Sowrav Uddin Shakib

15/07/2025
তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার, কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার হল ২০২৪ সালের ১৪ জুলাই থেকে বাংলাদেশ কোটা সংস্...
14/07/2025

তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার, কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার হল ২০২৪ সালের ১৪ জুলাই থেকে বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনে ব্যবহৃত একটি স্লোগান, যা শেখ হাসিনা প্রতিবাদী শিক্ষার্থীদের "রাজাকারের নাতি-নাতনি" বলার দ্বারা কারণে প্রতিবাদস্বরুপ ব্যবহৃত হয়েছিল। এই স্লোগানটি আন্দোলনকে তীব্রতর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং পরবর্তীতে এটি আন্দোলনের প্রধান স্লোগানে পরিণত হয়। ১৪ জুলাই ২০২৪ তারিখে ২০২৪ সালের বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বিক্ষোভ সম্পর্কিত একটি প্রশ্নের উত্তর দিয়ে শিক্ষার্থীদের মন্তব্য করেছিলেন। বিক্ষোভকারীরা দাবি করেছেন যে হাসিনা পরোক্ষভাবে তাদের রাজাকার বলে সম্বোধন করেছেন। পরবর্তীতে শিক্ষার্থীরা রাজাকার সম্পর্কিত একাধিক স্লোগান ব্যবহার করেছিলো। এই স্লোগানগুলিকে আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধের ব্যবসা অযৌক্তিক ন্যারোটিভকে ভেঙ্গে দিয়েছিলো। এসব শিক্ষার্থীদের রাজাকার হিসেবে চিহ্নিত করার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসাবে হিসেবে বিবেচনা করা হয়।

মিরসরাই ট্র্যাজেডিঃ ২০১১ সাল ১১ জুলাই--------------------------------------------------------- বাংলাদেশের ইতিহাসে চির অম...
11/07/2025

মিরসরাই ট্র্যাজেডিঃ ২০১১ সাল ১১ জুলাই
---------------------------------------------------------
বাংলাদেশের ইতিহাসে চির অমর হয়ে থাকবে দিনটি।

ব্যথিত হৃদয়ে অবিরত রক্তক্ষরণে যেন কষ্টের হাহাকার মিরসরাইয়ের আকাশ বাতাস আজো ভারি করে তুলে। ১১জুলাই মিরসরাই ট্র্যাজেডি দিবস ২০১১ সালের এই দিনে এক ধমকা হাওয়ায় কেড়ে নিয়েছিল ৪৫ টি তাজা প্রাণ। সেদিন দেখেছিলো দেশের মানুষ বাবার কাঁধে সন্তানের লাশ। সেদিন দেশ দেখেছিলো লাশের মিছিল। একের পর এক মৃত্যুর সংবাদ আসছিলো আসছিলো একের পর এক লাশ। গোটা আবুতোরাব তথা পূরো দেশ হয়ে উঠেছিলো শোকের দেশ।
সেই মায়েদের আর্তনাদ আর শোকের মাতম থামেনি। আজও শোকে স্তব্দ হয়ে রয়েছে পুরো জেলা এবং উপজেলা।
স্কুলের সহপাঠীরা আজও হয়তো তাদের খুঁজে বেড়ায় স্কুলের আঙ্গিনায়, খেলার মাঠে।
অথচ তারা আজ নেই আমাদের মাঝে, তারা বিচরণ করছে তাদের স্রষ্ঠার সান্নিধ্যে!।সে ১৪টি বছর পূর্ণ হলো। অথচ আজও সেই নির্মমতা মীরসরাইয়ের বাতাসকে ভারী করে রেখেছে!

10/07/2025

এসএসসি/দাখিল/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকলকে জানাই রূপসী বাংলাদেশ পেইজের পক্ষ্য থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরাই গড়বে সোনার বাংলাদেশ।

08/07/2025

বৃষ্টি মানেই কেবল ভেজা রাস্তা নয়, কিছু না বলা কথা, কিছু চাপা অভিমান, আর মন ভেজানো এক অনুভূতি।

তিনি একজন জীবন্ত শহীদ, তাঁর নাম আজহারুল ইসলাম সৌরভ, তিনি একজন কোরআনের হাফেজ।১৮ জুলাই ২০২৪ তারিখে উত্তরায় পূর্ব থানার সাম...
07/07/2025

তিনি একজন জীবন্ত শহীদ, তাঁর নাম আজহারুল ইসলাম সৌরভ, তিনি একজন কোরআনের হাফেজ।

১৮ জুলাই ২০২৪ তারিখে উত্তরায় পূর্ব থানার সামনে থেকে ছোড়া পুলিশের গুলিতে তাঁর ঘাড় এবং কাধ এর মাংস উড়ে যায় ৷ উনি যখন গাজী হন তখন তার একটি মেয়ে ছিল।
আলহামদুলিল্লাহ গাজী পিতার আরেকটি মেয়ে দুনিয়ায় এসেছে কিছুদিন আগে৷
রাষ্ট্র তাঁকে যথাযথ সম্মান দিয়েছে কী?
সন্দেহ হয়, কেননা তিনি একজন কোরআনের হাফেজ।

একজনের মানুষের মৃত্যুর পর কেঁদেছো কোটি বাঙালি। তিনি হচ্ছেন বাংলার গর্ব আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। আল্লাহ উনাকে জান্না...
07/07/2025

একজনের মানুষের মৃত্যুর পর কেঁদেছো কোটি বাঙালি। তিনি হচ্ছেন বাংলার গর্ব আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী।
আল্লাহ উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন (আমিন)

01/03/2025

১লা রমাযান, ১৪৪৬হিজরী
১৭ই ফাল্গুন, ১৪৩১বাংলা
২রা মার্চ,২০২৫ইং
রোজ: রবিবার
সাহরির শেষ সময়: ৪:৫৬টায়
ইফতার শুরু: ০৬:০১টায়

উক্ত সময়সূচি ফেনী জেলার জন্য প্রযোজ্য।

জন্মেছি এখানে আমি হয়েছি তাই ধন্যবাংলাদেশ তোমারই জন্য
16/12/2024

জন্মেছি এখানে আমি হয়েছি তাই ধন্য
বাংলাদেশ তোমারই জন্য

05/08/2023

জীবন সবসময় তাঁর সৌন্দর্য পরিবর্তন করে কখনো এটি অন্ধকার, আবার কখনো সূর্যের আলো ভালভাবে বেঁচে থাকতে হলে প্রতিটি মুহূর্তেই হৃদয়কে সন্তুষ্ট রাখতে হয় আজকের পরিস্থিতি কালকে নাও থাকতে পারে কেউ যদি তোমাকে তাঁর সম্পূর্ণ হৃদয় দিয়ে ভালবাসে তাহলে হয়ত তাঁর সাথে তোমার মিল না হওয়ার সম্ভাবনাই বেশি ।

18/07/2023

কিছু মানুষ প্রশংসা করে লোভে! সমালোচনা করে হিংসায়! আর সম্পর্ক তৈরি করে স্বার্থে!

Address

Feni

Telephone

01845248545

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sowrav Uddin Shakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sowrav Uddin Shakib:

Share

Category