Sirat Tv 247

Sirat Tv 247 আস-সালামু আলাইকুম, প্রিয় মুসলীম ভাই ও বোনেরা, মুফ্তী আফফানুল হক সাহেবের অফিসিয়াল ফেইজে স্বাগতম।

মুহতারাম, শ্রদ্ধেয় Ali Hasan Osama  হাফিজাহুল্লাহ!আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। মুহতারাম! বাংলাদেশে একজন গ্রহণযোগ্য ব...
15/05/2024

মুহতারাম, শ্রদ্ধেয় Ali Hasan Osama হাফিজাহুল্লাহ!

আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন।

মুহতারাম! বাংলাদেশে একজন গ্রহণযোগ্য বড় আলেম শ্রদ্ধেয় M***i Alauddin জিহাদি সাহেবের কয়েকটি রোশনী ভিডিওর slip of the tongue নিয়ে আপনি ব্যক্তি আক্রমণ করেছেন, অনেকগুলো পরামর্শ ও দিয়েছেন এবং সাধারণ মানুষের কাছে উনাকে জাহের মূর্খ বুঝানোই ছিল লেখার মুল উদ্দেশ্য।

মুহতারাম! শ্রদ্ধেয় মুফতি আলাউদ্দীন সাহেবের এক ঘন্টা একটা বক্তব্যে অনেকগুলো কোরআনের আয়াত কমপক্ষে 20 টা হাদিস, অসংখ্য ইমামের রেফারেন্স দিয়ে দালিলিক কথা বলে থাকেন। অন্যদিকে আপনার এক ঘন্টা একটা বক্তব্যে কোন কুরআনের আয়াত থাকে না হাদিস থাকেনা দালিলিক বক্তব্য তো দূরের কথা শুধু কিচ্ছা কাহিনী আর মানুষের সমালোচনায় ভরপুর।

আমরা দেখেছি কয়েকদিন আগে ব্রাদার্স রাহুলের সাথে অনলাইনে আপনার পর্যালোচনা মূলক একটি ডিবেট হয়েছে সেখানে আপনি কথা বলতে গিয়ে একটা জেনারেল শিক্ষিত, বাংলা শিক্ষিত লোককে ব্রাদার্স রাহুলকে বুঝাইতে পারেন নাই। আপনার এই দুর্বলতাটা কাভারেজ দেওয়ার জন্য M***i Alauddin জিহাদি সাহেব সুন্নি জামাতের হয়েও অনেকগুলা দলিল দিয়ে আপনাকে সহযোগিতা করেছে, এটা আপনার জন্য করে নাই, হানাফী মাযহাবের স্বার্থে করেছে। আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আরও অনেক আলেমরা আপনাকে কাভারেজ দেওয়ার জন্য ভিডিও বার্তা দিয়েছে এই কথাগুলি আপনি ভুলে গেলেন.?

মুহতারাম! আপনি যে ব্রাদার্স রাহুলের সাথে পর্যালোচনা করতে গিয়ে কি দেখে দেখে বলেছেন এগুলো কিন্তু আমরা জানি! অনলাইনে বেশি কিছু বলবো না, শুধু এতটুকু বলব আরবের আলেমরাও শামেলার মধ্যে দেখবেন যের যবর হরকত এরাব দিতে গিয়ে ভুল করেছে, ভুল হবে এটা স্বাভাবিক। আপনাদেরও ভুল হতে পারে, আপনাদের অনেক বড় বড় আলেমদের অনেক ভুল এবারত আমাদের কাছে রয়েছে। একটা জেনারেল শিক্ষিত ব্যক্তিকে একেবারে সহজ তারাবির নামাজের বিষয়টি বুঝাতে পারেন না, সেখানে অন্য আলেমদের ব্যাকআপ দেওয়া লাগে দলিলের উপরে দলিল দিয়ে। কিন্তু আপনি যা করতেছেন মুফতি আলাউদ্দীন জিহাদি সাহেবকে নিয়ে এগুলো কি ইসলামী শিষ্টাচারের মধ্যে পড়ে.? আপনারা এগুলো পারেন ও ভালো আমরা এগুলো পারিনা এই ধরনের আদর্শ নিয়ে আমরা চলি না!

মুহতারাম! আপনাকে নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করে, চরমোনাই দরবারের মুরিদরা বলে আপনি নাকি যৌনকর্মীর লোক, কওমি অঙ্গনের অনেক আলেম ভাইদের থেকে শোনা যায় আপনি নাকি মুনাফিক ইহুদীদের টাকায় চলেন, আপনার বুখারী শরীফের ওস্তাদ বলে আপনি নাকি চরম পর্যায়ে একটা বেয়াদব ছাত্র।

যাইহোক আপনার সেই লেখাকে কেন্দ্র করে আমরা বুঝতে পারি আপনি অনেক ভালো আরবি এবারত পড়নেওয়ালা একজন ব্যক্তি, অনেক বড় আলেম, আপনি আলাউদ্দীন জিহাদি সাহেবকে পড়াশোনা করার পরামর্শ দিচ্ছেন খুব ভালো মা শা আল্লাহ। যেহেতু "নিজেকে বড় আলেম" মনে করে উনাকে পরামর্শ দিয়েছেন। সেহেতু আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও আলাউদ্দীন জিহাদি সাহেবের একজন ছাত্র তুল্য ব্যক্তির আপনার প্রতি কয়েকটি কথা।

এক.
সিরাতের কিতাব থেকে আরবি এক পৃষ্ঠা এবারত পড়া নিয়ে একটা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে ইলমি ঘরনার কাছেই পেশ করা হোক, তাহলে সুন্নি ঘরনার আলেম এবং কওমি ঘরনার আলেমের আরবি এবারতে কার দৌড় কতটুকু জাতির কাছে স্পষ্ট হয়ে যাবে ইন শা আল্লাহ।

দুই .
যেহেতু চ্যালেঞ্জ টা আপনার পক্ষ থেকে এসেছে, আর আপনি "নিজেকে বড় আলেম" মনে করেই আলাউদ্দীন জিহাদি সাহেবের আরবি এবারত শিখার পরামর্শ দিয়েছেন তাই আয়োজন টা আপনাকেই করতে হবে।

তিন.
মুহতারাম! লাইভের সময়, স্থান জানাবেন ইন শা আল্লাহ।

সর্বদা আল্লাহ আপনাকে ভালো রাখেন আমিন।
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবা রাকাতুহু।

📝 আহলে সুন্নাত ওয়াল জামা'আত

17/03/2024

আল্লাহর জিকির যেখানে হবে_সেখানে নবীর জিকির হতেই হবে। মুফতী মেহেরাজুল হক।

#নতুন #ইসলামিক #ভিডিও #হোসাইনি #কাফেলা

15/03/2024

এক মিনিটে জানুন। রাসূলুল্লাহ সাঃ এর প্রতি ভালোবাসা কেমন হওয়া উচিত? মুফতী মেহেরাজুল হক।

#নতুন #ইসলামিক #ভিডিও #হোসাইনি #কাফেলা

14/03/2024

রাসুলুল্লাহ সাঃ কে বিশ্ব নবী যারা বলে, তাদেরকে বলছি! বিশ্ব নবী বললে মারাত্মকভাবে শানের অবমাননা করা হয়। মুফতী মেহেরাজুল হক। হুজুরের সাথে যোগাযোগ : +8801603664253 ( p.s )

#নতুন #ভিডিও #ইসলামিক #হোসাইনি #কাফেলা

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sirat Tv 247 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category