News Feni

News Feni my life

23/10/2025
20/10/2025

অল্প বৃষ্টিতে সুগন্ধা পয়েন্ট কক্সবাজার

আপসোস
18/10/2025

আপসোস

17/10/2025

আপনি বাঙালি মুসলমানরে শুয়োর খাওয়াতে পারবেন না। জীবন দিয়ে দিবে কিন্তু খেতে রাজী হবে না, এরকম অবস্থা। একই মুসলিমরা দেখবেন অনায়াসে ঘুষ খাচ্ছে, মানুশকে ঠকাচ্ছে। অথচা দু'টোই হারাম। কোনটা বড় হারাম? যেটায় শুধুমাত্র তার নিজের স্বাস্থ্যের ক্ষতি করে নাকি যেটা সমাজের অসংখ্য মানুশের ক্ষতি করে?

শুয়োর খাওয়া নিয়া যে ট্যাবু তৈরি হয়েছে, ঘুষ খাওয়া নিয়ে তা হয়নি কেন? ভাবতে থাকেন! এখানকার মুসলিমদের সমস্যার মূলে পৌঁছাতে পারবেন।

Courtesy : Trivuz Alam

12/10/2025

বাংলাদেশ থেকে ক্রিকেট নিষিদ্ধ করা উচিত

12/10/2025

জাম্বুরা (Pomelo), যা অনেক এলাকায় বড় লেবু বা ছোলমা নামেও পরিচিত, একটি পুষ্টিকর ও উপকারী ফল। এটি ভিটামিন, খনিজ, এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। নিচে জাম্বুরার কিছু উপকারিতা উল্লেখ করা হলো:

---

🍊 জাম্বুরার উপকারিতা

১. ভিটামিন C-এর চমৎকার উৎস

জাম্বুরায় প্রচুর পরিমাণে ভিটামিন C থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

ঠান্ডা-কাশি ও ইনফেকশনের বিরুদ্ধে লড়তে সাহায্য করে।

২. অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর

জাম্বুরা ফ্রি র‍্যাডিক্যাল দূর করে।

বার্ধক্য রোধ ও ক্যান্সার প্রতিরোধে সহায়ক।

৩. হজমে সহায়ক

এতে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।

৪. ওজন কমাতে সহায়ক

ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি থাকায় দীর্ঘ সময় পেট ভরা থাকে।

এটি অতিরিক্ত খাওয়া কমায়।

৫. রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে

পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় জাম্বুরা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

৬. চর্মের জন্য উপকারী

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

ভিটামিন C ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায়।

৭. হৃদরোগের ঝুঁকি কমায়

জাম্বুরা কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদপিণ্ডকে সুস্থ রাখে।

---

⚠️ সতর্কতা

কিছু ওষুধের (যেমন: ব্লাড প্রেসার বা কোলেস্টেরল কমানোর ওষুধ) সাথে জাম্বুরা খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তাই নিয়মিত ওষুধ সেবনের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন।

12/10/2025
11/10/2025

চট্টগ্রাম থেকে ভাটিয়ারী পর্যন্ত আপাতত ৬ লেন করে মানুষের দূর্গতি লাগব করুন, চট্টগ্রাম টু ফেনী আসতে ৪ ঘন্টা সময় লাগে। মানুষের সময়ের কোন দাম নেই।

11/10/2025

আজকের জুমার পর

09/10/2025

বাজারে মেয়াদ উত্তির্ন খেজুরে সয়লাব

এবার রাজাঝী দিঘি উদ্ধার অভিযান করা হউক
09/10/2025

এবার রাজাঝী দিঘি উদ্ধার অভিযান করা হউক

09/10/2025

ফেনী পৌরসভা প্রতিটি ওয়ার্ডে একটি করে বাজার তৈরি করা উচিত

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Feni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share