NFSC - Feni BookZone

NFSC - Feni BookZone নট ফর সেল ক্লাব হতে প্রকাশিত পেপারব্য?

12/07/2023

স্ক্রীনশট নিয়ে রাখুন!

বাংলাদেশের সকল ইসলাম গবেষকের আরাধ্য হবে এবারের প্রকাশনা; এটি তার অনন্য গুনে টিকে থাকবে ১০০+ বছর; এবং ২১২৩ সালেও এটি NFSC ক্লাবের সকল পাগলদের নাম গর্বভরে ঘোষণা করবে!

যুদ্ধ একতায়;
জয় ঐতিহাসিকতায়!

……………
পাশে থাকবেন

ভেবে দেখার সময় আছে..‘MAM’ কালেক্টর’স এডিশন এবং ম্যাপ তৈরি হয়েছে এবং হবে মাত্র ২০০১ কপি! এন্টিক হিসাবে সংরক্ষিত রাখা হয়েছ...
25/06/2023

ভেবে দেখার সময় আছে..

‘MAM’ কালেক্টর’স এডিশন এবং ম্যাপ তৈরি হয়েছে এবং হবে মাত্র ২০০১ কপি! এন্টিক হিসাবে সংরক্ষিত রাখা হয়েছে (০০১ থেকে ১০১ নাম্বারের) ১০১ কপি। সৌজন্য প্যাকেজ হিসাবে পাঠানো হবে সর্বমোট ২০০ কপি! অতএব: আপনি নিচের লিংকে থাকা নিয়মে সংগ্রহ করতে পারবেন মাত্র ১৭০০ কপি! তারপর আর..

কেনোভাবেই পাবার সুযোগ পাবেন না!

স্পয়লার দিয়ে গেলাম…
https://facebook.com/100063458225735/posts/782536543871613/

24/09/2022
নতুন (কালেক্টর'স এডিশন) ও পুরাতন (পেপারব্যাক এডিশন) অনুবাদ  বই আসতে যাচ্ছে;গ্রুপে কমিউনিকেশন হয় many to many; থাকে আলোচন...
21/09/2022

নতুন (কালেক্টর'স এডিশন) ও পুরাতন (পেপারব্যাক এডিশন) অনুবাদ বই আসতে যাচ্ছে;

গ্রুপে কমিউনিকেশন হয় many to many; থাকে আলোচনা ও পারষ্পরিক সম্পর্ক সমৃদ্ধ হবার বৃহত্তর সুযোগ। তাই প্রায়ই নানা খবর ও সুখবর গ্রুপেই প্রথম আসে! আগ্রহী বন্ধুদের তাই গ্রুপে বেশি বেশি যোগদান করা উচিৎ।

"সেপিয়েন্স: দৃশ্যমান ইতিহাস, ভলিউম ০১" এর দ্বিতীয় সংস্করনের পেপারব্যাক। (বাংলা অনুবাদ বই)

এবং

"সেপিয়েন্স: দৃশ্যমান ইতিহাস, ভলিউম ০২ " এর হার্ড বাইন্ডিং কালেক্টর'স এডিশন (বাংলা অনুবাদ বই)

আসতে যাচ্ছে শীঘ্রই।

প্রথম ভলিউমের কালেক্টর'স এডিশনের পরবর্তীতে বেশ চাহিদা পেলেও আর ছাপানো হয়নি, সাধারণত কালেক্টর'স এডিশন সীমিত সংখ্যক ছাপানো হয় মেম্বারদের জন্য, আর পূণরায় তা ছাপানো হয় না।

এবার প্রি বুকিং সিস্টেম চালু করতে যাচ্ছে ক্লাব, যাতে আপনারা আপনাদের চাহিদা ও প্রাপ্যতা নিশ্চিত করতে পারেন আগেই। পরবর্তীতে চাহিদা আছে কিন্তু বই স্টক আউট, এমন যেনো না হয়।

বই সম্ভাব্য অক্টোবরের শেষ দিকে প্রকাশিত হবে। (দিন ক্ষণ কিঞ্চিৎ এদিক সেদিক হতেও পারে)

