রাধা রাণী দাসী

রাধা রাণী দাসী যার মাধ্যমে আমরা কৃষ্ণভক্তিতে অনুপ্রাণিত হবো,আমাদের উচিত তার সান্নিধ্য করা.💝

রথযাত্রা 🌺👏 #সনাতন
03/07/2024

রথযাত্রা 🌺👏

#সনাতন

একবার কৃষ্ণ নামে যত পাপ হরে।              পাপীর সাধ্য নাই তত পাপ করে ॥একবার মাত্র শুদ্ধভাবে হরিনাম করলে যত পাপ হরণ হয়, ...
28/06/2024

একবার কৃষ্ণ নামে যত পাপ হরে।
পাপীর সাধ্য নাই তত পাপ করে ॥
একবার মাত্র শুদ্ধভাবে হরিনাম করলে যত পাপ হরণ হয়, তত পাপ করার সাধ্য কোন পাপীর নেই।

সর্বধর্মান্ পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ।
অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ॥
#অনুবাদঃ- সর্ব প্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ॥

হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম্ ।
কলৌ নাস্ত্যেব নাস্ত্যেব নাস্ত্যেব গতিরন্যথা ॥
#অনুবাদঃ- এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর অন্য কোন গতি নেই, আর অন্য কোন গতি নেই, আর অন্য কোন গতি নেই।

️ জয় শ্রীকৃষ্ণ।🙏

* হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগতপতে            গোপেশ ,গোপিকাকান্ত ,রাধাকান্ত নমঃস্তুতে।* হে কৃষ্ণ !! তুমি করুণার  সিন...
26/06/2024

* হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগতপতে
গোপেশ ,গোপিকাকান্ত ,রাধাকান্ত নমঃস্তুতে।*

হে কৃষ্ণ !! তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু।। তুমি সমস্ত জগতের পিতা।। তুমি গোপিকাদের ঈশ্বর, তুমি রাধারানীর প্রেমাস্পদ।। তোমাকেই সশ্রদ্ধ প্রনাম নিবেদন করছি।।

যেখানে জন্ম আছে, সেখানে মৃত্যু ও আছে। মৃত্যুকে যদি রোধ করা যায়, তবে জন্মও থাকবে না। আর জন্ম না থাকলে রোগ থাকবে না, জরাও থাকবে না। এটিই প্রক্রিয়া। মৃত্যুকে জয় করা মানে এই নয় যে, এ জীবনে মৃত্যু হবে না, বরং আত্মা আর কোনো জড় দেহ ধারণ করবে না।

যদি কোন জড় দেহ না থাকে, তবে মৃত্যু হবে না। জড় দেহ পাঁচটি স্থূল উপাদান দিয়ে তৈরি, যা কালক্রমে ক্ষয়প্রাপ্ত হয়। এ কারনেই এ দেহটির জন্মও মৃত্যু হয়ে থাকে। যদি কেউ শ্রী কৃষ্ণপ্রেমভক্তি তে তন্ময় হয়ে এ জড়জগৎ থেকে মুক্তি লাভকরে চিজ্জগতে উন্নীত হয়, তবে সেখানে গিয়ে সে চিন্ময় শরীর লাভ করে। চিন্ময় জগৎ যেহেতু কাল দ্বারা নিয়ন্ত্রিত নয় এবং দেহটি যেহেতু জড় উপাদান দিয়ে তৈরি নয়, তাই সেখানে মৃত্যুর কোনো প্রশ্নই আসে না। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন, নিত্য লীলাধামে গেলে কাউকে প্রত্যাবর্তন করতে হয় না।

#সনাতন

🌿🌺তুলসী প্রণাম মন্ত্র - ওঁ বৃন্দায়ৈ তুলসী দেবৈ প্রিয়ায়ৈ কেশবস্য চবিষ্ণুভক্তি প্রদে দেবীঃ সত্যবত্যৈ নমো নমঃ🌿🌺তুলসী গাছে জ...
30/11/2023

🌿🌺তুলসী প্রণাম মন্ত্র -
ওঁ বৃন্দায়ৈ তুলসী দেবৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ
বিষ্ণুভক্তি প্রদে দেবীঃ সত্যবত্যৈ নমো নমঃ

🌿🌺তুলসী গাছে জল ঢালার জলদান মন্ত্র
(ওঁ) গোবিন্দবল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিনীম ।
স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণভক্তি প্রদায়িনীম

🌿🌺তুলসী প্রদক্ষিণ মন্ত্র তুলসী পরিক্রমা মন্ত্র
যানি কানি চ পাপানি ব্রম্ভাহত্যাদিকানি চ ।
তানি তানি প্রনশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে

