রূপকথা- 𝓡𝓾𝓹 𝓚𝓸𝓽𝓱𝓪

রূপকথা- 𝓡𝓾𝓹 𝓚𝓸𝓽𝓱𝓪 Love Myself

06/08/2025

বিকেলে একটু ঘুরোঘুরি💖✨

আজকে দুপুরের আয়োজন😋
06/08/2025

আজকে দুপুরের আয়োজন😋


06/08/2025

Good Afternoon 💕

05/08/2025

Good night 😴

ভোরের প্রথম রবির ও কিরণে উঠিল গোলাপ ফুটি তোমায় রাখিব চিরকাল মনে বলিয়া গোলাপ~পড়িল ধরায় টুটি 🥀
05/08/2025

ভোরের প্রথম রবির ও কিরণে
উঠিল গোলাপ ফুটি
তোমায় রাখিব চিরকাল মনে
বলিয়া গোলাপ~পড়িল
ধরায় টুটি 🥀

04/08/2025

তুমি উপন্যাসের নতুন চরিত্র
খুজতে ব্যস্ত
আর আমি পুরাতন বইয়ের
ছেড়া পাতায় অভ্যস্ত 😂😂

03/08/2025

তুমি
আমায়
ডেকেছিলে
ছুটির
নিমন্ত্রণে🌸
তুমি
যাওনি
তুমি
ছিলে
অনেক
দূরে 🍃
কিসের
অন্বেষণে
আমায়
পাওনি🥀

17/07/2025
11/07/2024

তোমাকে যে দিন প্রথম দেখি আমি
লাইব্রেরীর বারান্দায় -
তখন একটি হিম শীতল স্রোত
বয়ে গেছে আমার ভিতর দিয়ে।
তোমার চোখের দিকে তাকিয়ে -
আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম।
মুহুর্তের মধ্যে সব থেমে গেলো
অনেক সময় পর তুমি তাকালে
আমার দিকে---
কি গভীর সেই চাহনি
কি স্বচ্ছ সে দৃষ্টি!
মুহুর্তের মধ্যে কি যে হয়ে গেলো আমার
আমি আজও ভুলতে পারিনি।
তোমার তীব্র চাহনির সে বুলেট
আমার হৃদয় কে করেছে ক্ষত-বিক্ষত।
এরপর যত বারই তোমাকে দেখেছি
তোমার সামনে দিয়ে হেটে গিয়েছি
ততবারই আমার বুকের ভিতর
হৃদপিণ্ডটা টেনিস বলের মতো শুধু
শূন্যে ড্রপ খেয়েছে,
আর আমি অসহায়ের মতো
দু-হাত দিয়ে বুকটা চেপে ধরে রেখেছিলাম,,🥀

04/07/2024

এত নয় ভুল ?
নয় শুধু স্বপ্ন?
গভীর ভালোবাসায় তোমার করে
আমায় রাখ তুমি মগ্ন।
তাই যত ব্যবধান, তত ভালো
শুধু আমাদের দুজনার
থাক সকল কষ্ট
একান্ত করে হয়ে আমার। 🥀

আজ সকালে ফজরের নামাজের পর হাটতে বের হলাম।ফাঁকা রাস্তা, শীতল বাতাস,, আাহ!!!শরীর জুড়িয়ে গেল। হাটতে হাটতে পুরনো  অনেক কথা ম...
03/07/2024

আজ সকালে ফজরের নামাজের পর হাটতে বের হলাম।ফাঁকা রাস্তা, শীতল বাতাস,, আাহ!!!শরীর জুড়িয়ে গেল। হাটতে হাটতে পুরনো অনেক কথা মনে পড়ে গেল । কত স্মৃতি পিছনে ফেলে এসেছি।
আজকের সকালটা কি অন্য রকম?
হাটতে হাটতে চট্টগ্রাম কলেজের ভিতরে প্রবেশ করলাম। কি চমৎকার পরিবেশ!! চারপাশে নানা ফুলের বাহার। নাম না জানা অনেক গাছ।চুপচাপ বসে থাকার মাঝে একটা আনন্দ আছে। কর্মব্যস্ত জীবনে নিজেকে নিয়ে ভাবার সময় কোথায়। কিন্তু এখন মনে হচ্ছে কিছু সময় নিজের জন্য রাখা দরকার, নিজের সাথে কথা বলার জন্য। নিজেকে বোঝার জন্য। একটু সময়তো নিজেকে দিতেই হবে!

06/06/2024

ভোরের প্রথম রবির ও কিরনে
উঠিল গোলাপ ফুটি 🥀
তোমায় রাখিব চিরকাল মনে
বলিয়া গোলাপ পড়িল ধরায় টুটি ।।

~ সংগৃহীত

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when রূপকথা- 𝓡𝓾𝓹 𝓚𝓸𝓽𝓱𝓪 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share