MD JAHID ALAM JAHID

MD JAHID ALAM JAHID নিজেকে অনেক পরিবর্তন করতে হবে....

30/06/2023

কখনো কখনো নিয়ম করে,
নিজেকে সময় দিতে হয়,
নিজেকে নিয়ে ভাবতে হয়।

মাঝে মাঝে নিজেকে খুব করে ভালোবাসতে হয়,
যত যাই হোক নিজেকে ভুলে যেতে নেই।

অনেক সময়,সময় থমকে যায়।
মনে হয় গোটা পৃথিবী'টাই থমকে গেছে তখন!
তখন নিজের দিকে তাকাতে হয় একটুখানি।

ঘুরেফিরে ভাবতে হয়,
আমি নিজেকে ভালোবাসি প্রচন্ড,
আমায় এগিয়ে যেতে হবে,হবেই।

পৃথিবী কখনো ভাবনার বাহিরে না,
ঠিক ভাবনার মাঝে বিরাজমান।

29/06/2023

ঠকে যাচ্ছেন তাই না? 'জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই, নিজেকে হারিয়ে ফেলেছেন তাই না সম*স্যা নেই, ঠকে যান, আরো ঠকেন, দেখবেন একদিন ঠকতে ঠকতেই, জিতে যাবেন ইনশাআল্লাহ।

29/06/2023

-যাঁরা একটা সময় কাউকে পাগলের মতো ভালোবেসেছে,
-তাঁরাই একটা সময়পর পাগল হয়ে রাস্তায় ঘুরেছে।
আমিও একদিন আজাদ হবো, ঝরে পড়বো শুকনো পাতা হয়ে, নির্দ্বিধায় লুটিয়ে পড়বো সবার চোখের আড়াল হয়ে, ধূসর বিকেল জানবে, চার দেয়াল জানবে, রাতের অন্ধকারে হলুদ বাতিরা জানবে, আমি বাঁচতে পারিনি, তোমার এই পরিবর্তন হতে দেখে।

29/06/2023

কাউকে বুঝিয়ে বুঝিয়ে নিজের করে রাখার চাইতে,নিজেকে বুঝিয়ে সেখান থেকে সরে আসুন। এতে বহু বছর পর নিজেই নিজেকে অনুভূতি শূন্য দেখতে হবে না,বরং নতুন কোন সূচনায় নিজেকে খুঁজে পাবেন।

29/06/2023

আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই আমি আর কখনো তোমাকে কল বা মেসেজ করবো না। তোমার লাইফে ইন্টারফেয়ারও করবো না। হ্যাঁ হয়তো খুব ইচ্ছে করবে তোমার সাথে আগের মতো কথা বলতে, যেমনটা ঠিক প্রথমে বলতাম। সেটা তো আর সম্ভব না, তবে তোমাকে ছাড়া মরে তো আর যাবো না তাই না! দম বন্ধ হয়ে মরে গেলেও তোমাকে বুঝতে দেবো না।

আফসোস একটাই নিজের অনুভূতিগুলো বোঝাতে পারলাম না।

তবে একটা কথা বলে রাখি, আমি কখনো এমনটা চাইনি। যাই হোক বাদ দাও, ভালো থেকো।

28/06/2023

ভালোবাসা সুন্দর
যদি ভালোবাসার মানুষটা সঠিক হয়,
ভালোবাসা সুন্দর
যদি দু'জনার অনুভূতি এক হয়।

ভালোবাসা সুন্দর
যদি দু'জন দু'জনকে বুঝতে পারে,
ভালোবাসা সুন্দর
যদি দু'জন দু'জনকে মায়ার বাঁধনে আগলে রাখে।

ভালোবাসা সুন্দর
যদি দু'জনার প্রতি দু'জনার সম্মান ও শ্রদ্ধাবোধ বজায় থাকে।

ভালোবাসা সত্যিই সুন্দর
যখন শতো মান-অভিমানের পরেও কেউ কাউকে ছেড়ে যায় না বরং একজন অন্যজনের অভিমান ভাঙিয়ে কাছে টানে।

ভালোবাসা সত্যিই সুন্দর
যখন সকল পরিস্থিতিতে মানুষটি আপনার পাশে থাকে।

ভালোবাসা সত্যিই সুন্দর
যদি কোন প্রতিশ্রুতি ছাড়াই মানুষটা সারাজীবন আপনার পাশে থাকে।

এমন 'ভালোবাসা' গুলো ভালো থাকুক সবসময় ও যেনো কারো নজর না লাগে।❤️

'ভালোবাসা সত্যিই সুন্দর '
Collected

28/06/2023

জানেন,
আপনাকে আমার ভীষণ দেখতে মনে চায়
কতদিন আপনাকে দেখি না,
কতদিন হাঁটি না আপনার ফেলে যাওয়া পথে ।
কতদিন দেখি না আপনার ফিরে দেখা সেই দৃষ্টি।

আপনি ফিরে তাকাতেই আমার থমকে যাওয়া পথ
বুকের ভিতর ধরফর করা সেই ক্ষণ
আমার ভীষণ মনে পড়ে জানেন!

