Sultana Sume

Sultana Sume U don't hafta be great to start.... But u hafta start to be great Myself Sultana Parveen. l am a freelancer.

❤যার আছে রং, নাই তার সুবাস আর 🤍যার নাই রং, আছে সুবাস। সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য ভরা ধরণীর সবাইকে শুভ সকাল☕
05/06/2024

❤যার আছে রং, নাই তার সুবাস আর 🤍যার নাই রং, আছে সুবাস। সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য ভরা ধরণীর সবাইকে
শুভ সকাল☕

💗💗💗💗
12/04/2024

💗💗💗💗

☀☀চৈত্রের খঢ়তায় রোজাদার দের জন্য আল্লাহর অশেষ রহমত 🌧🌧🌧
24/03/2024

☀☀চৈত্রের খঢ়তায় রোজাদার দের জন্য আল্লাহর অশেষ রহমত 🌧🌧🌧

21/03/2024
মৃ'ত্যুর পর গায়ে থুতু দেয়ার জন্য তাঁর ম'রদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল 🥲বলছি ধীরেন্দ্রনাথ দত্তের কথা ❤️যদি জিজ্ঞেস করি কে ...
25/02/2024

মৃ'ত্যুর পর গায়ে থুতু দেয়ার জন্য তাঁর ম'রদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল 🥲

বলছি ধীরেন্দ্রনাথ দত্তের কথা ❤️

যদি জিজ্ঞেস করি কে সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার প্রস্তাব রাখেন?

সেই ইতিহাস আমরা অনকেই মনে রাখি নি। ইতিহাসে যিনি আড়ালেই থেকে গেলেন। আসুন একটু জেনে নিই-

পাকিস্তান স্বাধীন হয় ১৯৪৭ খ্রীষ্টাব্দের ১৪ই আগস্ট। মাত্র ছয় মাসের মাথায় করাচিতে ২৩শে ফেব্রুয়ারি ১৯৪৮ খ্রীষ্টাব্দে ন্যাশনাল অ্যাসেম্বলিতে যিনি স্পষ্ট ভাষায় দাবি তুলেন - “বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক”, সেই মানুষটির নাম ‘ধীরেন্দ্রনাথ দত্ত’।

ধীরেন্দ্রনাথ দত্তই সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলে ছিলেন। ধীরেন্দ্রনাথ দত্তের সেই দাবি পাকিস্তান পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়। তারপরই ভাষা আন্দোলনের সূচনা ঘটে।

ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, ‘‘পূর্ব পাকিস্তানের ৬ কোটি ৯০ লাখ মানুষের মধ্যে ৪ কোটি ৪০ লাখ মানুষ বাংলায় কথা বলে, তাই আমার বিবেচনায় বাংলা হওয়া উচিত রাষ্ট্রভাষা।’’ তার এই বক্তব্যকে জিন্নাহর ‘‘উর্দু হবে রাষ্ট্রভাষা’’ ঘোষণার প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ বলা যায়। সুতরাং তাঁকে ‘ভাষা আন্দোলনের জনক’ বললেও অত্যুক্তি হবে না।

আজ আমরা উনাকে মনে রাখি না। অথচ পাকিস্তানের শাসকেরা তাঁকে মনে রেখেছিল!
ধীরেন্দ্রনাথ দত্তকে ১৯৭১ খ্রীষ্টাব্দের ২৯শে মার্চ পাক-আর্মিরা ধরে নিয়ে ময়নামতি ক্যান্টনমেন্টে নিষ্ঠুরভাবে হ'ত্যা করে। ৮৪ বছর বয়সী মানুষটিকে হাত-পা ভে'ঙ্গে প'ঙ্গু এবং দুই চোখে কলম ঢুকিয়ে অন্ধ করে দেওয়া হয়েছিল। মৃ'ত্যুর পর গায়ে থুতু দেয়ার জন্য তাঁর ম'রদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল।

হুতত্ত্বা ধীরেন্দ্রনাথ দত্ত সহ সকল শহীদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। copy

ফলো দিয়ে রাখে আমার আইডিটা প্লিজ

🌿প্রকৃতি হচ্ছে আসল শিক্ষক🌿
25/02/2024

🌿প্রকৃতি হচ্ছে আসল শিক্ষক🌿

প্রতিটি সময় তোমরা ভালো থাকো🤲🤲
24/02/2024

প্রতিটি সময় তোমরা ভালো থাকো🤲🤲

06/02/2024

🧡💛🧡শুভ জন্মদিন🎂🎁🎉🧡💛🧡

এগুলো ঘাস নাকি শাক🤔🤨
04/02/2024

এগুলো ঘাস নাকি শাক🤔🤨

আবার আসিব ফিরে– জীবনানন্দ দাশআবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে — এই বাংলায়হয়তো মানুষ নয় — হয়তো বা শঙ্খচিল শালিকের বেশ...
28/01/2024

আবার আসিব ফিরে
– জীবনানন্দ দাশ
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে — এই বাংলায়
হয়তো মানুষ নয় — হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে;
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাঁল-ছায়ায়;
হয়তো বা হাঁস হবো — কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়,
সারাদিন কেটে যাবে কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়;

হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেচাঁ ডাকিতেছে শিমুলের ডালে;
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে;
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে
ডিঙা বায়; — রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে।

Our lovely son. Pray for him
16/01/2024

Our lovely son. Pray for him

Address

Mohipal, Chattogram
Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sultana Sume posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share