E M O N ツ

E    M    O    N    ツ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from E M O N ツ, Video Creator, Feni.
(4)

হায় আল্লাহ সামান্য সোনার  জন্য আপন চাচাতো ভাইয়ের হাতে আদিবা খু*ন!খুনি চাচাতো ভাই ঠা*ন্ডা মাথায় প্লে কার্ড হাতে নিয়ে মান...
07/11/2025

হায় আল্লাহ সামান্য সোনার জন্য
আপন চাচাতো ভাইয়ের হাতে আদিবা খু*ন!
খুনি চাচাতো ভাই ঠা*ন্ডা মাথায় প্লে কার্ড হাতে নিয়ে মান*বব*ন্ধন করে।
সে ভেবেছিল মা*নবব*ন্ধ*ন করলে তাকে ধরতে পারবে না!একজোড়া স্বর্ণের কানের দুলের জন্য, আদিবাকে মে*রে বুকে পাথর বেঁধে পুকুরে ফেলে দেয়।

রিসেন্ট ক্লিকে মেগাস্টার শাকিব খান..শোনা যাচ্ছে মিনিসো শপের উদ্বোধন করতে..মাত্র ২০ মিনিটে জন্যে ৩৬ লাখ টাকা পারিশ্রমিক ন...
07/11/2025

রিসেন্ট ক্লিকে মেগাস্টার শাকিব খান..শোনা যাচ্ছে মিনিসো শপের উদ্বোধন করতে..মাত্র ২০ মিনিটে জন্যে ৩৬ লাখ টাকা পারিশ্রমিক নিছেন তিনি 🙂

বাবা গড়েছেন নতুন সংসার, মা-ও চলে গেছেন অন্য ঠিকানায়। আর মাঝখানে পড়ে গেছে একটা জীবন... যাকে কেউ চায়নি, যার মাথায় আর কেউ হ...
07/11/2025

বাবা গড়েছেন নতুন সংসার, মা-ও চলে গেছেন অন্য ঠিকানায়। আর মাঝখানে পড়ে গেছে একটা জীবন... যাকে কেউ চায়নি, যার মাথায় আর কেউ হাত রাখেনি ভালোবাসায়। সেই সন্তান আজ রাস্তার পাগল।

একটা সময় স্কুলে যেত রহিম, বন্ধুদের সঙ্গে খেলত মাঠে, আজ সে কথা বলে বাতাসের সঙ্গে, হাসে একা, কাঁদে একা। ক্ষুধায় কাঁপে শরীর, বৃষ্টিতে ভিজে মন... তবু কেউ বলে না বাবা, খেয়েছ?" কেউ ডাকে না বেটা, ঘরে চলো।

কতটা কষ্ট জমে থাকলে মানুষ এমন হয়ে যায়?

অবহেলা, একাকিত্ব আর ভালোবাসাহীন জীবনের পরিণতি -আজকের পাগল রহিম।

যদি সত্যিই মানবতা বেঁচে থাকে তোমার মধ্যে, একবার অন্তত মনে রেখো -প্রতিটি অবহেলিত সন্তানই একদিন রহিম হয়ে যায়।

বিয়ের দিন মেয়ের জামাইকে ডেকে মেয়ের বাবা বললেন: প্রথম যে পুরুষটি ভালোবেসে আমার মেয়েকে ছুঁয়েছিলো,সে তুমি নও। সে আমি।প্রথম...
07/11/2025

বিয়ের দিন মেয়ের জামাইকে ডেকে মেয়ের বাবা বললেন: প্রথম যে পুরুষটি ভালোবেসে আমার মেয়েকে ছুঁয়েছিলো,সে তুমি নও। সে আমি।

প্রথম যে পুরুষটি ওকে ভালোবেসে চুমু দিয়েছিলো,সে তুমি নও। সে আমি। প্রথম যে পুরুষটি ওকে জানপ্রাণ দিয়ে ভালোবেসেছিলো,সে তুমি নও। সেটাও আমি।.......

যাই হোক, যে পুরুষটি ওকে সারাজীবন যত্নে রাখতে পারবে, আমি আশা করি সে আমি নই। সেটা তুমি।কিন্ত কোনো কারনে যদি কোনোদিন আমার রাজকন্যাকে ভালোবাসতে না পারো, তাহলে ওকে জানিও না। আমাকে জানিও।

আবার নিয়ে আসবো আমার রাজকন্যাকে আমার কাছে। আমার রাজকন্যার জন্য আমার রাজ্য সবসময় উন্মুক্ত।🙂❤️

জমজ ভাই হয়তো একই চেহারা হয় তবে দুজনের মধ্যে পার্থক্য হল একজন নায়ক আরেকজন ভিলেন..যে নায়ক ছিলেন তাকে আমরা হারিয়ে ফেলছ...
07/11/2025

জমজ ভাই হয়তো একই চেহারা হয় তবে দুজনের মধ্যে পার্থক্য হল একজন নায়ক আরেকজন ভিলেন..যে নায়ক ছিলেন তাকে আমরা হারিয়ে ফেলছি..আর যে ভিলেন তার আমরা আসল রূপ দেখছি..চেহারা এক হতে পারে মন কখনো এক হতে পারে না 🙂

