Md.Jobayer

Md.Jobayer সদা সর্বদা ন্যায়ের পথে ছিলাম আছি থাক?

22/10/2024

এই গাধাটা তখন বলেছিল কি আর এখন বলছে কি।

With Md Jobayer – I just got recognised as one of their top fans! 🎉
20/10/2024

With Md Jobayer – I just got recognised as one of their top fans! 🎉

মহিলা জামায়াতের শিক্ষা ব্যবস্থা নিয়ে গঠনমূলক কার্যক্রম। আমাদের কাছে Women empowerment এর কথা বলে বিশেষ কিছু কাজ সামনে এন...
01/10/2024

মহিলা জামায়াতের শিক্ষা ব্যবস্থা নিয়ে গঠনমূলক কার্যক্রম।
আমাদের কাছে Women empowerment এর কথা বলে বিশেষ কিছু কাজ সামনে এনে কূপমন্ডুক করা হয়েছে। অথচ মহিলারা সমাজগঠনে কিভাবে গঠনমূলক ভূমিকা রাখতে পারে তা নিয়ে জামায়াতের মহিলা বিভাগের এই কার্যক্রম চোখ খুলে দেওয়ার মত।

30/09/2024

হিল্লোল শিল্পী গোষ্টির পরিবেশনায় একটি সুন্দর নাশিদ।

11/04/2024
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান প্রশাসনের বর্তমান কর্মকর্তারা ২০২১ সালে রাজধানী কাবুলে প্রবেশ করেন। তখনই তাঁরা ঘোষণা করেন য...
03/03/2024

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান প্রশাসনের বর্তমান কর্মকর্তারা ২০২১ সালে রাজধানী কাবুলে প্রবেশ করেন। তখনই তাঁরা ঘোষণা করেন যে, প্রশাসনের দায়িত্ব নিয়ে তাঁরা দেশে ইসলামি শরিয়াহ্ ভিত্তিক একটি সরকার গঠন করবেন।

সেই ধারাবাহিকতায় দেশটির পূর্বকার পশ্চিমা সমর্থিত সরকারের তৈরিকৃত সংবিধানকে রহিত করে নতুন প্রশাসন। এরপর ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে থাকে ইসলামি শরিয়াহ্ ভিত্তিক বিভিন্ন আইন ও হদ। তবে প্রথমদিকে কিছু জটিলতার কারণে কিসাসের বিধানগুলো বাস্তবায়নে কিছুটা গোপনীয়তা বজায় রাখে ও সময়ক্ষেপণ করে নতুন প্রশাসন। কিন্তু এই অবস্থা বেশিদিন স্থায়ী হয় নি।

সম্প্রতি ইমারাতে ইসলামিয়া প্রশাসন দেশটির গজনী ও জাউজান প্রদেশে প্রকাশ্যে ৩ ব্যাক্তির উপর কিসাসের বিধান কার্যকর করেছেন। এমনিভাবে নানগারহার প্রদেশেও এক ব্যাক্তির উপর কিসাসের বিধান কার্যকর করার নির্দেশ জারি হয়, কিন্তু শেষ পর্যায়ে এসে নিহতের পরিবার খুনিকে ক্ষমা করে দেয়। এই দৃশ্যে পুরো মাঠ তাকবির ধ্বনিতে প্রকম্পিত করে তুলেন উপস্থিত জনগণ।
ইমারাতে ইসলামিয়া কর্তৃক প্রকাশ্যে এসকল বিধান কার্যকর করায় বেজায় নাখোশ পশ্চিমারা। সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকারের মুখপাত্র ম্যাথু মিলার এক বার্তায় ইমারাতে ইসলামিয়া প্রশান কর্তৃক এধরণের শরিয়াহ্ বিধান কার্যকর করার নিন্দা জানায়।

যুক্তরাষ্ট্রের এমন নিন্দা বার্তার তীব্র প্রতিক্রিয়া জানান ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ্ মুজাহিদ। তিনি বলেন, কিসাস একটি আইনি শাস্তি এবং রবের পক্ষ থেকে নির্ধারিত বিধান। তাই বিশ্বকে অবশ্যই ইসলামি মূল্যবোধ ও আইনকে সম্মান করতে হবে।
তিনি আরও বলেন, মানবাধিকারের প্রবক্তারা আফগানিস্তানে মানবাধিকার নিয়ে মায়াকান্না করছে। অথচ গাজায় শিশুরা অনাহারে মারা যাচ্ছে, তাদেরকে শহীদ করা হচ্ছে। গাজার বর্তমান পরিস্থিতি এসব সংস্থাগুলোর দাবির হকিকত প্রকাশ করে দিয়েছে। তাদের মুখে মানবতা, নারী ও শিশুদের অধিকারের শব্দগুলো হচ্ছে শোষণের স্লোগান।

02/03/2024

গাজা থেকে নিহত ও আহত অবস্থায় ফিরছে ইসরায়েলি সেনারা

29/02/2024

ভারতের ঝাড়খন্ডের জামতারায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা : নিহত ১২

গাজায় চলমান হা*ম@লার প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ই@স*রা #য়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আ*গ...
29/02/2024

গাজায় চলমান হা*ম@লার প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ই@স*রা #য়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আ*গুন ধরিয়ে দিয়েছেন মার্কিন বিমানবাহিনীর এক সক্রিয় সদস্য। মাটিতে লুটিয়ে পড়ার আগে সে চিৎকার করে বলেছে, আর গ@ণ*হ #ত্যার মতো অপরাধে অংশ নিতে চাই না।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় ২৫ ফেব্রুয়ারি, রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

ওয়াশিংটন ডিসির দমকল ও ইএমএস জানিয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা আগুন নিভিয়ে ফেলার পর ওই ব্যক্তিকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মেট্রোপলিটন পুলিশ বিভাগের মুখপাত্র জানিয়েছেন, তার অবস্থা আশংকাজনক।

নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, আত্মহুতির চেষ্টা করা সামরিক বাহিনীর পোশাক পরা এই সেনা ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা একটি ভিডিওতে বলেছে, “আমি আর গ@ণ*হ #ত্যার সঙ্গে জড়িত থাকব না।” এরপর সে নিজ শরীরে স্বচ্ছ একটি তরল পদার্থ ঢেলে দিয়ে আ*গুন ধরিয়ে দেয়, তারপর চিৎকার করে বলতে থাকে, ‘ফিলিস্তিন মুক্ত হোক’।

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when Md.Jobayer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Jobayer:

Share