Hidayat-হিদায়েত

Hidayat-হিদায়েত সফল তো সে-যে মহান রবের হিদায়েত পেয়েছে।�
(235)

মা! 💔
23/07/2025

মা! 💔

আল- জা*জিরা সাংবাদিক আনাস শরীফ:  গত ২১ মাস ধরে আমি এক মুহূর্তের জন্যও সংবাদ কাভারেজ বন্ধ করিনি।  আর আজ আমি অকপটে বলছি......
23/07/2025

আল- জা*জিরা সাংবাদিক আনাস শরীফ:
গত ২১ মাস ধরে আমি এক মুহূর্তের জন্যও সংবাদ কাভারেজ বন্ধ করিনি।
আর আজ আমি অকপটে বলছি... এমন এক বে'দ'নায় যা ভাষায় প্রকাশ করা যায় না...
আমি ক্ষুধায় কাঁপছি, ক্লান্তিতে দুলছি, আর প্রতিটি মুহূর্তে আমাকে ঘিরে ধরছে অ'জ্ঞান হয়ে পড়ার ভ'য়।

আমরা ক্যামেরার সামনে দৃঢ় থাকার অভিনয় করি, কিন্তু বাস্তবে আমরা ভেতর থেকে ভেঙে পড়ছি।
গা'*জা ম*'র'ছে... আর আমরা তার সাথেই ম'র'ছি।
আর যদি বিশ্ব আজ না জাগে,
তাহলে কাল আর কেউ বেঁচে থাকবে না যাকে রক্ষা করা যাবে।

এই মৃ*'ত্যু থামাতে হবে।
এই অব'*রোধ ভাঙতে হবে।
আর এই যু*'\দ্ধে'র অবসান ঘটাতে হবে।

‎আপনাকে একটা প্রশ্ন করি—‎যদি কেউ আপনার ঘরে ঢুকে, আপনার সন্তানকে শেখায় :‎তুমি ছেলে না মেয়ে, তা তোমার সিদ্ধান্ত!‎হিজাব ভুল...
23/07/2025

‎আপনাকে একটা প্রশ্ন করি—
‎যদি কেউ আপনার ঘরে ঢুকে, আপনার সন্তানকে শেখায় :
‎তুমি ছেলে না মেয়ে, তা তোমার সিদ্ধান্ত!
‎হিজাব ভুল, বিয়ে ছাড়া সম্পর্ক স্বাভাবিক!
‎তাহলে আপনি কি চুপ করে থাকবেন?

‎আজ বাংলাদেশে ঠিক সেই আয়োজন শুরু হচ্ছে—জাতিসংঘের তথাকথিত মানবাধিকার মিশনের নামে।

‎তারা বলবে—
‎ইসলামী উত্তরাধিকার আইন ‘অন্যায়’।
‎নারীর হিজাব ‘লিঙ্গ বৈষম্য’।
‎তালাক ও একাধিক বিবাহ ‘নারী অধিকার লঙ্ঘন’।
‎আলেমদের বক্তব্য ‘হেট স্পিচ’।
‎মাদরাসা শিক্ষা মানেই ‘র‍্যাডিকালাইজেশন’।
‎স*ম*কা*মিতা, পতি*তা*বৃত্তি, এল*জি*বিটি—সবই 'মানবাধিকার'।

‎আপনি বলবেন—এগুলো তো ইসলামবিরোধী!
‎তারা বলবে—আপনি ‘ইনটলারেন্ট’, অসহিষ্ণু, রক্ষণশীল!

‎তারপর আন্তর্জাতিক মিডিয়ায় রিপোর্ট ছাপাবে। ভিডিও বানাবে। বাংলাদেশকে ঘিরে ফেলবে চাপ ও নিষেধাজ্ঞার চক্রে।

‎তারা শুধু ধর্ম নয়—রাষ্ট্রকেও নিয়ন্ত্রণ করতে চাইবে:
‎বিচারব্যবস্থা, নির্বাচন, সেনাবাহিনী, শিক্ষা, গণমাধ্যম—সব কিছুর ওপর ‘মানবাধিকারের’ নামে নজরদারি চাপানো হবে।

‎তারা আমাদের ধর্মকে প্রশ্ন করবে, সংস্কৃতিকে অপমান করবে, রাষ্ট্রকে দুর্বল করে দেবে।‌ আর বলবে, 'এটাই উন্নত বিশ্বের মানবাধিকার'।

‎এমনকি দেশের ভাবমূর্তি নষ্ট করে, বাণিজ্যে বাধা দিয়ে, অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হতে পারে।

‎বন্ধুরা, এই দেশে অনেক অন্যায় আছে—কিন্তু অন্যায় বন্ধ করার নামে যদি দেশের মানুষের ঈমান ও দেশের সার্বভৌমত্বের কবর খোঁড়া হয়, তাহলে সেটা অন্যায় নয়, সেটা চক্রান্ত।

‎আমরা অন্যায়ের বিরুদ্ধে, আমরা মানবতার পক্ষে। কিন্তু ঈমান ও স্বাধীনতা বিসর্জন দিয়ে নয়।

‎জেগে উঠুন। কথা বলুন। এটা শুধু মানবাধিকার ইস্যু নয়—এটা ইসলামের অস্তিত্ব এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন।

‎এই মুহূর্তে চুপ থাকলে—শুধু ইসলাম নয়, বাংলাদেশের ভবিষ্যৎও ধ্বংস হবে।

‎- শাইখ উমায়ের কোব্বাদী হাফি.

