণ্ডন।

🙏🌺 হরে কৃষ্ণ 🌺 🙏🙏🌺 জয় নিতাই গৌর হরি 🌺🙏এই পৃথিবীতে কতো প্রকার আর কতো অসংখ্য ফুলের গাছ ও ফুল রয়েছে কিন্তু সব গাছের ফুল বা...
06/08/2025

🙏🌺 হরে কৃষ্ণ 🌺 🙏
🙏🌺 জয় নিতাই গৌর হরি 🌺🙏
এই পৃথিবীতে কতো প্রকার আর কতো অসংখ্য ফুলের গাছ ও ফুল রয়েছে কিন্তু সব গাছের ফুল বা সব ফুল যেমন ঈশ্বরের চরণে স্থান পায় না। তেমনি এই পৃথিবীতে কতো দেশ আর কতো মানুষ রয়েছে সব মানুষও ঈশ্বরের চরণে স্থান পায় না।
এই সামান্য দৃষ্টান্ত দেখে আমাদের প্রত্যেকের উচিত ঈশ্বরের চরণে স্থান পাওয়ার জন্য কর্মের মাধ্যমে যোগ্য হওয়া। প্রতিদিন গাছে ফোটা ফুলের মতো আমাদের প্রতিটি দেহ ধারণ। ফোটা ফুল যদি ঈশ্বরের চরণে স্থান না পায়, তাহলে সেই ফুল ফোটার যেমন কোনো সার্থকতা নাই, তেমনি ঈশ্বরের চরণে স্থান পাওয়ার মতো দেহ পেয়েও যে ঈশ্বরের চরণে স্থান পায় না সে দেহ ধারণের কোনো সার্থকতা নাই।

🙏🌺জয় শ্রী কৃষ্ণ। 🌺🙏
🙏🌺 রাধে রাধে 🌺🙏

"ওঁ সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে। শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোহস্তুতে।।"
15/07/2025

"ওঁ সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে। শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোহস্তুতে।।"

🙏জয় মা কালী 🌺🌺🌺 🌺🌺ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী। ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।🙏🙏
14/07/2025

🙏জয় মা কালী 🌺🌺🌺

🌺🌺ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী।
ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।🙏🙏

Ma 🙏🙏
14/07/2025

Ma 🙏🙏

জয় শ্রী কৃষ্ণ           "" জন্ম হোক যথা-তথা কর্ম হোক ভালো। ""পুনঃ পুনঃ জন্ম রোধ করতে হলে ঈশ্বরকে জানতে হবে। ঋষির বাক্যে...
07/07/2025

জয় শ্রী কৃষ্ণ
"" জন্ম হোক যথা-তথা কর্ম হোক ভালো। ""

পুনঃ পুনঃ জন্ম রোধ করতে হলে ঈশ্বরকে জানতে হবে।
ঋষির বাক্যে আস্থা স্থাপন করে কাজ করে যেতে হবে।

ঋষি বলেছেন -" হে বিশ্ববাসী অমৃতের পুত্রগণ শোন!
আমি জেনেছি সেই মহান পুরুষকে যাকে জানলে মৃত্যুকেও লংঘন করা যায়। অন্য কোন পথ নাই।"।

অতএব, মহাজনো যেন গতঃ স পন্থাঃ।
ধর্মগ্রন্থ - জ্ঞান মঞ্জুরী, প্রথম খন্ড -১৯৩ পৃষ্ঠা।

" অসতো মা সদগময়
তমসো মা জ্যোতির্গময়
মৃত্যোর্মামৃতং গময়।"

অর্থাৎ, অসৎ হতে আমাকে সৎস্বরূপে নিয়ে যাও।
অন্ধকার হতে আমাকে আলোয় নিয়ে যাও।
মৃত্যু হতে আমাকে অমৃতে নিয়ে যাও।
ধর্মগ্রন্থ- বেদান্ত, বৃহদারণ্যক উপনিষদ।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে...

