26/07/2024
কিছু জ্ঞানী বুদ্ধিজীবী রা দেখতেছি, তাদের কমন সেন্স ব্যবহার করে পোস্ট করেতেছে," আপনারা ভুল করতেছেন। নেট সচল হবে অমুক দিন। এখন আপনাদের অবস্থা দেখার জন্য শুধু নেট টা অন করেছে। এখন হয়তো আবার অফ করে দিবে!"
বলি ব্রেইন কি আপনাদের মাথায় নাকি প......?
যেই মানুষগুলো এক সপ্তাহ নেট অফ করে রেখেছে, তারা চাইলে যেমন আজকে আবার অফ করতে পারবে, তেমনি আজকে থেকে ১০ দিন পরেও অফ করতে পারবে।
যদি আজকেই আবার নেট অফ করে দেয় তাও কিছু বলার নাই। একদিন না একদিন তো অন করবেই। যেদিন করবে সেদিন আবার ঝড় উঠবে অনলাইনে।
এই যে গত ০৬ দিন নেট ছিলো না। এই কয়দিনে কি হয়েছে সেইটা কি কেও জানতে পারছে না এখন? সবকিছু কি পরিস্কার না এখন সবার কাছে? যে কারা কি করেছে দেশের মানুষের সাথে?
৭১ সালে ৩০ লক্ষ ভাই বোন শহীদ হয়েছে। ০২ লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছে। এসব কি ইন্টারনেট ছাড়া কেও জানতে পারেনি?
আজকে হোক আর কালকে, এসবের হিসেব দেওয়াই লাগবে। তোমার প..... এতো ভয় থাকলে টিকটক দেখো। এসব জ্ঞান দিতে এসো না।🙏
পোস্টে গা*লি ব্যবহার করার জন্য সরি। আসলে এদের কে গা*লি দিলে গা*লির মান সম্মান চলে যায়।
💯 বনি ভাই - রাবি 📌