05/07/2025
লিটন দাসের জায়গায় একাদশে সুযোগ পাওয়া শামীম পাটোয়ারী হয়তো ব্যাট হাতে বড় কোনো ইনিংস খেলতে পারেননি, তবে তার ২২ রানের ছোট্ট ইনিংসটাও ছিল পরিস্থিতি অনুযায়ী মূল্যবান। কিন্তু আসল কাজটা তিনি করেছেন বল হাতে। শামীমের বোলিং ফিগার হয়তো দেখলে কেউ বুঝবে না এর পেছনের প্রকৃত গুরুত্ব। আজ তিনি যে একমাত্র উইকেটটি শিকার করেছেন, সেটি লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কার — সেই আসালঙ্কা, যিনি আগের ম্যাচে বাংলাদেশের বোলারদের একপ্রকার ধসিয়ে দিয়ে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এবং ম্যাচ ছিনিয়ে নিয়েছিলেন।
আজ শামীম ৯ ওভারে দিয়েছেন মাত্র ২২ রান, একটি মেইডেন ওভারসহ নিয়েছেন ১ গুরুত্বপূর্ণ উইকেট, একের পর এক ডট আদায় করে লঙ্কান ব্যাটারদের চাপে রেখেছিলেন। দলের ষষ্ঠ বোলার হিসেবে তার অবদান আবারও প্রমাণ করে দিয়েছে, আধুনিক ক্রিকেটে একজন কার্যকর অলরাউন্ডারের গুরুত্ব কতটা অপরিসীম।
লিটন দাসের জায়গায় শামীমকে সুযোগ দেওয়ার যে সাহসী সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট নিয়েছে, সেটি নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। দলের ভারসাম্য রক্ষায় এই সিদ্ধান্ত যে কতটা কার্যকর ছিল, তা আজকের ম্যাচেই স্পষ্ট।