17/07/2025
সচেতনতার সেলফি
মজনু ভাই গ্রামের বেকার তরুণ। বেকার বললে আবার ছোট করা হয়, তিনি নিজেকে বলেন “ফ্রি-ল্যান্স ভাবুক”। সারাদিন মোবাইলে ফেসবুক, ইউটিউব, আর হালকা গুজবের চাটনি মেখে মানুষকে উপদেশ দিয়ে বেড়ানোই তার কাজ।
একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, “এবার মানুষকে সচেতন করতেই হবে! দেশ বাঁচাতে হবে!!”
📣 তিনি বাজারে গিয়ে চিৎকার করলেন—
“এই যে! হেলমেট ছাড়া বাইক চালানো মানে আত্মহত্যা! এটা একপ্রকার মোবাইলের ব্যাটারি শেষ হবার মতো বিপজ্জনক!”
⛑ লোকজন তাকিয়ে রইল, তার মাথায় হেলমেট নেই।
– “ভাই, আপনি নিজেই তো হেলমেট পরেন না?”
– “আমি তো সচেতন, আমার আর দরকার কী!”
(দর্শকগণ এইরকম আত্মবিশ্বাস দেখে মুহূর্তে চুপ 😶)
তারপর গেলেন মশা মারার অভিযান চালাতে। হাতে একটি পুরনো সানগ্লাস, গায়ে লেখা:
“ডেঙ্গু ঠেকাও, পানি জমতে দিও না!”
তিনি ময়লার ঝুড়িতে উঠে বললেন—
“এই যে, এই ড্রেনে পানি জমেছে! সরকারের উচিত ব্যবস্থা নেওয়া!!”
এক কিশোর বলল—
“ভাই, এই ড্রেন তো আপনার বাসার পাশেই!”
মজনু ভাই গলা খাঁকারি দিয়ে উত্তর দিলেন—
“সচেতনতা আগে, পরিস্কারপত্র পরে।”
📷 এরপর তিনি একটি সেলফি তুলে ক্যাপশন দিলেন—
“জনসচেতনতার কাজে নিজেকে উৎসর্গ করলাম। কে কে আছেন আমার সঙ্গে?”
#নতুনবাংলা #আমি_সচেতন #তুমি_কবে
🌟 শেষ কথা:
আমরা সবাই সচেতনতা চাই, কিন্তু শুরুটা যেন নিজের জানালার নিচ থেকে করি।
"জনসচেতনতা" শুধু ক্যাপশনের বিষয় না, এটা একেকটা ছোট কাজ, যেমন —
✅ নিজের প্লাস্টিক প্যাকেটটা ডাস্টবিনে ফেলা
✅ হেলমেট পরে বাইক চালানো
✅ মোবাইল রেখে পরিবারের সঙ্গে ১০ মিনিট গল্প করা
🤣 হাসলাম, একটু ভাবলাম, এবার কাজে নামি। কারণ, সচেতনতার সেলফি নয় — দরকার সচেতনতার রিয়েলিটি!
🔄 শেয়ার করুন, যদি আপনি সত্যিই সচেতন!