আজ আর বিস্তারিত কিছুতে গেলাম না। সকল সদস্য ও সদস্য হতে চাই এমন সবাই নিজ মতো প্রস্তুতি নিয়ে রাখি এই অসাধারণ বইগুলোকে বরণ করে নেওয়ার জন্য।

অসাধারণ এই জন্য যে, এই ঘরানার বই এই অঞ্চলে কমই অনুবাদ হয় ও প্রকাশিত হয়। আরও কারণ হলো হারারি সাহেবের অনন্য কির্তী মাতৃভাষায় সংগ্রহ করে রাখাটা দারুণ ব্যাপার।

ওহো, এটা সিরিজের মতো, প্রথমটা যারা পড়েননি পড়ে নেবেন আর যাদের কাছে নেই তারা নিশ্চয় এবার সংগ্রহ করে নিবেন।

আরও বড় কথা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার বাসনা রাখবেন বইয়ের আলো ও নান্দনিক সৌন্দর্য।

তথ্যঃ
"মক্কায় মুহাম্মদ (সাঃ)" বইটি কিছু অনিবার্য কারণে পেছাতে হয়েছে। আর তাই এই দুই গ্রাফিক নভেল এগিয়ে এলো।

04/08/2022

অতিথি বরণ ও অতিথি আহ্বান 🙂

আমাদের প্রাইভেট গ্রুপে চলছে নতুন সদস্যদের বরণ করে নেওয়ার উৎসব।

আচ্ছা! সদস্যরা কি জানেন 🤔, একজন কার্যকরী সদস্যকে আমরা নির্মাণ শ্রমিক বলে ডাকি!

আজ বাদে কাল হয়তো এই উদ্যোগ মহীরুহ হবে, হয়তো লতাগুল্ম হবে; কিন্তু আমরা সুখ পাই নির্মাণের এই পথযাত্রায়।

এখনও হয়তো আমরা বেশিদূর যেতে পারিনি, অনেক পথ বাকি! কিন্তু একসাথে হাটলে যাত্রা পথটা মধুর হবে, দ্রুত পথ অতিক্রান্ত হবে, হয়তো নানা সময় নানা গন্তব্যে পৌঁছুবো আমরা!

আচ্ছা, গন্তব্য কোথায়!

যে কলম এই লেখা লিখছে সে জানেনা গন্তব্য কোথায়, কোথায় পথের শেষ!

এই পথের সঙ্গী হতে চাইলে যোগ দিন আমাদের "অতিথি সদস্য" প্রোগ্রামে।

ফর্ম লিংকঃ tinyurl.com/gnfsc

(ফর্মের ডেস্ক্রিপশন অবশ্যই পড়ে নিবেন)

একতায় স্বাগতম, ভালোবাসায় নিমন্ত্রণ 🌿

03/08/2022

ঘোষণা...

0১.
সকল অতিথি (প্রার্থী) ও কার্যকরী সদস্যদের জানানো যাচ্ছে যে, অংশীদারীত্ব (অর্থমূল্য) প্রেরণ ও বই সংগ্রহের জন্য চাহিদা পত্র প্রেরণের সময় সীমা আগামী ১০ আগস্ট অব্দি বাড়ানো হলো।

পদ্ধতিঃ
https://m.facebook.com/story.php?story_fbid=511590440966226&id=100063458225735

০২.
যারা রিভিউ কন্টেস্টে এখনও অংশ নেন নি, ১০ জনের সর্বমোট ৭০ টি বই জিতে নেওয়ার সুযোগ আগামী ২০ তারিখ অব্দি বর্ধিত করা হলো।

বিস্তারিতঃ
https://m.facebook.com/story.php?story_fbid=502664921858778&id=100063458225735

শুভকামনা 💚🌿

হ্যালো...যারা নট ফর সেল ক্লাব এর অতিথি সদস্য হতে এই ফর্ম (tinyurl.com/gnfsc) পূরণ করে অপেক্ষা করছিলেন, তাঁরা এখন বই প্যা...
24/07/2022

হ্যালো...

