খেলার খবর - Sport News

খেলার খবর - Sport News সাধারণ জ্ঞানের জান্যে লাইক দিন।
facebook.com/z

20/09/2024

# # # প্রতিবাদী গান: **সত্যের গান**

সারা দেশে অশ্রু ঝরে,
মৃত্যু যেন বাতাসে ভাসে।
যেখানে ছিলো জ্ঞানের মশাল,
আজ সেখানে অন্ধকার হাসে।
আবরার গেলো গেলো তোজাম্মেল , যাবে না যেন
#আর কোন ভাই এ পথে,
শিক্ষা যেখানে সোনার আলো,
সন্ত্রাস কেন সেখানে ভাই?

ওরে জেগে ওঠো, তোমরা সবাই,
সত্যের গান গাও আজ ভাই,
বিশ্ববিদ্যালয় হোক শান্তির ঘর,
হোক না অন্যায় আর।

ঢাকা, জাহাঙ্গীরনগর আর বুয়েট,
মেধার আলো জ্বালায়, বন্ধ করো ক্ষয়,
রক্তের দাগ মুছিয়ে ফেলো,
বিদ্যার পথে ফিরে চলো।
নেতা যারা মানুষ মারায়,
তাদের বিচার চেয়ে চাই,
জেগে উঠুক ছাত্র সমাজ,
ন্যায় বিচারের এখনই সময়।

ওরে জেগে ওঠো, তোমরা সবাই,
সত্যের গান গাও আজ ভাই,
বিশ্ববিদ্যালয় হোক শান্তির ঘর,
হোক না অন্যায় আর।

বাংলার মানুষ নিব্র নিন্দা জানায়,
এ অন্যায় আমরা মানব না,
জ্ঞান যেখানে আলো বিলায়,
সেখানে মিথ্যার ঠাঁই নাই।
বিশ্বমানের হোক প্রতিষ্ঠান,
আদর্শ হোক শিক্ষার স্থান,
মেধার পথেই হবে জয়,
সন্ত্রাসের শেষ হোক এইবার।

ওরে জেগে ওঠো, তোমরা সবাই,
সত্যের গান গাও আজ ভাই,
বিশ্ববিদ্যালয় হোক শান্তির ঘর,
হোক না অন্যায় আর। Protest
rotest Song
Protest Song
University Protest
University Violence
-Violence
and Justice




03/09/2023
একজন জেন্যুয়েন ওপেনার থাকতে ওপেনিং এ পাঠাচ্ছেন মেহেদী মিরাজকে। আসলে বাংলাদেশ ক্রিকেট মানেই বিনোদন বাংলাদেশ একাদশঃনাঈম, ম...
03/09/2023

একজন জেন্যুয়েন ওপেনার থাকতে ওপেনিং এ পাঠাচ্ছেন মেহেদী মিরাজকে। আসলে বাংলাদেশ ক্রিকেট মানেই বিনোদন

বাংলাদেশ একাদশঃ
নাঈম, মিরাজ, শান্ত,সাকিব, তাওহিদ,মুশি, আফিফ, শামীম, তাসকিন, শরিফুল, হাসান

ফের্নান্দেসের 'শীর্ষ পর্যায়ের' পারফরম্যান্সে মুগ্ধ টেন হাগম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে দুই গোল হজম করায় ম্যানচেস্টার ইউ...
28/08/2023

ফের্নান্দেসের 'শীর্ষ পর্যায়ের' পারফরম্যান্সে মুগ্ধ টেন হাগ

ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে দুই গোল হজম করায় ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে জাগে টানা দ্বিতীয় হারের শঙ্কা। তবে নটিংহ্যাম ফরেস্টের চ্যালেঞ্জ সামলে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প রচনা করে ইউনাইটেড। একটি করে গোল করে ও করিয়ে সামনে থেকে নেতৃত্ব দেন ব্রুনো ফের্নান্দেস। অধিনায়কের এমন নজরকাড়া পারফরম্যান্সে খুব খুশি কোচ এরিক টেন হাগ।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ঘরের মাঠে ৩-২ গোলে জেতে ইউনাইটেড। স্বাগতিকদের অন্য দুই গোলদাতা মিডফিল্ডার ক্রিস্তিয়ান এরিকসেন ও কাসেমিরো।

ওল্ড ট্র্যাফোর্ডকে স্তব্ধ করে দিয়ে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় নটিংহ্যাম। দুই মিনিট পর স্কোরলাইন হয়ে যায় ২-০!

