Feni press club

Feni press club সাংবাদিকদের সংগঠন

17/05/2025

সাপ্তাহিক উন্মোচনে ডিজিটালে ফেনীতে কাজ করতে আগ্রহী একজন সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হবে।
অভিজ্ঞতা ডিজিটাল মাধ্যমের ব্যবহার ও সংবাদ উপস্থাপনে পারদর্শী হতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে। ০১৮১৯৮২৬৬৮৬

ফাইল ছবি ২০১৬
11/11/2024

ফাইল ছবি ২০১৬

11/11/2024
01/11/2024

বর্তমান বাংলাদেশে একজন সাংবাদিক হওয়ার চাইতে একজন ক্ষেতমজুর হওয়া অনেক সম্মানের, অন্তত পাচাটা চাটি করতে হয় না,মিথ্যে বলে সত্য প্রকাশের ভাণ করতে হয় না !

25/03/2024
09/01/2024

ন্নাল্লা-হা ওয়া মালাইকাতাহু ইউসল্লুনা আলান নাবীয়্যি; ইয়া আইয়্যুহাল্লাজিনা আ-মানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমূ তাস্‌লিমা (সূরা: আহযাব, আয়াত, ৫৬)

08/12/2023

প্রতিবার ৬ ডিসেম্বরে আসে, বর্তমান দেখে অতীত স্বৈরাচার শুধুই মুচকি হাসে ।

শুরুতে হোঁচট চাকসুর সাবেক ভিপি আজিম উদ্দিন। ৩২ লাখ টাকা কর খেলাপির কারণে ফেনী-৩ আসনে তাঁর মনোনয়নপত্র বাতিল। নতুন দল প্রগ...
04/12/2023

শুরুতে হোঁচট চাকসুর সাবেক ভিপি আজিম উদ্দিন। ৩২ লাখ টাকা কর খেলাপির কারণে ফেনী-৩ আসনে তাঁর মনোনয়নপত্র বাতিল।

নতুন দল প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের মহাসচিব তিনি। আর ভিপি-জিএস নাজিম উদ্দিন দলটির চেয়ারম্যান। ১৫ অক্টোবর চট্টগ্রামে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। ১৯৯০ সালে ‘সর্বদলীয় ছাত্র ঐক্যের’ প্যানেল থেকে তারা চাকসুর ভিপি-জিএস নির্বাচিত হয়েছিলেন ।

সে সময় নাজিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রলীগের সদস্য ছিলেন। আর বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ছিলেন আজিম। পরের বছর বিএনপি সরকার গঠন করলে নাজিম উদ্দিন সেই দলে যোগ দেন। তিনি সর্বশেষ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য ছিলেন। সর্বশেষ এই ইউনিটে আহবায়ক কমিটি থেকে বাদ পড়েন তিনি। অপরদিকে কিছুদিন বাসদের রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও আজিম উদ্দিন দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির সঙ্গে নির্বাচনী জোট করছে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম। ৩০ ফেনী- ৩ আসনের প্রাথী হিসাবে মনোয়ন দাখিল করেন আজিম উদ্দিন। ৪ ডিসেম্বর বাচাই পর্বে তিন মাঠ ছাড়া হলেন ।

প্রশিক্ষণে অংশ নিয়ে জিতুন লাখ টাকার পুরস্কার!!!ভ্লগ, ভয়েজার, মজো, ডিজিটাল ভিডিও তৈরির কৌশল ও কনটেন্ট বাছাই পদ্ধতি প্রশ...
25/10/2023

প্রশিক্ষণে অংশ নিয়ে জিতুন লাখ টাকার পুরস্কার!!!

ভ্লগ, ভয়েজার, মজো, ডিজিটাল ভিডিও তৈরির কৌশল ও কনটেন্ট বাছাই পদ্ধতি প্রশিক্ষণ
*ডিজিটাল মিডিয়াতে ফেসবুক ইউটিউব সহ অন্যান্য নিজের এলাকার বিভিন্ন ভিডিও কন্টেন্ট বানিয়ে প্রতি মাসে কমপক্ষে হাজার থেকে লক্ষাধিক টাকা আয় করা যায়।
প্রয়োজন শুধু সঠিকভাবে নিজেকে তৈরি করার কলাকৌশল।
*যোগ্যতাও বয়স :
১২ বছরের পর থেকে যেকোনো বয়সের নারী ও পুরুষের প্রশিক্ষণে অংশ নিতে পারবে। বিশেষ করে ছাত্রছাত্রী তরুণ তরুণী যুবক বিশেষ প্রাধান্য পাবে এছাড়া নানান পেশার মানুষও যুক্ত হতে পারেন।
*প্রশিক্ষণের যা থাকবে:
অনর্গল কথা বলার অভ্যাস উপস্থাপনা করার নানা কৌশল ক্যামেরাও মোবাইল অপারেশন স্ক্রিপ্ট ও ভিডিও এডিটিং পদ্ধতি ডিজিটালে ভিডিও তৈরির পদ্ধতি কন্টেন্ট বাছাই কৌশল ফেসবুক ইউটিউব এর অর্থ উপার্জনের কৌশল।
*সুবিধাদি:
প্রজেক্টর ও মাল্টিমিডিয়ার ব্যবহার। ক্যামেরা ও অডিও। দুপুরের খাবার ও বিকেলের নাস্তা ।কাগজ-কলম ।এসি কনফারেন্স রুম।

প্রশিক্ষক: হোসেন সোহেল, সিনিয়র সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটার স্পেশালিস্ট।

দিনব্যাপী প্রশিক্ষণ ৪ নভেম্বর ২০২৩ সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা।

তথ্যের জন্য:
জহিরুল হক মিলু: 01783700987
হোসেন সোহেল :01732419184

রেজিস্ট্রেশন ফি ১৫০০/-
বিকাশ পেমেন্ট ০১৯৯২০২৮৮৮০
নগদ পার্সোনাল ০১৭৮৩৭০০৯৮৭
আয়োজন :wild watch Bangladesh

28/04/2023
19/10/2022

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when Feni press club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Feni press club:

Share