দূর থেকে আপনাকে দেখার সেই পাগলামি
কিছু কথা বলতে চেয়েও বলতে না পারা
আপনি এই পথে আসবেন ভেবে অপেক্ষা করা
আমার ভীষণ মনে পড়ে ।

আপনাকে নিজের করে পাওয়ার আশায়
সব ব্যস্ততা ভুলে আপনার জন্যে অপেক্ষা করা
সে সময়গুলো এখন আমার মধুময় স্মৃতি।
প্রতিদিনের দেখা আপনাকে একদিন না দেখতে পেলে
আমার ভীষণ মন খারাপ হতো,
ভীষণ ভীষণ রকম খারাপ।
কারণ আপনি ছিলেন আমার প্রথম প্রেমের অনুভূতি।

আচ্ছা আমাকে কি আপনার মনে পড়ে?
মনে কি পড়ে কেউ একজন ছিল!
ঝড় বৃষ্টি এলেও প্রতিদিন যার সাথে দেখা হতো,
যে প্রতিদিনই কিছু একটা বলতে চাইতো।
মনে পড়লেও জানি হয়তো একগাল হেসে এখনো বলেন
ছেলেটি ভীষণ পাগল ছিলো..?

27/06/2023

কখনো নিরবে কষ্ট পেয়েছেন!? 💔

ভেঙে পড়েছি কিন্তু তারপরও বাড়ির লোকদের সাথে মজা করেছি! পরিবারের সাথে ভালো থাকা, সমস্ত সমস্যা ও ব্যথা লুকিয়ে রেখে নিরবে সেরে উঠা, নিজেকে বড় করা, নিজেকে শক্ত করা! শুধু সিজদায়, তাহাজ্জুদে নিরবে কাঁদা!

এর মানে যদিও ব্যথা তোমার আত্মাকে ভেঙে দেয় কিন্তু তবুও তুমি ধৈর্য ধরো আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার উপর!

এটা শুধু একটা খারাপ সময়, খারাপ জীবন নয় ইনশাআল্লাহ!

স্বপ্ন যাবে বাড়ি আমার।মন বলে চল ফিরে আবার,স্বপ্ন টানে দিলাম পারিঅচিন পথে আপন ছাড়ি।
27/06/2023

স্বপ্ন যাবে বাড়ি আমার।
মন বলে চল ফিরে আবার,
স্বপ্ন টানে দিলাম পারি
অচিন পথে আপন ছাড়ি।

23/06/2023

কিছু মানুষ আছে অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও তারা একটা মানুষকে ভালোবাসে স্বপ্ন দেখায় কাছে আসে তারপর সে যখন বুঝতে পারে মানুষটা পরিপূর্ণ তার ওপর নির্ভরশীল ঠিক তখনই সে তার রং বদলাতে শুরু করে গিরগিটির মত।

পাশে থাকা মানুষটা তার সব দোষ, অবহেলা একটু একটু করে নোটিশ করতে থাকে কিন্তু সে সবসময় এমন একটা ভাব করবে যেন সে কিছুই জানে না কিছুই বোঝেনা পৃথিবীর সবচেয়ে শুদ্ধ ধোয়া তুলসী পাতা সে।

সে কখনোই স্বীকার করবে না যে সে ভুল,
সে আপনাকে ছেড়ে যাবে ঠিকই কিন্তু যাওয়ার আগ পর্যন্ত নিজেকে শুদ্ধ সঠিক প্রমাণ করার জন্য জীবন-মরণ লড়াই করে যাবে।

কিন্তু ভালোবেসে যে বোকা মানুষগুলো ফেসে যায় তার এই বেড়াজালে সেটা তারা বুঝতেও পারে না, একতরফা ভালবেসে যাওয়া মানুষগুলো আঘাতে আঘাতে যখন ক্লান্ত হয়ে যায় তখন সবকিছু মেনে নেয়া ছাড়া আর কিছুই থাকে না আর ওই স্বার্থপর মানুষটা জিতে যায় এবং কি যাবার আগ মুহূর্ত প্রমাণ করে দিয়ে যায় সেই সঠিক ছিল।

18/06/2023

কখনো কখনো নিজে সঠিক হওয়া সত্ত্বেও অনেকের অনেক কথা শুনতে হয়! বলার মতো উত্তর থাকা সত্ত্বেও চুপ হয়ে যাই, যখন মন ভিতর থেকে ভেঙ্গে পড়ে তখন আর কিছুই বলতে ইচ্ছে হয় না! চুপ থেকে শুনি আর সেই.....

•মন খারাপের সময় যে আয়াতটা আমাকে প্রশান্তি দেয়

❝-নিশ্চয় আল্লাহ অন্তরের গোপন বিষয় সম্পর্কে
পূর্ণ জ্ঞাত।❞🤍
[আল ইমরান: ১১৯]

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when MD JAHID ALAM JAHID posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD JAHID ALAM JAHID:

Share