প্রাথমিক দপ্তরী কন্ঠ

প্রাথমিক দপ্তরী কন্ঠ সবাইকে কালেমার দাওয়াত দিলাম।
লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)

🥰আলহামদুলিল্লাহ 🌸
(4)

পেনশনের সকল কাগজপত্র। পেনশনের ডকুমেন্টেশন নিয়ে চিন্তা আর না আর নয়।
27/07/2025

পেনশনের সকল কাগজপত্র। পেনশনের ডকুমেন্টেশন নিয়ে চিন্তা আর না আর নয়।

নতুন কমিশন বেতন নির্ধারণ করবে যেভাবেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫...
27/07/2025

নতুন কমিশন বেতন নির্ধারণ করবে যেভাবে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে কমিশনের সভাপতি করে রোববার (২৭ জুলাই) এ প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।

নতুন বেতন কাঠামো নির্ধারণে ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করেছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ১৫ এ দেয়া ক্ষমতাবলে জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত প্রজাতন্ত্রের সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন, ২০২৫ গঠন করা হয়েছে।

যেভাবে কাজ করবে কমিশন

প্রজ্ঞাপনে জানানো হয় এ কমিশন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মজুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীদের বর্ণিত (শ্রমিক ব্যতীত) বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনাপূর্বক কমিশন নিম্নবর্ণিত বিষয়ে সুপারিশমালা প্রণয়ন করবেন।

ক) কমিশন কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি সময়োপযোগী ও যথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ।
খ) বিশেষায়িত চাকরিধারীদের বেতন কাঠামো নির্ধারণ করবে।
গ) বেতন-ভাতার ওপর আরোপযোগ্য কর (আয়কর) জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক সরাসরি পরিশোধ করার ক্ষেত্রে বেতন কাঠামো স্থিরিকরণে কাজ করবে।
ঘ) বেতন-বহির্ভূত অন্যান্য সুবিধা, যেমন- বাড়িভাড়া/চিকিৎসা/যাতায়াত/আপ্যায়ন/প্রেষণ কার্যভার। মহার্ঘ, উৎসব এবং বিনোদন ইত্যাদি ভাতা নিরূপণ করবে।
ঙ) মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মকর্তা-কর্মচারীদের বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ করবে।
চ) যথোপযুক্ত সময়োপযোগী পেনশনসহ অবসর সুবিধাদি নির্ধারণ করবে।
ছ) কর্মকর্তা-কর্মচারীগণের কাজের মান নিরূপণ করবে (নিরূপণ মূল্যায়নপূর্বক বেতন-ভাতা কাঠামোয় প্রতিফলন। এর রেশন সুবিধা যৌক্তিকীকরণ)।
জ) সরাসরি সেবা (টেলিফোন, গাড়ি, মোবাইল ফোন ইত্যাদি) সংক্রান্ত প্রাধিকারসমূহ আর্থিক সুবিধায় নগদায়ন করবে।
ঝ) উচ্চতর গ্রেড ও ইনক্রিমেন্ট প্রাপ্তিতে বেতনক্রম নিরীক্ষাক্রমে কোনো অসংগতি পরিলক্ষিত হলে তা দূরীকরণের সুপারিশ প্রণয়ন করবে।

কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন গঠন করে প্রজ্ঞাপন

এতে আরও বলা হয়- সুপারিশ প্রণয়নকালে কমিশন নিম্নোক্ত বিষয়সমূহ বিবেচনা করবে-

ক) পিতা-মাতাসহ অনূর্ধ্ব ছয় জনের একটি পরিবারের জীবন-যাত্রার ব্যয়।
খ) অনূর্ধ্ব দুই সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়।
গ) দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরকারের সম্পদ পরিস্থিতি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার জন্য সম্পদের প্রয়োজনীয়তা।
ঘ) সংশ্লিষ্ট সংস্থা/প্রতিষ্ঠানসমূহের আয়-ব্যয়ের অবস্থা।
ঙ) দারিদ্র্য নিরসনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সম্পদ যোগান ও সমন্বয়ে অনির্ভরতা অর্জনের উপায়। জনপ্রশাসনে মেধাবি ও দক্ষ কর্মকর্তা নিয়োগ। কর্মকর্তা কর্মচারীগণের দক্ষতা ও কর্মোদ্যোগ বৃদ্ধি করে সেবার মান উন্নয়ন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ হতে ৬ (ছয়) মাসের মধ্যে সার্বিক বিষয় পর্যালোচনা শেষে কমিশন সরকারের কাছে প্রতিবেদন উপস্থাপন করবে।

যেসব বিষয়ে সুপারিশ করবে জাতীয় বেতন কমিশনসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নী ...
27/07/2025

যেসব বিষয়ে সুপারিশ করবে জাতীয় বেতন কমিশন

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নী প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে ২২ সদস্যের জাতীয় বেতন কমিশন গঠন করেছে সরকার।

এ কমিশন বিদ্যমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশমালা জমা দেবে।

কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে ৬ মাসের মধ্যে সরকারের কাছে এই সুপারিশমালা জমা দিতে হবে।
রোববার (২৭ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নী প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিদ্যমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে কমিশন কী কী বিষয়ে সুপারিশ করবে, তা প্রজ্ঞাপনে নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে—কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি সময়োপযোগী ও যথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ।

বিশেষায়িত চাকরিধারীদের বেতন কাঠামো নির্ধারণ। বেতন-ভাতার ওপর আরোপযোগ্য কর (আয়কর) জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক সরাসরি পরিশোধ করার ক্ষেত্রে বেতন কাঠামো স্থিরীকরণ।
বেতন-বহির্ভূত অন্যান্য সুবিধা, যেমন-বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, আপ্যায়ন, প্রেষণ, কার্যভার, মহার্ঘ, উৎসব এবং শ্রান্তিবিনোদন ইত্যাদি ভাতা নিরূপণ। মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে কর্মকর্তা-কর্মচারীদের বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ।
এ ছাড়া যথোপযুক্ত বা সময়োপযোগী পেনশনসহ অবসর সুবিধাদি নির্ধারণ। কর্মকর্তা-কর্মচারীদের কাজের মান নিরূপণ, মূল্যায়নপূর্বক বেতন-ভাতা কাঠামোয় প্রতিফলন। সরাসরি সেবা (টেলিফোন, গাড়ি, মোবাইল ফোন ইত্যাদি) সংক্রান্ত প্রাধিকারগুলো আর্থিক সুবিধায় নগদায়ন এবং রেশন সুবিধা যৌক্তিকীকরণ। উচ্চতর গ্রেড ও ইনক্রিমেন্ট প্রাপ্তিতে বেতনক্রম নিরীক্ষাক্রমে কোনো অসংগতি পরিলক্ষিত হলে তা দূরীকরণের সুপারিশ প্রণয়ন।

সুপারিশ প্রণয়নে কমিশন যেসব বিষয় বিবেচনা করবে:
পিতা-মাতাসহ অনুর্ধ্ব ছয়জনের একটি পরিবারের জীবন-যাত্রার ব্যয়। অনূর্ধ্ব দুই সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরকারের সম্পদ পরিস্থিতি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার জন্য সম্পদের প্রয়োজনীয়তা। সংশ্লিষ্ট সংস্থা, প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের অবস্থা। দারিদ্র্য নিরসনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সম্পদ যোগান ও ক্রমান্বয়ে স্বনির্ভরতা অর্জনের উপায়। জনপ্রশাসনে মেধাবী ও দক্ষ কর্মকর্তা নিয়োগ এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও কর্মোদ্যোগ বৃদ্ধি করে সেবার মান উন্নয়ন।

 #সরকারি_প্রাথমিক_বিদ্যালয়ে_পড়ালেখা_হয়না "একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে একজন শিক্ষার্থী বলেছে এজন্য আমরা খুব হতবাক হয়ে...
27/07/2025

#সরকারি_প্রাথমিক_বিদ্যালয়ে_পড়ালেখা_হয়না
"একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে একজন শিক্ষার্থী বলেছে এজন্য আমরা খুব হতবাক হয়েছি। কিন্তু আমি একদমই হতবাক হইনি। কারণ পরিবার একটি শিশুর মানসিক বিকাশে অনেক বেশি ভূমিকা রাখে পাশাপাশি তার বিদ্যালয়। সুতরাং ছোট্ট এ শিক্ষার্থীর মগজ এমন ডিটারজেন্ট দিয়ে সাফ করা হয়েছে সত্যিকার অর্থে প্রাথমিক শিক্ষা নিয়ে ওর মগজে কিচ্ছু নেই পাশাপাশি ওর পরিবার এবং ওর বিদ্যালয়ের অর্থাৎ কিন্ডারগার্টেনের সেই তথাকথিত সাজোয়া শিক্ষকদেরও।

আমি একটুও বিচলিত নই এ ভেবে যে সিদ্ধান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের জন্য নেয়া হয়েছে তা বাতিল হতে পারে ভেবে। কারণ এ সিদ্ধান্ত যিনি নিয়েছেন তিনি খুব শক্তিশালী এবং প্রশাসনিক দক্ষতা কিংবা ছোট খাট এসব আন্দোলন যে তিনি কেয়ার করবেননা এটা আমার ভালো বুঝ হয়েছে।

কারণ কিন্ডারগার্টেনেরও রাঘববোয়াল এসোসিয়েশন রয়েছে। তাদেরকে ডোন্ট কেয়ার মুড " আমার দুনয়ন দেখেছে।

কোন লোভ আর ভয় ভীতি যে তিনি তোয়াক্কা করেননা নিশ্চয়ই সেদিন কিন্ডারগার্টেন এসোসিয়েশন দেখেছে।

