Rakib01

Rakib01 this page is for football, cricket news. so like, comment and share post. Always stay with us.
(20)

গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের নতুন চমক💥দলের সঙ্গে যুক্ত হলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি পরিবর্তন হিসেবে দলে...
06/07/2025

গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের নতুন চমক💥

দলের সঙ্গে যুক্ত হলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি পরিবর্তন হিসেবে দলে আসছেন কেশব মহারাজের জায়গায়। অভিজ্ঞতা ও অলরাউন্ড দক্ষতা দিয়ে দলের শক্তি আরও বাড়াবেন সাকিব। তাঁকে দলে স্বাগত জানিয়েছে ক্যাপিটালস! 💪✨

ক্রিকেটে ভেড়ার তাড়নায় এবার প্রচুর সিরিয়াস নাসির হোসেন, রুটিন মাফিক নিয়মিত করছেন অনুশীলন। বাইশ গজে ফেরার জন্য নিজেকে তৈরি...
06/07/2025

ক্রিকেটে ভেড়ার তাড়নায় এবার প্রচুর সিরিয়াস নাসির হোসেন, রুটিন মাফিক নিয়মিত করছেন অনুশীলন। বাইশ গজে ফেরার জন্য নিজেকে তৈরি করছেন এই অলরাউন্ডার...

দুর্দান্ত বোলিংয়ে ৫ উইকেট শিকার করে টাইগারদের জয়ের নায়ক তানভীর ইসলাম। তার হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার❤️
05/07/2025

দুর্দান্ত বোলিংয়ে ৫ উইকেট শিকার করে টাইগারদের জয়ের নায়ক তানভীর ইসলাম। তার হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার❤️

দীর্ঘদিন পর নিজেদের প্রিয় ওয়ানডে ফর্মেটে জয় পেল বাংলাদেশ, মিরাজের অধিনায়কত্বেও এটিই প্রথম জয় বাংলাদেশের। আর এই জয়ের ফলে ...
05/07/2025

দীর্ঘদিন পর নিজেদের প্রিয় ওয়ানডে ফর্মেটে জয় পেল বাংলাদেশ, মিরাজের অধিনায়কত্বেও এটিই প্রথম জয় বাংলাদেশের। আর এই জয়ের ফলে আইসিসি ওডিআই র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের। ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে টাইগাররা।

লিটন দাসের জায়গায় একাদশে সুযোগ পাওয়া শামীম পাটোয়ারী হয়তো ব্যাট হাতে বড় কোনো ইনিংস খেলতে পারেননি, তবে তার ২২ রানের ছোট্ট ...
05/07/2025

লিটন দাসের জায়গায় একাদশে সুযোগ পাওয়া শামীম পাটোয়ারী হয়তো ব্যাট হাতে বড় কোনো ইনিংস খেলতে পারেননি, তবে তার ২২ রানের ছোট্ট ইনিংসটাও ছিল পরিস্থিতি অনুযায়ী মূল্যবান। কিন্তু আসল কাজটা তিনি করেছেন বল হাতে। শামীমের বোলিং ফিগার হয়তো দেখলে কেউ বুঝবে না এর পেছনের প্রকৃত গুরুত্ব। আজ তিনি যে একমাত্র উইকেটটি শিকার করেছেন, সেটি লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কার — সেই আসালঙ্কা, যিনি আগের ম্যাচে বাংলাদেশের বোলারদের একপ্রকার ধসিয়ে দিয়ে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এবং ম্যাচ ছিনিয়ে নিয়েছিলেন।

আজ শামীম ৯ ওভারে দিয়েছেন মাত্র ২২ রান, একটি মেইডেন ওভারসহ নিয়েছেন ১ গুরুত্বপূর্ণ উইকেট, একের পর এক ডট আদায় করে লঙ্কান ব্যাটারদের চাপে রেখেছিলেন। দলের ষষ্ঠ বোলার হিসেবে তার অবদান আবারও প্রমাণ করে দিয়েছে, আধুনিক ক্রিকেটে একজন কার্যকর অলরাউন্ডারের গুরুত্ব কতটা অপরিসীম।

লিটন দাসের জায়গায় শামীমকে সুযোগ দেওয়ার যে সাহসী সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট নিয়েছে, সেটি নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। দলের ভারসাম্য রক্ষায় এই সিদ্ধান্ত যে কতটা কার্যকর ছিল, তা আজকের ম্যাচেই স্পষ্ট।

জাতীয় দলে ফিরতে যেনো মরিয়া হয়ে উঠেছিলেন নাঈম শেখ, নিজের চেষ্টারও কোনো কমতি রাখেননি। ৭ হাজার টাকায় মাঠ ভাড়া করে অনুশীলন ক...
04/07/2025

জাতীয় দলে ফিরতে যেনো মরিয়া হয়ে উঠেছিলেন নাঈম শেখ, নিজের চেষ্টারও কোনো কমতি রাখেননি। ৭ হাজার টাকায় মাঠ ভাড়া করে অনুশীলন করেছিলেন, বিপিএল, ডিপিএল, এনসিএল টি-টোয়েন্টি সব জায়গাতেই নজড় কেড়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেয়েছেন তবে খেলার এখনো হয়নি তাতে কি বসে নেই এই ওপেনার। শ্রীলঙ্কাতেও করলেন আলাদা অনুশীলন। আর এরই মাঝে টি-টোয়েন্টি দলেও এসেছে ডাক।

অনুশীলনে নেই লিটন, গ্লাভস হাতে জাকের — কী ইঙ্গিত দিচ্ছে টিম ম্যানেজমেন্ট?প্রথম ম্যাচে ডাক মেরে দ্বিতীয় ওয়ানডেতে লিটন দাস...
04/07/2025

অনুশীলনে নেই লিটন, গ্লাভস হাতে জাকের — কী ইঙ্গিত দিচ্ছে টিম ম্যানেজমেন্ট?