সপ্তদশ মিনিটে একটি গোল শোধ করেন এরিকসেন। আর বিরতির পর ফের্নান্দেসের হেড পাস থেকে কাসেমিরো জালে বল পাঠালে সমতায় ফেরে ইউনাইটেড। এরপর ৭৬তম মিনিটে ফের্নান্দেসের সফল স্পট কিকে মৌসুমে দ্বিতীয় জয় পায় দলটি।

এতদিন ইউনাইটেডের অধিনায়ক ছিলেন হ্যারি ম্যাগুইয়ার। চলতি মৌসুমেই তাকে সরিয়ে ফের্নান্দেসের কাঁধে নেতৃত্বভার তুলে দেন কোচ। কোচের এই সিদ্ধান্ত অনেকের পছন্দ হয়নি। ‘আবেগপ্রবণ’ ফের্নান্দেস নেতৃত্বের জন্য ভালো পছন্দ নয় বলে মত তাদের। এই ম্যাচের আগে সমালোচকদের পাত্তা না দিয়ে নতুন অধিনায়কের নেতৃত্বগুণের ওপর আস্থা রাখেন কোচ।

আর এবার ম্যাচ জুড়ে দারুণ খেলে এবং দলকে জিতিয়ে কোচের মন জয় করে নিলেন ফের্নান্দেস। ম্যাচের পর টেন হাগ বলেন, দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছেন এই ২৮ বছর বয়সী ফুটবলার। একই সঙ্গে তার কথায় মিশে রইল সমালোচকদের প্রতি পাল্টা জবাবও।

“সব দিক মিলিয়ে সে শীর্ষ পর্যায়ের পারফরম্যান্সে খুব ভালো একটি ম্যাচ খেলেছে। সে আবেগকে নিয়ন্ত্রণে রেখে শান্ত ছিল। আক্রমণে সে দুর্দান্ত ছিল এবং পার্থক্য গড়ে দেয়। তার পারফরম্যান্সে আমি খুব খুশি।”

মেসিকে তিন ম্যাচ পাচ্ছে না মায়ামি সমর্থকদের জন্য দুঃসংবাদ, মেজর লিগ সকারে চলতি মৌসুমের তিন ম্যাচে তাকে পাচ্ছে না মায়ামি।...
28/08/2023

মেসিকে তিন ম্যাচ পাচ্ছে না মায়ামি

সমর্থকদের জন্য দুঃসংবাদ, মেজর লিগ সকারে চলতি মৌসুমের তিন ম্যাচে তাকে পাচ্ছে না মায়ামি। আগামী মাস থেকে শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। ৮ সেপ্টেম্বর ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পরের ম্যাচ বলিভিয়ার বিপক্ষে ১৩ সেপ্টেম্বর। অক্টোবরেও বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে তিন বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফিফার অনুমোদিত এসব ম্যাচে অন্য লিগগুলো আন্তর্জাতিক বিরতিতে গেলেও চলবে এমএলএসের খেলা। জাতীয় দলের ক্যাম্পে যুক্ত হবেন বলে এসময় মায়ামির তিন ম্যাচে খেলতে পারবেন না মেসি।

সাকিবকে ‘অলরাউন্ডারদের বাবা’ বললেন ভারতীয় ধারাভাষ্যকারসাকিব আল হাসান—গত ১৭ বছর ধরে বাংলাদেশের ক্রিকেটের স্বপ্নসারথী। ব্য...
28/08/2023

সাকিবকে ‘অলরাউন্ডারদের বাবা’ বললেন ভারতীয় ধারাভাষ্যকার

সাকিব আল হাসান—গত ১৭ বছর ধরে বাংলাদেশের ক্রিকেটের স্বপ্নসারথী। ব্যাটে-বলে বিশ্ব ক্রিকেটে শুধু নিজের আধিপত্যই বজায় রাখেননি সাকিব বরং অলরাউন্ডারদের কাতারে বেশিরভাগ সময়ই ছিলেন তালিকার শীর্ষে। এবার বাংলাদেশি এই তারকাকে ‘অলরাউন্ডারদের বাবা’ বলে অভিহিত করেছেন জনপ্রিয় ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

গোল করে অভিষেক রাঙালেন জামাল ভূঁইয়াআর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োর হয়ে গোল করে অভিষেক রাঙালেন জামাল ভূঁইয়া। জার্মিনালের ব...
28/08/2023

গোল করে অভিষেক রাঙালেন জামাল ভূঁইয়া

আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োর হয়ে গোল করে অভিষেক রাঙালেন জামাল ভূঁইয়া। জার্মিনালের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে জামালের ক্লাব।

আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োর জার্সিতে আর্জেন্টিনার ৩য় বিভাগের ফুটবলে নিজের যাত্রা শুরু করেছেন জামাল। বাংলাদেশ অধিনায়ককে বরণের সকল প্রস্তুতিই নিয়েছিল সোল দে মায়ো। ‘ওয়েলকাম জামাল’ ব্যানারে স্বাগত জানানো হয় তাকে। পেনাল্টি থেকে গোল করে দলের জয়ে অবদান রেখেছেন এদিন অধিনায়কত্বের আর্ম ব্যান্ড পরা ‘জেবি সিক্স’।

ম্যাচ শুরু থেকেই কিছুটা কোণঠাসা থাকলেও জামালের ক্লাব ডেডলক ভাঙে ৩০ মিনিটের মাথায়। গোল করেন ফার্নান্দো। এরপর পেনাল্টি থেকে ৮১ মিনিটে গোল করে বাংলাদেশি ফুটবল ভক্তদের আনন্দের উপলক্ষ্য এনে দেন জামাল ভূঁইয়া। ৮৭ মিনিটে জার্মিনালের গ্যাব্রিয়েল গোল করলেও জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে জামালের সোল দে মায়ো।

“টিমের মধ্যে কেউ একজন ছিলো যে আমার কাজে (অধিনায়কত্বে) হ্যাপি ছিলো না। আমার সরে দাঁড়ানোর প্রধান কারণ এটিই!”- তামিম ইকবাল
28/08/2023

“টিমের মধ্যে কেউ একজন ছিলো যে আমার কাজে (অধিনায়কত্বে) হ্যাপি ছিলো না। আমার সরে দাঁড়ানোর প্রধান কারণ এটিই!”

- তামিম ইকবাল

আজকের খেলার সময়সূচি ২৮-০৮-২০২৩ ক্রিকেটসিপিএলসেন্ট কিটস অ্যান্ডসরাসরি, ভোর ৫টাটি স্পোর্টস নেভিস-ট্রিনবাগো #টেনিসইউএস ওপেন...
28/08/2023

আজকের খেলার সময়সূচি ২৮-০৮-২০২৩

ক্রিকেট
সিপিএল
সেন্ট কিটস অ্যান্ড
সরাসরি, ভোর ৫টা
টি স্পোর্টস

নেভিস-ট্রিনবাগো
#টেনিস
ইউএস ওপেন, প্রথম দিন
সরাসরি, রাত ৯টা
টেন ৫ ও টেন ২

#ফুটবল
লা লিগা
রায়ো ভায়েকানো অ্যাতলেতিকো মাদ্রিদ
সরাসরি, রাত ১-৩০ মিনিট
স্পোর্টস ১৮ এইচডি
-

৪ বছর পর শনিবার থেকে শুরু এশিয়া কাপকরোনাভাইরাসের কারণে পরপর দুইবার এশিয়া কাপ বাতিল হয়। চলতি বছরের আসর শ্রীলঙ্কায় হওয়ার ক...
27/08/2023

৪ বছর পর শনিবার থেকে শুরু এশিয়া কাপ

করোনাভাইরাসের কারণে পরপর দুইবার এশিয়া কাপ বাতিল হয়। চলতি বছরের আসর শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও দেখা দেয় নানা অনিশ্চয়তা। শ্রীলঙ্কার রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে শঙ্কা জাগে এবারের আসর নিয়ে।

নানা নাটকীয়তা শেষে ৪ বছর পর শনিবার পর্দা উঠছে এশিয়ার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের ১৫তম আসরের।

পাকিস্তান সফরে যাচ্ছেন বিসিসিআই’র বিনি ও শুক্লাআসন্ন এশিয়া কাপের খেলা দেখতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)  আমন্ত্রন...
27/08/2023

পাকিস্তান সফরে যাচ্ছেন বিসিসিআই’র বিনি ও শুক্লা

আসন্ন এশিয়া কাপের খেলা দেখতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আমন্ত্রনে সাড়া দিয়ে আগামী ৪ সেপ্টেম্বর পাকিস্তান সফরে যাচ্ছেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও সহ-সভাপতি রাজীব শুক্লা। ৭ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানে থাকবেন তারা। এ সময়ে এশিয়া কাপের দু’টি ম্যাচ দেখবেন বিসিসিআই কর্মকর্তারা।

রোনালদোর সঙ্গে পাল্লা দিচ্ছেন, ভুলিয়ে দিচ্ছেন বেনজেমাকেবেনজেমার জায়গায় এখনও বিশ্বমানের কোনো ফরোয়ার্ড কেনেনি রেয়াল মাদ্রি...
27/08/2023

