
09/06/2025
সোনাগাজীতে রেনেসাঁ ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
মোঃ এম ছালাহ্ উদ্দিন >>
সোনাগাজীর রেনেসাঁ বৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে সোনাগাজী সমাজ উন্নয়ন সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ৯জুন সোমবার সকালে বক্তারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সোনাগাজী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আলাউদ্দিন এর সভাপতিত্বে রেনেসাঁ বৃত্তি ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মোস্তফা খোকন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী সমিতি ঢাকার সহসভাপতি নাজমুল করিম দুলাল।
বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী সমিতি ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সালাহ উদ্দিন শিমুল, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, ওসমানিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোরশেদ আলম সেলিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, বক্তারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম, শুভেচ্ছা বক্তব্য রাখেন রেনেসাঁ ফাউন্ডেশনের সদস্য সচিব নুরুল আলম, সোনাগাজী সমিতি ঢাকার শিক্ষা বিভাগের সম্পাদক ওমর ফারুক প্রমুখ।
১৩৮ জন মেধাবী কৃতি শিক্ষার্থীদেরকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য, উক্ত বৃত্তি পরীক্ষায় এক হাজার আট শত শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।