20/09/2024
# # # প্রতিবাদী গান: **সত্যের গান**
সারা দেশে অশ্রু ঝরে,
মৃত্যু যেন বাতাসে ভাসে।
যেখানে ছিলো জ্ঞানের মশাল,
আজ সেখানে অন্ধকার হাসে।
আবরার গেলো গেলো তোজাম্মেল , যাবে না যেন
#আর কোন ভাই এ পথে,
শিক্ষা যেখানে সোনার আলো,
সন্ত্রাস কেন সেখানে ভাই?
ওরে জেগে ওঠো, তোমরা সবাই,
সত্যের গান গাও আজ ভাই,
বিশ্ববিদ্যালয় হোক শান্তির ঘর,
হোক না অন্যায় আর।
ঢাকা, জাহাঙ্গীরনগর আর বুয়েট,
মেধার আলো জ্বালায়, বন্ধ করো ক্ষয়,
রক্তের দাগ মুছিয়ে ফেলো,
বিদ্যার পথে ফিরে চলো।
নেতা যারা মানুষ মারায়,
তাদের বিচার চেয়ে চাই,
জেগে উঠুক ছাত্র সমাজ,
ন্যায় বিচারের এখনই সময়।
ওরে জেগে ওঠো, তোমরা সবাই,
সত্যের গান গাও আজ ভাই,
বিশ্ববিদ্যালয় হোক শান্তির ঘর,
হোক না অন্যায় আর।
বাংলার মানুষ নিব্র নিন্দা জানায়,
এ অন্যায় আমরা মানব না,
জ্ঞান যেখানে আলো বিলায়,
সেখানে মিথ্যার ঠাঁই নাই।
বিশ্বমানের হোক প্রতিষ্ঠান,
আদর্শ হোক শিক্ষার স্থান,
মেধার পথেই হবে জয়,
সন্ত্রাসের শেষ হোক এইবার।
ওরে জেগে ওঠো, তোমরা সবাই,
সত্যের গান গাও আজ ভাই,
বিশ্ববিদ্যালয় হোক শান্তির ঘর,
হোক না অন্যায় আর। Protest
rotest Song
Protest Song
University Protest
University Violence
-Violence
and Justice