19/10/2023
ব্যার্থ প্রেমের গল্প
তাদের পরিচয় হয় Facebook এ।🙋♂️🙋♀️
আর এখান থেকেই তাদের গল্প শুরু হয়।,,,,,,, 🤵♀️🤵
শুরু থেকে তারা কেউ কাউকে চিনতো না।
অপরিচিত দুটো মন দুই দিক থেকে কথা বলতো।
বেশ ভালোই ছিলো তাদের friendship।
প্রতিদিন কথা হতো তাদের। 🫠
খাবার খাওয়ার রুটিন থাকলেও,,,, তাদের কথা বলার রুটিন কিন্তু ছিলো না। 🤣
মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যেত কিন্তু তাদের কথা আর শেষ হতো না। 😜
একদিন ছেলেটার সন্দেহ হয়।😶
,,,, সে মনে হয় মেয়েটাকে চিনে!
সে অনেক খুঁজাখুঁজি করে তার আসল পরিচয় জানতে পারে।।
পরিচয়টা জানার পর তাদের সম্পর্ক টা হাসি টাট্টার মধ্যে চলে যায়।,,🤪
একদিন ছেলেটা তার বন্দুর সাথে বিষয়টা শেয়ার করে।
বন্দু বললো,,, ওকে প্রপোজ করার জন্য!🤩
ছেলেটা ঘাবরে গিয়ে বলে,,,আরে কি বলিস ও এখনো ছোট। এসবের কি বুঝে।😇
বন্দু বলে,,, ও তোর থেকে আরো ভালো বুঝে। 🫣
ছেলেটা অনেক ভাবলো,,,তার লাইফে এ প্রথম কোনো মেয়েকে নিয়ে ভাবা। মেয়েটাও ছিলো ভালো ফ্যামেলির। মেয়েটা মাদ্রাসায় পড়তো। আর তাকে ভালো লাগার সবচেয়ে বড় কারন সে,,,, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো।
অবশেষে সে প্রপোজ করে বসলো,,,,🥰
পরের দিন রিপ্লাই আসে,,
মেয়েটা বলে,,,, : দেখো,,,আমার দারা এসব হবে না।😔
আমরা ভালো বন্ধু হতে পারি। 🙂
ছেলেটা বলে আমি বন্দু হতে চাই না।,,তার থেকে বেশি কিছু হতে চাই।🫠
কিন্তু সে বন্দুর থেকে বেশি কিছু হতে পারবেনা। ছেলেটা মেনে নিলো,,,, 🙃
কিন্তু,,,,,,,,,,
রিজেক্ট করার পর থেকেই মেয়েটার প্রতি কেমন মায়া কাজ করতে শুরু করে। 🥰🥰
এক সময় এ মায়াটা এমন পর্যায় গিয়ে দাঁড়ালো,,,
ঘুম থেকে উঠে প্রথম তার সাথে কথা না বললে দিন টা শুরু হতো না ।
আবার,,, দিন শেষে তার সাথে কথা না বললে রাতটা পার হতো না।
,,,,কিন্তু এই মায়ার কারনে একদিন বন্দুত্বটাই হারিয়ে পেললাম,,,,(,,, কথায় আছেনা অতিরিক্ত কোনো কিছুই ভালো না,,,)
,,,তারপর থেকেই শুরু হয়,,,,,,
,,,(Second chapter of my life),,,
[,♣,{_হ্যে গল্পের,,হতোভাগা ছেলেটা,,,, আমি নিজেই,, }🥺]