
04/09/2025
🎯 রিটার্গেটিং কেন ডিজিটাল মার্কেটিংয়ের জন্য গেম-চেঞ্জার
কখনো খেয়াল করেছেন, আপনি একটা ওয়েবসাইট একবার ভিজিট করলেন, আর তারপর থেকেই সেই ওয়েবসাইটের ads বারবার আপনার সামনে আসছে? সেটাই হলো রিটার্গেটিং – আর এটা ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে শক্তিশালী স্ট্র্যাটেজির একটি।
👉 রিটার্গেটিং কী?
যারা আগে থেকেই আপনার ব্র্যান্ডের সাথে যুক্ত হয়েছে – যেমন ওয়েবসাইট ভিজিট করেছে, ভিডিও দেখেছে, বা সোশ্যাল মিডিয়ায় এনগেজ করেছে – তাদেরকে আবার ads দেখানো।
👉 কেন এটা গুরুত্বপূর্ণ?
1️⃣ Warmer Audience – তারা আগেই আপনার ব্র্যান্ড চেনে
2️⃣ Higher Conversion Rate – রিটার্গেটেড অ্যাডস ২–৩ গুণ বেশি কনভার্ট করে
3️⃣ Budget Friendly – শুধু সেইসব মানুষের পেছনে খরচ হয় যারা কেনার সম্ভাবনা বেশি
4️⃣ Builds Trust – বারবার দেখা দিলে ব্র্যান্ড মনে গেঁথে যায়
💡 Bottom line: Cold Audience হয়তো স্ক্রল করে চলে যাবে। কিন্তু Warm Audience (Retargeting এর মাধ্যমে)– তারাই আসল ক্রেতা।
#ডিজিটালমার্কেটিং #রিটার্গেটিং #ফেসবুকঅ্যাডস #ব্র্যান্ডগ্রোথ #লিডজেনারেশন #কনভারশনরেট