রোনালদোর সঙ্গে পাল্লা দিচ্ছেন, ভুলিয়ে দিচ্ছেন বেনজেমাকে

বেনজেমার জায়গায় এখনও বিশ্বমানের কোনো ফরোয়ার্ড কেনেনি রেয়াল মাদ্রিদ, যাকে ভিনিসিয়ুস-রদ্রিগোর পাশে মূল একাদশে খেলানো যায়। রেয়ালের কোচ বেলিংহ্যামের স্তুতি করতে গিয়ে যা বলেছেন, তাতে উল্টো মনে হতেই পারে যে বেনজেমার অভাব বেলিংহ্যামকে দিয়েই পূরণ করতে চায় রেয়ালরেয়াল মাদ্রিদের হয়ে মাত্র তিনটি লিগ ম্যাচ খেলেছেন। এর মধ্যেই চার গোল করেছেন আর একটা গোলে সহায়তা করে ফেলেছেন জুড বেলিংহ্যাম। তাঁর প্রতিভা নিয়ে কারওরই সংশয় ছিল না, এমনকি বরুসিয়া ডর্টমুন্ড থেকে যখন রেয়ালে নাম লেখালেন, সবাই তাঁকে লুকা মদরিচের উত্তরসূরি হিসেবেই ভাবা শুরু করেছিলেন। কিন্তু যেভাবে গোল করছেন, তাতে মদরিচ কি, মনে হচ্ছে করিম বেনজেমারই বিকল্প পেয়ে গেছে রেয়াল!

গত রাতে সেল্তার মাঠ বালাইদোসে খেলতে গিয়েছিল রেয়াল। বেলিংহ্যামের একমাত্র গোলে পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে তারা। তিন ম্যাচে এই নিয়ে ছয় গোল করেছে রেয়াল, যার মধ্যে পাঁচ গোলেই অবদান আছে এই ইংলিশ তারকার। ক্রিস্তিয়ানো রোনালদোর পর এই প্রথম কেউ রেয়ালের হয়ে মৌসুমের প্রথম তিন লিগ ম্যাচে গোল করলেন। রোনালদোও প্রথম তিন ম্যাচে গোল করেছেন চারটি, বেলিংহ্যামও তাই! পর্তুগিজ মহাতারকার সঙ্গে পাল্লা দিচ্ছেন যেন ২০ বছর বয়সী এই তারকা।

মৌসুমের শুরুতেই রেয়াল ছেড়ে সৌদি ক্লাব আল ইত্তিহাদে নাম লিখিয়েছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। বেনজেমার জায়গায় এখনও বিশ্বমানের কোনো ফরোয়ার্ড কেনেনি তারা, যাকে ভিনিসিয়ুস-রদ্রিগোর পাশে মূল একাদশে খেলানো যায়। রেয়ালের কোচ বেলিংহ্যামের স্তুতি করতে গিয়ে যা বলেছেন, তাতে উল্টো মনে হতেই পারে যে বেনজেমার অভাব বেলিংহ্যামকে দিয়েই পূরণ করতে চায় রেয়াল, ‘আক্রমণভাগ নিয়ে চিন্তা করছি না। পরিসংখ্যানই সবকিছু বলে দিচ্ছে। আমরা করিম (বেনজেমা) আর ভিনি (ভিনিসিয়ুস) কে ছাড়াই ছয় গোল করেছি। এর অর্থ আমাদের গোল করার সামর্থ্য আছে।’ ভিনিসিয়ুস যদিও এই ছয় গোলের মধ্যে এক গোল করেছেন – তাও, আনচেলত্তির কথাগুলো বেলিংহ্যামের সামর্থ্যের প্রতি তাঁর আস্থার কথাই প্রকাশ করে, ‘বেলিংহ্যাম অনেক ভালো খেলছে। ও গোল করেই চলেছে, দলকে সাহায্য করে যাচ্ছে। গোল করা যদিও তাঁর সবচেয়ে বড় কাজ না, তাও সে সাহায্য করে যাচ্ছে। বল পায়ে না থাকলেও ওর মুভমেন্টগুলো দুর্দান্ত হয়। ঠিক সময়ে ও ঠিক জায়গায় পৌঁছে যায়। ওর অনেক সামর্থ্য আছে।’

ওদিকে বেলিংহ্যামের গোল করার ক্ষমতা দেখে বাক্যহারা হয়ে গিয়েছেন দলের ডিফেন্ডার ডেভিড আলাবা, ‘বেলিংহ্যাম অবিশ্বাস্য। কী বলব, বুঝে উঠতে পারছি না। আমি বাক্যহারা। সে অসাধারণ ছেলে। অনেক প্রতিভাবান, অনুশীলনে অনেক খাটে। ওর অনেক গুণাবলি আছে যা সে প্রতি সপ্তাহে প্রমাণ করে।’

Address

Puran Bogra

Telephone

+8801980488196

Website

Alerts

Be the first to know and let us send you an email when খেলার খবর - Sport News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share