যারা নট ফর সেল ক্লাব এর অতিথি সদস্য হতে এই ফর্ম (tinyurl.com/gnfsc) পূরণ করে অপেক্ষা করছিলেন, তাঁরা এখন বই প্যাকেজ সংগ্রহ করার মাধ্যমে সদস্য হবার সুযোগ পাচ্ছেন।

বই সংগ্রহের পদ্ধতিঃ
https://www.facebook.com/groups/notforsaleclub/posts/2365865246885197/

আপনারা আমাদের বিশেষায়িত "হ্যালো" টিম হতে ফোন কল পাচ্ছেন, কারও কারও নম্বর আনরিচেবল পাওয়া যাচ্ছে। তবে কোন কারণে ফোন না পেয়ে থাকলেও উপরিউক্ত পদ্ধতিতে আপনি আপনার সদস্যপদ নিশ্চিত করুন, (পূর্ব ঘোষনার) সাত দিনের ভিতরেই এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।

সদস্যপদ নিশ্চিত হবে আপনি হাতে মেম্বারশিপ কার্ড পাওয়ার পর। আমরা মেম্বার্স গ্রুপে আপনাদের স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে আছি।

ধন্যবাদ।

ক্লাব নতুন সদস্য গ্রহনের দ্বার উম্মুক্ত করেছে...tinyurl.com/gnfsc এই ফর্মটি পূরণ করে যারা অপেক্ষা করছিলেন তারা এখন নট ফর...
23/07/2022

ক্লাব নতুন সদস্য গ্রহনের দ্বার উম্মুক্ত করেছে...

tinyurl.com/gnfsc এই ফর্মটি পূরণ করে যারা অপেক্ষা করছিলেন তারা এখন নট ফর সেল ক্লাব এর অতিথি সদস্য হবার সুযোগ পাচ্ছেন।

আপনার অংশীদারিত্ব মূল্য প্রদান পূর্বক নিম্নোক্ত তথ্যাদি চিত্রে দেওয়া নম্বরটিতে প্রেরণ করুন। অর্থও এই নম্বরে প্রেরণ করবেন। ৭২ ঘন্টার মধ্যে আপনি কনফার্মেশন মেসেজ পাবেন ও এক সপ্তাহ+ পরে বই প্যাকেজ হাতে পেতে পারেন।

একটি কালেক্টর'স এডিশন (G - 1) এর সংগ্রহ মূল্য ১০০০ টাকা এবং একটি পেপারব্যাক (P) এর সংগ্রহ মূল্য ১৮০ টাকা করে। আপনি সর্বোচ্চ দুটি ও সর্বনিম্ন শূন্যটি মানে পেপারব্যাক নাও নিতে পারেন।

আপনাদের কাছে আমাদের প্রতিনিধিদের ফোন কল যেতে পারে। নম্বর গুলোর শেষ চার ডিজিট দেওয়া হলোঃ

*******7189
*******6621
*******3417
*******4336
*******1511

এই সম্পর্কিত বিস্তারিত পেইজ পোস্টঃ
https://m.facebook.com/story.php?story_fbid=511590440966226&id=100063458225735

এই সম্পর্কিত ভিডিও লাইভঃ

https://www.facebook.com/groups/notforsaleclub/permalink/2364674783670910/

** চিত্রের নম্বরে জরুরি প্রয়োজনে কল দিতে হলে দুপুর ৩ টা হতে বিকাল ৬ টার মধ্যে দিবেন।

রিভিউ এবং বিশাল উপহার!"পারফিউমঃ একজন খুনির গল্প" ও "আউট অফ দ্যা ডার্ক" উপন্যাস দুটির রিভিউ লিখে পোস্ট করুন আমাদের পাব্লি...
12/07/2022

রিভিউ এবং বিশাল উপহার!

"পারফিউমঃ একজন খুনির গল্প" ও "আউট অফ দ্যা ডার্ক" উপন্যাস দুটির রিভিউ লিখে পোস্ট করুন আমাদের পাব্লিক গ্রুপে। রিভিউ উপলক্ষ্যে NPL ও NFSC এর যৌথ উদ্যোগে সর্বমোট ৭০টি পেপারব্যাক উপহার দেওয়া হবে।

১) যে সকল অতিথি ও কার্যকরী সদস্যগণ বইটির কালেক্টর'স এডিশন সংগ্রহ করেছেন, কেবল তারাই এই প্রতিযোগীতায় অংশ নিতে পারবেন।

