30/06/2023
কখনো কখনো নিয়ম করে,
নিজেকে সময় দিতে হয়,
নিজেকে নিয়ে ভাবতে হয়।
মাঝে মাঝে নিজেকে খুব করে ভালোবাসতে হয়,
যত যাই হোক নিজেকে ভুলে যেতে নেই।
অনেক সময়,সময় থমকে যায়।
মনে হয় গোটা পৃথিবী'টাই থমকে গেছে তখন!
তখন নিজের দিকে তাকাতে হয় একটুখানি।
ঘুরেফিরে ভাবতে হয়,
আমি নিজেকে ভালোবাসি প্রচন্ড,
আমায় এগিয়ে যেতে হবে,হবেই।
পৃথিবী কখনো ভাবনার বাহিরে না,
ঠিক ভাবনার মাঝে বিরাজমান।