
21/04/2025
যারা ড্রোন কিনবেন মনে করছেন দয়া করে বুঝে শুনে কিনিয়েন৷ কারন এখন ফেসবুকে, অনেকে প্রতারিত হচ্ছে, আগে বলে ২০০বা,৫০০ টাকা দোওয়ার জন্য পরে জিনিস টা হাতে পেলে বাকি টাকা এরুকুম বলে মানুষ থেকে ১৫০০,৪০০০,টাকা মেরে দিতেছে, সে রুকুম একটা ঘটনা আমার সাথে ঘটেছে আজকে,হয়তো whatsapp এ মেসেজ দিবে আপনাকে ওই সময় অনেক সুন্দর ভাবে কথা বলবে যে গুলো শুনে আপনি টাকা পাঠাই দিতে পারেন, ওনারা আমাকেও ওই রুকুম কথা বলছিলো, এক দিনের ভিতরে পাঠিয়ে দিবে এরুকুম কথা বলবে, আমি যেটা অর্ডার করছিলাম ওই টার দাম ছিলো ৩২০০৳ আমি ৫০০ টাকা পাঠাই দিছিলাম বিকাশে বাকি গুলো দেওয়ার সময় একজনে আমাকে বলতেছে সেও এরুকুম প্রতারিত হয়েছে পরে আর আমি পাঠাই নাই। আমি আমার বিষয় টা আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনারা আমার মত প্রতারিত না হোন।