21/09/2022
নতুন (কালেক্টর'স এডিশন) ও পুরাতন (পেপারব্যাক এডিশন) অনুবাদ বই আসতে যাচ্ছে;
গ্রুপে কমিউনিকেশন হয় many to many; থাকে আলোচনা ও পারষ্পরিক সম্পর্ক সমৃদ্ধ হবার বৃহত্তর সুযোগ। তাই প্রায়ই নানা খবর ও সুখবর গ্রুপেই প্রথম আসে! আগ্রহী বন্ধুদের তাই গ্রুপে বেশি বেশি যোগদান করা উচিৎ।
"সেপিয়েন্স: দৃশ্যমান ইতিহাস, ভলিউম ০১" এর দ্বিতীয় সংস্করনের পেপারব্যাক। (বাংলা অনুবাদ বই)
এবং
"সেপিয়েন্স: দৃশ্যমান ইতিহাস, ভলিউম ০২ " এর হার্ড বাইন্ডিং কালেক্টর'স এডিশন (বাংলা অনুবাদ বই)
আসতে যাচ্ছে শীঘ্রই।
প্রথম ভলিউমের কালেক্টর'স এডিশনের পরবর্তীতে বেশ চাহিদা পেলেও আর ছাপানো হয়নি, সাধারণত কালেক্টর'স এডিশন সীমিত সংখ্যক ছাপানো হয় মেম্বারদের জন্য, আর পূণরায় তা ছাপানো হয় না।
এবার প্রি বুকিং সিস্টেম চালু করতে যাচ্ছে ক্লাব, যাতে আপনারা আপনাদের চাহিদা ও প্রাপ্যতা নিশ্চিত করতে পারেন আগেই। পরবর্তীতে চাহিদা আছে কিন্তু বই স্টক আউট, এমন যেনো না হয়।
বই সম্ভাব্য অক্টোবরের শেষ দিকে প্রকাশিত হবে। (দিন ক্ষণ কিঞ্চিৎ এদিক সেদিক হতেও পারে)
আজ আর বিস্তারিত কিছুতে গেলাম না। সকল সদস্য ও সদস্য হতে চাই এমন সবাই নিজ মতো প্রস্তুতি নিয়ে রাখি এই অসাধারণ বইগুলোকে বরণ করে নেওয়ার জন্য।
অসাধারণ এই জন্য যে, এই ঘরানার বই এই অঞ্চলে কমই অনুবাদ হয় ও প্রকাশিত হয়। আরও কারণ হলো হারারি সাহেবের অনন্য কির্তী মাতৃভাষায় সংগ্রহ করে রাখাটা দারুণ ব্যাপার।
ওহো, এটা সিরিজের মতো, প্রথমটা যারা পড়েননি পড়ে নেবেন আর যাদের কাছে নেই তারা নিশ্চয় এবার সংগ্রহ করে নিবেন।
আরও বড় কথা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার বাসনা রাখবেন বইয়ের আলো ও নান্দনিক সৌন্দর্য।
তথ্যঃ
"মক্কায় মুহাম্মদ (সাঃ)" বইটি কিছু অনিবার্য কারণে পেছাতে হয়েছে। আর তাই এই দুই গ্রাফিক নভেল এগিয়ে এলো।