আমার ভীষণ ভালো লাগছে আরও একটি কারণে বৃত্তি বানিজ্য পুরোপুরি বন্ধ হয়ে গেলো 😃😃

আমার আরও ভালো লেগেছে কিছু দামী দামী ব্রান্ডের গাড়ি, পারফিউমের গন্ধ আর টুকটাক ইংরেজি বলা অভিভাবক আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিপত্র জারি হওয়ার পরে তাদের সমৃদ্ধ পদধূলি আমাদের বিদ্যালয়গুলোতে পরেছে । পাশাপাশি এটাও ভালো লেগেছে আমরা তাদের শুধু এ পরিপত্রের জন্য সাদরে তাদের চাহিদা অর্থাৎ মনের বাসনাকে প্রত্যাখ্যান করতে পারছি বলে।

আর এখন আমাদের দায়িত্ব হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা হয়না এটি যে শেখানো বুলি সেটা আমাদের কর্মকান্ডে বুঝিয়ে দেয়া।

আমি আমার কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এ কারণে এ মুহূর্তে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গুরুত্ব এবং মানদণ্ড জাতির সামনে নিয়ে আসার বিষয়ে এ সিদ্ধান্ত এবং পরিপত্র আমাদের জন্য কার্যকর ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ়বিশ্বাস।

ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে অভিভাবকগণ তাদের ভুল বুঝতে পেরে সরকারি প্রাথমিক বিদ্যালয়মুখী হবেন সেই প্রত্যাশা রাখছি।

collected
#প্রাথমিকবৃত্তি #বৃত্তি #সাজেশন

আজকে মা,বাবা ও জেডা থেকে মামলার জন্য দোয়া নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দিলাম। ফি আমানিল্লাহ
27/07/2025

আজকে মা,বাবা ও জেডা থেকে মামলার জন্য দোয়া নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দিলাম।

ফি আমানিল্লাহ

রেস্টুরেশন আবেদন মঞ্জুর  হলে মূল আপীল মামলা শুনানি করতে হবে আর যদি না হয় তাহলে হাইকোর্টের রায় বহাল থাকবে। Hope for the...
27/07/2025

রেস্টুরেশন আবেদন মঞ্জুর হলে মূল আপীল মামলা শুনানি করতে হবে আর যদি না হয় তাহলে হাইকোর্টের রায় বহাল থাকবে।
Hope for the best.....

-এডভোকেট মনিরুজ্জামান লিংকন স্যার

আগামী ১ আগষ্ট ২০২৫ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সাপ্তাহিক শনিবারের ছুটি বাতিল করা হয়েছে। নতুন নির্দেশনার আলোকে দেশের...
27/07/2025

আগামী ১ আগষ্ট ২০২৫ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সাপ্তাহিক শনিবারের ছুটি বাতিল করা হয়েছে।

নতুন নির্দেশনার আলোকে দেশের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

ফলে এখন থেকে সপ্তাহে ছয় দিন চালু থাকবে শিক্ষা কার্যক্রম।

পাঠদান কার্যক্রমের গতি বাড়ানো এবং শিক্ষার্থীদের শিক্ষাক্ষয় রোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত ১ আগস্ট থেকে কার্যকর হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী শ্রেণিকক্ষে পাঠদান, মূল্যায়ন ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে,
তারা যেন শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করেন।
সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে।
তবে অনেকেই মনে করছেন, শিক্ষার মান উন্নয়নে এটি একটি বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে।

পূর্ণাঙ্গ  বেতন কমিশন গঠন  ও এর কার্যপরিধি  নির্ধারণ  করে প্রজ্ঞাপন প্রকাশ।
27/07/2025

পূর্ণাঙ্গ বেতন কমিশন গঠন ও এর কার্যপরিধি নির্ধারণ করে প্রজ্ঞাপন প্রকাশ।

ইনশাআল্লাহ আগামীকাল দপ্তরী কাম প্রহরীদের চলমান শুনানিতে মনিরুজ্জামান লিংকন আমাদের পক্ষে হইতে থাকবে।
27/07/2025

ইনশাআল্লাহ আগামীকাল দপ্তরী কাম প্রহরীদের চলমান শুনানিতে মনিরুজ্জামান লিংকন আমাদের পক্ষে হইতে থাকবে।

কিন্ডারগার্টেনের করা রিট আদালতে খারিজ। এখন শুধুই সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায়  অংশগ্রহণ করবে।
27/07/2025

কিন্ডারগার্টেনের করা রিট আদালতে খারিজ। এখন শুধুই সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

আলহামদুলিল্লাহ দপ্তরীদের মামলার সিরিয়াল ২২ নাম্বার, আগামীকাল শুনানি হচ্ছে ইনশাআল্লাহ।
27/07/2025

আলহামদুলিল্লাহ দপ্তরীদের মামলার সিরিয়াল ২২ নাম্বার, আগামীকাল শুনানি হচ্ছে ইনশাআল্লাহ।

27/07/2025

প্রিয় সহকারী ভাইয়েরা, আজকের কার্যতালিকায় এখনো প্রকাশ হয় নাই, প্রকাশ হবে ৫ টার পর। আমরা লক্ষ করেছি একটি কার্যতালিকা ফেসবুকে ঘুরছে, পোস্ট নিয়ে বিভ্রান্ত হবেন না সবাই সতর্ক থাকবেন।

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when প্রাথমিক দপ্তরী কন্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share