আলহামদুলিল্লাহ! ২১ বছরের অপেক্ষার পর অবশেষে এই ভাই পুত্র সন্তানের বাবা হয়েছেন 🤍তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন...👉 যেন ...
06/11/2025

আলহামদুলিল্লাহ! ২১ বছরের অপেক্ষার পর অবশেষে এই ভাই পুত্র সন্তানের বাবা হয়েছেন 🤍
তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন...
👉 যেন সন্তানটি হয় নেক, আল্লাহভীরু ও দ্বীনের পথে চলা একজন উত্তম মানুষ। 🤲

#আলহামদুলিল্লাহ

আজ সকালে পথের মাঝে এমন একটি দৃশ্য দেখতে পাওয়ার সৌভাগ্য হলো —একজন নারী দুই ছোট্ট শিক্ষার্থীকে স্কুলের জন্য প্রস্তুত করছেন...
06/11/2025

আজ সকালে পথের মাঝে এমন একটি দৃশ্য দেখতে পাওয়ার সৌভাগ্য হলো —
একজন নারী দুই ছোট্ট শিক্ষার্থীকে স্কুলের জন্য প্রস্তুত করছেন। চিরুনি হাতে, ভালোবাসায় ভরা মন নিয়ে তিনি তাদের চুল গুছিয়ে দিচ্ছেন, স্কুল ব্যাগ ঠিক করে দিচ্ছেন।

সম্ভবত তাদের ফুটপাথেই বসবাস। হয়তো একবেলা ভাতও জোটে না…
তবুও দেখো, বাচ্চাগুলোর গায়ে পরিপাটি ইউনিফর্ম, মুখে হাসি, আর চোখে স্বপ্ন।
লেখাপড়া ছাড়েনি তারা — মাশাআল্লাহ! 🌺

ভাবছি, তিনি মা হতে পারেন… হতে পারেন দাদি বা নানি —
কিন্তু যত্নের কোনো ঘাটতি নেই। কত আদর আর ভালোবাসা এই দৃশ্যে!
সকালের এই মুহূর্তটাই মনটা ভরে দিল 💗

তবুও মনে এক ভয়—
আর কতদিন এমনভাবে চলবে তাদের জীবন?
হে আল্লাহ, ওদের তুমি রক্ষা করো, ওদের জন্য সহজ করো 🤲

📸 ছবিটি তুলেছেন মতিউল নামের এক ব্যক্তি (সূত্র: রসগোল্লা পেজ)।
ছবিটি ইতিমধ্যে অনেক জায়গায় ভাইরাল হয়েছে — অনেকেই খোঁজ নিচ্ছেন, হয়তো ইনশাআল্লাহ কেউ না কেউ ব্যবস্থা করবেন ওদের জন্য ❤️

📍লোকেশন: আজিমপুর – পলাশী থেকে নীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয় তোরণের ফুটপাথ, ইডেন বিল্ডিং সংলগ্ন স্থান।
সংগৃহীত

এই ছবিটা নিয়ে অনেক হাসাহাসি দেখলাম৷ এটা মেবি তনির প্রথম বিয়ের ছবি৷ তনি সেই সময় বোরকা হিজাব করতো৷ অনেকটা টিকটকার ঐশীর মতন...
06/11/2025

এই ছবিটা নিয়ে অনেক হাসাহাসি দেখলাম৷ এটা মেবি তনির প্রথম বিয়ের ছবি৷ তনি সেই সময় বোরকা হিজাব করতো৷ অনেকটা টিকটকার ঐশীর মতন৷ আলভিকে বিয়ে করে সে বলছে সবসময় পর্দা করবে এরপর আর সে বিয়ে টিকে নাই৷

গতকাল একজনের পোস্ট দেখলাম, তনির ও নাকি বোরকা পর্দা করতে ভালো লাগতো না৷ তাছাড়া আগের স্বামী নাকি তাকে
অ/ত্যা/চার করতে৷ সেজন্যে সে সেখানে ঘর করে নাই৷.....

আবার অনেকে ঠাট্টা করে বলতেছে গ্রামের জরিনা শহরে এসে হইছে জেরিন খান৷ বাট আমি আসলে এগুলো নিয়ে কিছু বলতে চাই না৷ যার যার বিষয় তার কাছে৷ তবে তনিরে আগের ছবিতে বেশি সুন্দর লাগে৷🙂

06/11/2025

সকালে হেঁটে হেঁটে ডে-ঙ্গু টেস্ট করতে গেছে..রাত ০৯ টায় বি-দা-য়..মানুষের জীবন কতটা অনিশ্চিত🙂

06/11/2025

২৭ বছরের সংসারের বি-চ্ছে-দ ঘটলো তাদের..কারণ টা কি শুনবেন..একটা ছেলে সন্তান হয় নাই বলে🙂

05/11/2025

কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়। তারা না ছেড়ে চলে গেছে।

Address

Feni

Telephone

+8801886072221

Website

Alerts

Be the first to know and let us send you an email when E M O N ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to E M O N ツ:

Share

Category