
27/08/2025
মাশাল্লাহ 😘😘
এটা হচ্ছে মান্নাতের প্রথম ছবি মাশাল্লাহ 😘। আমি ওটি রুমে যাওয়ার আগেও বারবার মান্নাতের খালামণিকে বলেছিলাম, বাবুকে বের করার সাথে সাথে ছবি তুলবা, ভিডিও করবা। কিন্তু ও অল্প কয়েকটা ছবি তুলছে , ভিডিও করে নাই। আমি পরে জিজ্ঞেস করলাম তুমি তো ঠিকভাবে ছবি ভিডিও করো নাই। তখন ও বললো বাবুকে দেখেই তো সব ভুলে গেলাম, তুমি আছো ছবি ভিডিও নিয়ে। যেটা তুলছি সেটাও শুধু তোমার জন্য। তখন কেমন ফিলিংস কাজ করতেসিলো তুমি বুঝবা না,, 🥴🥴🥴 আমি আর কি বলবো চুপ হয়ে গেলাম।
#মান্নাত