RIHAN AHMED

RIHAN AHMED ° "সোশ্যাল মিডিয়া একাউন্টে ঝামেলা? নির্ভরযোগ্য সমাধান পেতে যোগাযোগ করুন।"




My Official Facebook Account🌸👇
Rihan Ahmed
(1)

06/07/2025

আসসালামুয়ালাইকুম

07/06/2025

تقبل الله منا ومنكم😍

01/06/2025

আগামীকালকে নিয়ে আসব কিভাবে আপনারা ফিশিং লিংক চেক দিবেন

একজন ভাই তার প্রিয় ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারছিলেন না।পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে “Forgot Password” অপশন ব্যবহার ক...
01/06/2025

একজন ভাই তার প্রিয় ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারছিলেন না।
পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে “Forgot Password” অপশন ব্যবহার করলেও শুধুমাত্র পাসওয়ার্ড চাওয়া হচ্ছিল — অন্য কোনো বিকল্প (যেমন ইমেইল বা ফোন ভেরিফিকেশন) আসছিল না।

এই আইডিটি তার অনেক শখের, বহু স্মৃতি জড়ানো।
শেষ পর্যন্ত তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন।
আলহামদুলিল্লাহ, আমি যথাযথভাবে বিষয়টি পর্যবেক্ষণ করে সমস্যার সমাধান করে দিতে সক্ষম হই।

RIHAN AHMEDAdmin

আপনারা বাড়িতে এক-দুজন সন্তান লালন-পালন করেই হিমশিম খান। সন্তান একটু দুষ্টুমি করলেই সহ্য হয় না — সাথে সাথে শাসন, কখনো কখন...
31/05/2025

আপনারা বাড়িতে এক-দুজন সন্তান লালন-পালন করেই হিমশিম খান। সন্তান একটু দুষ্টুমি করলেই সহ্য হয় না — সাথে সাথে শাসন, কখনো কখনো মারধরও করেন।

অন্যদিকে, মাদ্রাসার ওস্তাদগণ শত শত ছাত্রের দেখভাল করেন— খাওয়া, ঘুম, পড়াশোনা, আচার-আচরণ, সবকিছুর দায়িত্ব তাঁদের কাঁধে। কোনো ছাত্র মাত্রাতিরিক্ত দুষ্টুমি করলে, সেটা নিয়ন্ত্রণে আনতে শাসন করেন, এবং কখনো কখনো সেই শাসন একটু বেশি হয়ে যেতে পারে — যা অনিচ্ছাকৃত হলেও ঘটে যেতে পারে।

তাই বলে ঐ ওস্তাদকে পুরো গ্রামের সামনে টেনে এনে বিচার বসানো কতটা যুক্তিসঙ্গত?

👉 যেদিন থেকে ওস্তাদদের শাসনের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সেদিন থেকেই শুধু শিক্ষা আছে, "সুশিক্ষা" হারিয়ে গেছে।

---

🔸 একটি বাস্তব কথা:
সন্তান যদি বেয়াদব হয়, একজন ওস্তাদ তার চেষ্টা করে মানুষ করতে পারেন।
কিন্তু গার্ডিয়ান যদি বেয়াদব হয়— তাকে আর কেউ মানুষ করতে পারে না।

আলহামদুলিল্লাহ একটা আইডি  আনলক করা হলো .. সোশ্যাল মিডিয়া যে কোনো সমস্যা  সমাধানের জন্য ইনবক্স করুন এডমিন:- Rihan Ahmed
30/05/2025

আলহামদুলিল্লাহ একটা আইডি আনলক করা হলো ..
সোশ্যাল মিডিয়া যে কোনো সমস্যা সমাধানের জন্য ইনবক্স করুন

এডমিন:- Rihan Ahmed

29/05/2025

আপনাদের জন্য কিসের ভিডিও নিয়ে আসব

28/05/2025

নাম ছাড়া ফেসবুক আইডি ক্রিয়েট করবেন
এটার ভিডিও আজকে আপলোড দেব

28/05/2025

মাদ্রাসার ছাত্রী হয়ে বোরকার মতো পবিত্র পর্দা পরিধান করে টিকটকের মতো প্ল্যাটফর্মে নাচানাচির মাধ্যমে ইসলামি শালীনতা ও আদর্শের পরিপন্থী কার্যকলাপে জড়িয়ে পড়েন এক তরুণী। বিষয়টি Team DCG-এর দৃষ্টিগোচর হলে Team এর পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট TikTok অ্যাকাউন্টটি সরিয়ে ফেলা হয়
𝗗𝗔𝗥𝗞 𝗖𝗬𝗕𝗘𝗥 𝗚𝗔𝗡𝗚

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when RIHAN AHMED posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share