বাপ বেটা দুজনে নাপিত। আজ সেলুনে কয়েকজন অল্প বয়সী কাস্টমার চুল কাটাচ্ছিলেন। চুল কাটতে কাটতে সেই ভাইয়েরা উনাদের ধর্মের ...
23/06/2025

বাপ বেটা দুজনে নাপিত। আজ সেলুনে কয়েকজন অল্প বয়সী কাস্টমার চুল কাটাচ্ছিলেন। চুল কাটতে কাটতে সেই ভাইয়েরা উনাদের ধর্মের জ্ঞান দিচ্ছিল। তখন বাপ ছেলে উনাদেরকে কিছু প্রশ্ন করে। প্রশ্নের উত্তর দিতে না পেরে তাদের বিরুদ্ধে ধর্ম ও অবমাননার অভিযোগ এনে মারধর করে।
এই বৃদ্ধ লোকটি সত্যিই কি ধর্ম অবমাননা করতে পারে??? যদি করেও থাকে তাহলে সঠিক তদন্তের মাধ্যমে দেশের প্রচলিত আইনে তাঁর বিচার হোক.....
কিন্তু সাধারণ জনগণ কিভাবে এই বৃদ্ধ লোকটির গায়ে হাত তুলতে পারে??? অপরাধ করলেও তা প্রমাণিত হওয়ার আগে কিভাবে এই বৃদ্ধ লোকটি কে শারীরিকভাবে লাঞ্ছিত করতে পারে।
আপনি এই দুনিয়ায় যেটা করবেন, সেটার ফল আপনি এই দুনিয়ায় একটু হইলে ও সেটা ফিরে পাবেন, আর বাকিটা যিনি আপনাকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন উনি আপনার বাকি সব কর্মের হিসাব নিবেন 😅
তাহলে কি এইভাবেই চলবে আমাদের দেশ ???

প্রশ্নঃ— ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কোন কিছু করা উচিত নয়— কি করে বুঝবো,,?উত্তরঃ— ভগবানের ভক্ত হলে বোঝা যাবে। ভগবান যে নির্...
21/06/2025

প্রশ্নঃ— ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কোন কিছু করা উচিত নয়— কি করে বুঝবো,,?

উত্তরঃ— ভগবানের ভক্ত হলে বোঝা যাবে। ভগবান যে নির্দেশ করেছেন সেই মতো চলাটাই ভগবানের ইচ্ছা। ভগবানের ইচ্ছায় যদি না চলা হয়, তবে সেটাই ভগবানের ইচ্ছার বিরোধিতা করা হয়। ভগবানের ইচ্ছার কথাই মহাত্মা ঋষিগন শাস্ত্রে উল্লেখ করেছেন। যেমন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন,
মন্মনা ভব মদ্ভক্তঃ—
আমাতে মন রাখো, আমার ভক্ত হও। কিন্তু কেউ যদি শ্রীকৃষ্ণের প্রতি মন না রাখে, তার ভক্ত যদি না হয়, তা হলে সে নাস্তিক ভগবদবিমুখ লোক রূপে পরিগণিত হবে। এটি বুঝতে না পারার কি আছে। 🙏🏻

জয় শ্রী কৃষ্ণ 🌼🌸🌿🙏🏻

মানুষ বড়ই আশ্চর্যজনক বোকা ও অদ্ভুত প্রাণী ! তারা সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্যকে হারায়। আবার সেই স্বাস্থ্য ফিরে পেতে...
21/06/2025

মানুষ বড়ই আশ্চর্যজনক বোকা ও অদ্ভুত প্রাণী ! তারা সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্যকে হারায়। আবার সেই স্বাস্থ্য ফিরে পেতে সম্পত্তি নষ্ট করে।

মানুষ বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে।

মানুষ এমনভাবে জীবন অতিবাহিত করে যে, সে কখনো মৃত্যুবরণ করবে না। কিন্তু সে এমনভাবে মৃত্যুবরণ করে - যেন সে কখনোই জন্মায় নি❗

গীতা সারাংশে লেখা আছে ----

যা হয়েছে তা ভালোই হয়েছে -

যা হচ্ছে তা ভালোই হচ্ছে,

যা হবে তা ভালোই হবে।

তোমার কী হারিয়েছে --যে তুমি কাঁদছো?

তুমি কী নিয়ে এসেছিলে --যা তুমি হারিয়েছো?

তুমি কী সৃষ্টি করেছ -- যা নষ্ট হয়ে গেছে?

তুমি যা নিয়েছ --এখান থেকেই নিয়েছ।

যা দিয়েছ -- এখানেই দিয়েছ।

তোমার আজ যা আছে --

কাল তা অন্য কারো ছিলো।

পরশু সেটা অন্য কারো হয়ে যাবে

পরিবর্তনই সংসারের নিয়ম।

এ সংসারে তুমি কাকে হারানোর ভয় পাচ্ছো,

যেখানে এই সংসারের কিছুই তোমার নয়!!

জয় শ্রী কৃষ্ণ
12/05/2025

জয় শ্রী কৃষ্ণ

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when Mohabharot-মহাভারত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohabharot-মহাভারত:

Share

Category