ডিপ মেসেজ!
23/07/2025

ডিপ মেসেজ!

একজন বীরঙ্গনা শিক্ষিকা, শিক্ষিকা মেহরীন!
23/07/2025

একজন বীরঙ্গনা শিক্ষিকা, শিক্ষিকা মেহরীন!

23/07/2025

ক্ষুধার্ত গাযা!
সহ্য করার মতো না!!

23/07/2025

What a pathetic world! 💔💔
এই আনন্দ আপনি কীভাবে সংজ্ঞায়িত করবেন?

কাশ্মী_রের শ্রীন_গরে  মুসলিম নারী তাঁর সন্তানদের জন্য বোরকা পরে বি_ক্রয় করছেন- মাহরাম যদি না থাকে, তাহলে নারীরা শরিয়াতের...
23/07/2025

কাশ্মী_রের শ্রীন_গরে মুসলিম নারী তাঁর সন্তানদের জন্য বোরকা পরে বি_ক্রয় করছেন- মাহরাম যদি না থাকে, তাহলে নারীরা শরিয়াতের সীমানার ভিতর থেকে উপার্জন করবেন। মাহরাম থাকলে তাদের বাড়ির বাহিরে গিয়ে উপার্জন করার দায়িত্ব শরিয়াহ তাদেরকে দেয়নি।

সকাল সকাল সাজুগুজু করে বাসে উঠে পুরুষের ধাক্কা খেয়ে কর্পোরেট অফিসের মনযোগানো হা_রাম ও কবিরা গোনাহ। যেসব নারীরা এই কাজ করেন তাদের অভিভাবক পুরুষরা দাইয়ুস।

দাইয়ুস বলা হয় এমন ব্যক্তিকে যে নিজের পরিবারের নারীদের চরিত্রহীনতা, ব্যভি* চারে বাঁধা দেয় না। আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

ثَلَاثَةٌ قَدْ حَرّمَ اللهُ عَلَيْهِمُ الْجَنّةَ: مُدْمِنُ الْخَمْرِ، وَالْعَاقّ، وَالدَّيُّوثُ، الّذِي يُقِرّ فِي أَهْلِهِ الْخَبَثَ.

তিন ব্যক্তির ওপর আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন। মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি, বাবা-মায়ের অবাধ্য সন্তান এবং দাইয়ুস অর্থাৎ এমন ব্যক্তি যে তার পরিবারের নারীদের পাপাচার অর্থাৎ ব্যভি* চার ইত্যাদিকে সমর্থন করে। (মুসনাদে আহমদ: ৫৩৭২)

দাইয়ুসের শা* স্তির ঘোষণা এসেছে বিভিন্ন হাদিসে। একটি হাদিসে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

ثَلَاثٌ لَا يَدْخُلُونَ الْجَنّةَ، وَلَا يَنْظُرُ اللهُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ: الْعَاقّ بِوَالِدَيْهِ، وَالْمَرْأَةُ الْمُتَرَجِّلَةُ الْمُتَشَبِّهَةُ بِالرِّجَالِ، وَالدّيّوثُ.

তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এবং কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে (রহমতের দৃষ্টিতে) তাকাবেন না; বাবা-মায়ের অবাধ্য সন্তান, পুরুষের সাদৃশ্য গ্রহণকারী নারী এবং দাইয়ুস। (মুসনাদে আহমাদ: ৬১৮০)

~ জামশেদ হোসাইন

এতো গা*°যাবাসীর প্রতিদিনের রুটিন।💔
23/07/2025

এতো গা*°যাবাসীর প্রতিদিনের রুটিন।💔

23/07/2025

আসমান থেকে ধ্বং*সযজ্ঞ জমিনে নাযিল হইলো।

অনেক মানুষ মারা গেল।
পুরোদেশ ক্ষোভে ফেটে পড়লো।
সবাই নিরাপত্তা চাইলো সংস্কার চাইলো৷

রাজনীতিবিদরা নিহত-আহতদের নিয়ে ব্যবসা করলো।
মিডিয়া করলো ভিউ ব্যবসা।

দুইদিন পর সবাই ভুলে গেল।
সিস্টেম য্যায়সা কা ত্যায়সাই রয়ে গেল।

এভাবেই চলছে চলবে।
এক সিসিফাসের চক্র।

~ তামীম ইবনে ইয়াকজান

ইন শা আল্লাহ! 🔥
22/07/2025

ইন শা আল্লাহ! 🔥

দিনের পর দিন ক্ষুধার্ত থাকার কষ্টটা একটু উপলব্ধি করুন!!
22/07/2025

দিনের পর দিন ক্ষুধার্ত থাকার কষ্টটা একটু উপলব্ধি করুন!!

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hidayat-হিদায়েত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category