🌿🌺তুলসী চয়ন মন্ত্র বা তুলসী পাতা তোলার মন্ত্র -
ওঁ তুলস্যমৃতজন্মাসি সদা ত্বং কেশবপ্রিয়া
কেশবার্থে চিনোমি ত্বাং বরদা ভব শোভনে

🌿🌺তুলসী ক্ষমা প্রার্থনা মন্ত্র -
চয়নোদ্ভবদুঃখং চ যদ হৃদি তব বরততে
তৎ ক্ষমস্ব জগন্মাতঃ বৃন্দাদেবী নমাস্তুতে

🌿🌺🌼"""তুলসী মহারাণী কি জয়"""🌼🌺🌿


🦚🌼"শ্রীশ্রীদামোদরাষ্টকম্"🌼🦚 🌺🙏
12/11/2023

🦚🌼"শ্রীশ্রীদামোদরাষ্টকম্"🌼🦚

🌺🙏

জয় মা 🌺🙏 🙏
09/11/2023

জয় মা 🌺🙏

🙏

বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর 🥰💚রাখের উপবাস-২০২২ || বারদী আশ্রম ✨   #লোকনাথ
09/11/2023

বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর 🥰💚
রাখের উপবাস-২০২২ || বারদী আশ্রম ✨


#লোকনাথ

🌿🌺 #শুভ_কোজাগরী🌺🌿কোজাগরী শব্দটির উৎপত্তি ‘কো জাগতী’ থেকে। এর আক্ষরিক অর্থ ‘কে জেগে আছো?’ কথিত আছে, কোজাগরী লক্ষ্মীপূজোর ...
27/10/2023

🌿🌺 #শুভ_কোজাগরী🌺🌿
কোজাগরী শব্দটির উৎপত্তি ‘কো জাগতী’ থেকে। এর আক্ষরিক অর্থ ‘কে জেগে আছো?’ কথিত আছে, কোজাগরী লক্ষ্মীপূজোর দিনে ধন-সম্পদের দেবী লক্ষ্মী স্বর্গ থেকে মর্ত্যে অবতরণ করেন এবং বাড়ি বাড়ি গিয়ে সকলকে আশীর্বাদ দেন। কিন্তু যার বাড়ির দরজা বন্ধ থাকে, তাঁর বাড়িতে লক্ষ্মী প্রবেশ করেন না ও সেখান থেকে ফিরে চলে যান। তাই লক্ষ্মী পূজোর রাতে জেগে থাকার রীতি প্রচলিত আছে। সারারাত জেগে লক্ষ্মী আরাধনাই এই পূজোর বিশেষত্ব🌺🌿

🌿মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হোক সবার উপর,
মায়ের কৃপায় আনন্দময় হয়ে উঠুক সবার জীবন 🌿
_______________🌾🌺👣🌺🌾________________

🌺🙏

ধর্মস্থাপন -                          যদা যদা হি ধর্মস্য,                         গ্লানির্ভবতি ভারত।।                   ...
26/10/2023

ধর্মস্থাপন -
যদা যদা হি ধর্মস্য,
গ্লানির্ভবতি ভারত।।
অভ্যুত্থানমধর্মস্য,
তদাত্মানং সৃজাম্যহম্।।
পরিত্রাণায় সাধুনাং,
বিনাশয় চ দুষ্কৃতাং।।
ধর্মসংস্থাপনার্থায়,
সম্ভবামি যুগে যুগে।।

অনুবাদঃ-
যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান ঘটে তখনই পাপীদের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের বিনাশ করে ধর্মসংস্থাপন করার জন্য আমি ( স্বীয় পরমাত্মাকে মায়া দ্বারা সৃজন করি ) যুগে যুগে অবতীর্ণ হই ।।

যাকে দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে
মন্দিরে যান, তীর্থে যান, একবার কি নিজের মনে খুঁজে দেখেছেন তাকে ?

দুচোখ বন্ধ করে আগে নিজের মনের মন্দিরে তাদের যুগল প্রতিস্থাপিত করুন, তারপর প্রাণ ভরে কৃষ্ণ নাম জপ করুন।

নিজের মনে কৃষ্ণ প্রেম জাগ্রত করুন, দেখবেন ভগবান মন্দিরেও যতোটা সুন্দর আপনার মনেও ততোটাই সুন্দর।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।।

জয় শ্রী রাধা মাধব🙏...

🌺🙏

রাধে রাধে 💖🙏
25/10/2023

রাধে রাধে 💖🙏

24/10/2023

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when রাধা রাণী দাসী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share