প্রথম ম্যাচে ডাক মেরে দ্বিতীয় ওয়ানডেতে লিটন দাসের জায়গা নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার সকালে দলের অনুশীলনে দেখা যায়নি লিটন দাসকে। অন্যদিকে, গ্লাভস হাতে উইকেট কিপিং অনুশীলন করেছেন জাকের আলী অনিক। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে — তবে কি একাদশ থেকে ছিটকে যাচ্ছেন লিটন? নাকি ফর্মে ফেরাতে তাকে কিপিংয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে শুধু ব্যাটার হিসেবে খেলানোর পরিকল্পনা?

জানা গেছে, যদিও দলের বাকি সবাই অনুশীলনে ঘাম ঝরিয়েছেন, লিটনকে এদিন বিশ্রাম দেওয়া হয়েছে। গতকাল পুরো দলই বিশ্রামে থাকলেও আজকের সেশন ছিল গুরুত্বপূর্ণ।

মানসিক চাপ কমাতে কি লিটনকে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিশ্রামের সিদ্ধান্ত, নাকি সাময়িক বিশ্রামের আড়ালে লিটনের জায়গা হারানোর শঙ্কা? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপাড়ায়। দ্বিতীয় ওয়ানডের আগে লিটনের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার মেঘ। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।

হেডিংলিতে ভারতের ৪৭১ ছিল ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ, যেখানে তিনজন ব্যাটার শতক করেছিলেন। এবার ইংল্যান্ডের ৪০৭ রান হলো...
04/07/2025

হেডিংলিতে ভারতের ৪৭১ ছিল ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ, যেখানে তিনজন ব্যাটার শতক করেছিলেন। এবার ইংল্যান্ডের ৪০৭ রান হলো সর্বনিম্ন দলীয় সংগ্রহ, যেখানে দুই ব্যাটারের ১৫০+ রান আছে।

শুধু তাই নয়, ৪০৭ রানের এই ইনিংসে ছিল ৩০৩ রানের বিশাল এক পার্টনারশিপ, যা টেস্ট ইতিহাসে কোনো দলের সর্বনিম্ন অলআউট সংগ্রহ, যেখানে ৩০০-প্লাস জুটি ছিল।

এছাড়া, ইংল্যান্ডের ইনিংসে ছয়টি ডাক — টেস্ট ইতিহাসে তাদের কোনো ইনিংসে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ছিল পাঁচটি করে ডাক, যা ঘটেছিল চারবার।

অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই টস হারলো মিরাজ, টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, পারভেজ ইমন ও তানভীরের ওয়ানডে অভিষেক...
02/07/2025

অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই টস হারলো মিরাজ, টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, পারভেজ ইমন ও তানভীরের ওয়ানডে অভিষেক।

আসন্ন গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের সঙ্গে সরাসরি থাকছেন না অভিজ্ঞ কোচ মিকি আর্থার। তবে পুরোপুরি বিচ্ছিন্ন হচ্ছেন ন...
29/06/2025

আসন্ন গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের সঙ্গে সরাসরি থাকছেন না অভিজ্ঞ কোচ মিকি আর্থার। তবে পুরোপুরি বিচ্ছিন্ন হচ্ছেন না তিনি — ইংল্যান্ড থেকে দলের কার্যক্রম তদারকি করবেন এই প্রখ্যাত কোচ। আর্থারের সুপারিশে এবার রংপুর রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন গ্রেগ স্মিথ। সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার স্মিথ ইংল্যান্ডের Derbyshire এবং Essex ক্লাবে খেলেছেন। এরপর Penzance Cricket Club ও Wales National County-তে কোচ হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেছেন।

বর্তমানে Northamptonshire County Cricket Club-এর ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করা এই দক্ষ কোচ এবার রংপুর রাইডার্সের প্রধান কোচের দায়িত্বে পালন করবেন গ্লোবাল সুপার লিগে। দূর থেকে কৌশলগত পরামর্শ ও পরিকল্পনায় সহায়তা করবেন মিকি আর্থার। আর গ্রেগ স্মিথের সাথে সহকারী কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আশরাফুল।

নুরুল হাসান সোহান জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে কোনো অভিযোগ করতে চান না। তিনি ভাগ্য ও আল্লাহর উপর ভরসা রাখেন এবং কাউকে অ...
29/06/2025

নুরুল হাসান সোহান জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে কোনো অভিযোগ করতে চান না। তিনি ভাগ্য ও আল্লাহর উপর ভরসা রাখেন এবং কাউকে অসম্মান না করে নিজের কাজের প্রতি মনোযোগী থাকতে চান।

ব্যাটিংয়ে বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল, তাকে বোলিং করলেন নাসির হোসেন। উইকেট কিপারের দায়িত্বে সৈয়দ আবিদ হুসাইন সামি।
28/06/2025

ব্যাটিংয়ে বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল, তাকে বোলিং করলেন নাসির হোসেন। উইকেট কিপারের দায়িত্বে সৈয়দ আবিদ হুসাইন সামি।

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when Rakib01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rakib01:

Share