13/10/2025
প্রতিদিনের মত নোটিফিকেশন দেখতে গিয়ে মনে পড়ল আজকে বাবার জন্মদিন। প্রোফাইলটি দেখেই চোখ ভিজে আসলো,,বাবার স্মরণেই তাই আজকে আমার লেখা...
~ যেদিন আমি ছোটো ছিলাম
যুবক ছিলেন বাবা
সেদিনটি আসবে ফিরে
যায় কি তা আর ভাবা।
বাবা ছাড়া জীবন আমার
দুঃখ মোড়া চাদর
এক জীবনে পাবো না আর
আমার বাবার আদর??
আল্লাহ আমার বাবাকে জান্নাত নসিব করুক
আমিন।