২) দুইটি উপন্যাসের রিভিউ দিতে হবে একই পোস্টে। পাব্লিক গ্রুপে সেই পোস্ট করতে হবে। গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/notforsaleclub

৩) পোস্টে হ্যাশট্যাগ


লিখতে ভুলবেন না অবশ্যই।

৩) আমরা চাই আপনাদের কাছে যে বইটি গেছে, পাঠ করে তার রিভিউ লিখুন নিজ অনুভব হতে, নিজস্ব প্রকাশভঙ্গিতে। শ্রেষ্ঠ ১০ জনকে আমরা বেছে নিবো। সেক্ষেত্রে কর্তৃপক্ষের রায়ই চূড়ান্ত বলে গণ্য হবে।

8) আগামী ১৫ দিন, অর্থাৎ ২৫ জুলাই অব্দি এই প্রতিযোগীতা চলবে।।

07/07/2022
প্যট্রিক সাসকিন্ড এর "পারফিউম: একজন খুনীর গল্প"।সমাজের আউটকাস্ট একজন মানুষ - জগতের প্রতি যার কোনো আগ্রহ নেই, নেই ক্ষুধা,...
07/07/2022

প্যট্রিক সাসকিন্ড এর "পারফিউম: একজন খুনীর গল্প"।

সমাজের আউটকাস্ট একজন মানুষ - জগতের প্রতি যার কোনো আগ্রহ নেই, নেই ক্ষুধা, তৃষ্ণা, যৌনতার আহ্বান। গন্ধহীন শরীরে অস্বাভাবিক এক প্রতিভা এবং বোধ নিয়ে সে সফল হয় তার সেরা পারফিউম তৈরির গোপন প্রজেক্টে। আবার তেমনি যেনো মুক্তি পায় অমানবিক মৃত্যুর মধ্য দিয়ে নিজের নামহীন জীবন থেকে। মানুষের ব্যতিক্রমী প্রতিভা এবং মনস্তত্ব নিয়ে লেখা এই বইটি বিশ্ব নন্দিত হয় কোয়ালিটি পাঠকের সমাদরে। বইটি ৪৯ টি ভাষায় অনুদিত হয়েছে।

"আউট অফ দ‌্যা ডার্ক - বোহেমিয়ান এক প্রেমিকের গল্প

নোবেল পুরষ্কারপ্রাপ্ত ফ্রেঞ্চ লেখক প্যাট্রিক মোদিয়ানি'র উপন্যাস 'আউট অফ দা ডার্কে যে প্রেমিকের কথা বলা হয়েছে, তার নামটিও জানা যায় না। কারণ নোবেলজয়ী লেখক প্যাট্রিক মোদিয়ানী তার 'আউট অফ ডার্ক' - এ উত্তম পুরুষের মনোলগে বলা অধরা প্রেমের গল্পে মুল চরিত্রের নামটি পুরো বইয়ের কোথাও বলেননি।

২০১৪ সালে নোবেল একাডেমীর স্থায়ী সেক্রেটারি পিটার ইংলাউন্ড বলেন 'আউট অফ দা ডার্ক' এর প্যাট্রিক মোদিয়ানোকে বেছে নেয়ে হয়েছে এই কারণে যে তাঁর লেখা –“স্মৃতির শিল্পের জন্য, যার সঙ্গে জাগরুক করেছেন মানুষের চূড়ান্ত অধরা নিয়তি, এবং উন্মোচিত করেছেন দখলদারিত্বের জীবন-বিশ্ব”।

লেখক মোদিয়ানো এই উপন্যাসে অল্প সংখ্যক চরিত্রের মাধ্যমে অখণ্ডিত প্লটে শুধু ঘটনা বর্ণনা করেছেন, মনস্তত্ব বিবৃত করেননি। শুধুমাত্র চরিত্রদের দিনলিপির বর্ণনায় পাঠকদের মনে কেন্দ্রীয় চরিত্রদের অন্তর্জগতের ধারণা স্পষ্ট করতে পারার সক্ষমতা মোদিয়ানোকে অন্য লেখকদের থেকে আলাদা করেছে।
- আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।

Address

Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when NFSC - Feni BookZone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NFSC - Feni BookZone:

Share