Shakhawat's Smart School

Shakhawat's Smart School Join Now for Smart Online Learning

হুম
05/10/2025

হুম

🎓আজ বিশ্ব শিক্ষক দিবস 💐শিক্ষকরা জাতির পথপ্রদর্শক, জ্ঞানের আলো ছড়িয়ে গড়েন ভবিষ্যৎ। যে শিক্ষকের কাছ থেকে একটা অক্ষর, একটা ...
05/10/2025

🎓আজ বিশ্ব শিক্ষক দিবস 💐
শিক্ষকরা জাতির পথপ্রদর্শক, জ্ঞানের আলো ছড়িয়ে গড়েন ভবিষ্যৎ। যে শিক্ষকের কাছ থেকে একটা অক্ষর, একটা শব্দ বা একটুখানি শিক্ষা পেয়েছি, তাদের প্রত্যেকের প্রতিই রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।❤️

সঠিক উত্তর কি হবে!
05/10/2025

সঠিক উত্তর কি হবে!

03/10/2025

ইসলামী ব্যাংকের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফল প্রকাশ অকৃতকার্যরা থাকছে কর্মক্ষেত্রে

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর কর্মকর্তাদের জন্য আয়োজিত বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) গৃহীত এ পরীক্ষার ফল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়।

৮৮ শতাংশ কর্মকর্তা উত্তীর্ণ
ব্যাংক সূত্রে জানা গেছে, পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৮৮ শতাংশ কর্মকর্তা সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। তবে অনুত্তীর্ণ ১২ শতাংশ কর্মকর্তাকে বাদ দেওয়া হচ্ছে না। ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং প্রশিক্ষণ সমাপ্তির পর পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হবে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের মূল্যায়নের মাধ্যমে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা আরও উন্নত হবে এবং সেবার মান বাড়াতে ইতিবাচক প্রভাব ফেলবে।

02/10/2025

অনার্স দ্বিতীয় বর্ষ
It is high time we......... (change) our bad habit.

Right from of verb টি স্লভ করো।

ইমাম সাহেবের বেতনঃমসজিদ কমিটির সভাপতি রাতের বেলা ইমাম সাহেবকে  বললেন যে, কাল ফজরের নামাজের পর একটু দোয়া করবেন, আমার ছেলে...
29/09/2025

ইমাম সাহেবের বেতনঃ

মসজিদ কমিটির সভাপতি রাতের বেলা ইমাম সাহেবকে বললেন যে, কাল ফজরের নামাজের পর একটু দোয়া করবেন, আমার ছেলে যেন ভালো একটি চাকরি পায়। ইমাম সাহেব বল্লেন, ঠিক আছে।

নামাজের পর হুজুর দোয়া করলেন।
"হে আল্লাহ! আমার মসজিদের সভাপতির ছেলে যেন একটি ভালো চাকরি পায়।
আর বেতন যেন আমার মতোই মানসম্মত হয়।"

মসজিদের সভাপতি এই দোয়া শুনে রেগে গেলেন এবং হুজুরকে বললেন , হুজুর, আপনি এটা কেমন দোয়া করলেন? এত কম বেতনে আমার ছেলের পক্ষে সংসার চালানো কি সম্ভব?

তখন ইমাম সাহেব বল্লেন, আমিও এই সমাজের একজন মানুষ। তাহলে আমার সংসার চালানো কতো কষ্টকর হচ্ছে, এ কথা আপনারা কেন বুঝতে পারছেন না ?

ইমামতি জীবন 😭 ☝️
হে আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন 🤲🤲

゚viralシviralシfypシ゚viralシalシ
(সংগৃহীত)

27/09/2025

✨ ইংরেজি শিখুন একেবারে বেসিক থেকে ✨

🟢 আজকের টপিক: Be Verb
👉 ইংরেজিতে বাক্য গঠনের প্রথম ধাপ হলো Be verb (am, is, are, was, were)।
এগুলোকে বলা হয় foundation verbs — কারণ এগুলো ছাড়া ইংরেজি বাক্য দাঁড়ায় না।

🔑 সহজ নিয়মে মনে রাখুন:
✅ I → am
✅ He/She/It/Name → is
✅ You/We/They → are

উদাহরণ:
⭐ I am a student.
⭐ She is my sister.
⭐ They are good friends.

👉 Past tense হলে:
✅ I/He/She/It → was
✅ You/We/They → were

উদাহরণ:
⭐ I was happy yesterday.
⭐ They were busy last night.

🌟 এতটাই সহজ! ইংরেজির ভিত শক্ত করতে আজ থেকেই Be verb আয়ত্তে নিন।

✍️ কমেন্টে লিখে দেখান:
➡️ "I ___ a learner." (am/is/are?)

#৬ষ্ঠ_৭ম_৮ম_৯ম #৮ম ゚viralシviralシfypシ゚viralシalシ

26/09/2025

🟡৬ষ্ঠ-৯ম শ্রেণির 🔥 শেষ ৪৫ দিনের বার্ষিক পরীক্ষার সেরা প্রস্তুতি কোর্স! 🔥

📆 সময়কাল: ৪৫ দিন
⏰ ক্লাস সময়: সকাল ৭টা–৯টা
💡 লক্ষ্য: কঠিন বিষয় দ্রুত মাষ্টার করুন, নম্বর বাড়ান, আত্মবিশ্বাস জোগান!

📚 কোর্স বিষয়:

৬ষ্ঠ–৮ম: গণিত / ইংরেজি

৯ম: গণিত / ইংরেজি / হিসাববিজ্ঞান

💰 ফি:

৬ষ্ঠ–৮ম: ২০০০ টাকা

৯ম: ২৫০০ টাকা

✨ ক্লাস ফিচারস:

প্রতিদিন এক্সপার্ট শিক্ষক দ্বারা পাঠদান

গুরুত্বপূর্ণ টপিক ভিত্তিক Lecture Sheet প্রদান

CQ & MCQ প্রস্তুতি ও টিউটোরিয়াল পরীক্ষা

Academic Progress Report & Star of the Month পুরস্কার

শেষ মুহূর্তের Extra Class

ছোট গ্রুপে ব্যক্তিগত ফোকাস

🔥 ভর্তি চলছে!
📲 WhatsApp/ফোনে জয়েন্ট করুন এখনই: 01843487197

🚀 Shakhawat’s Smart School – শেষ মুহূর্তেও সাফল্যের গ্যারান্টি! 🚀
#সেরা_প্রস্তুতি_কোর্স #৬ষ্ঠ_৭ম_৮ম_৯ম #৮ম #ব্যবসা #বার্ষিক_পরীক্ষা ゚viralシviralシfypシ゚viralシalシ

25/09/2025

Asia Cup 2025


25/09/2025
25/09/2025

Asia Cup 2025

25/09/2025

Asia Cup 2025

Address

Chhagalnaiya
Feni
3910

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakhawat's Smart School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share