SN News এসএন নিউজ

SN News এসএন নিউজ “সাহসী কণ্ঠ, অবহেলিত জনতার মুখ”
(1)

19/10/2025

❝দুই সন্তানের জননীর পরকীয়া, এলাকাবাসী হাতেনাতে ধরে দিলো বিয়ে❞

সোনাগাজীতে দুই সন্তানের জননী খালেদা আক্তার লিমুর সাথে মোহাম্মদ আকাশের (২৫) পরকীয়া সম্পর্ক চলছে দীর্ঘ সময় ধরে।

রবিবার লিমুর সাথে আকাশ দেখা করতে গেলে স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে। লিমুর স্বামীকে খবর দেয়। সেখানে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হলে স্থানীয়রা আকাশ ও লিমুর দুই জনের সম্মতিতে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়া হয়।

স্থানীয়রা জানায় খালেদা আক্তার লিমুকে জিজ্ঞেস করা হলে সে বলে তার স্বামী তাকে বিভিন্ন সময় নির্যাতন করে। তাই তার থেকে বাঁচতে আকাশকে বিয়ে করতে চায়। এবং তাদের ঘরে দুই সন্তান পূর্বের স্বামীর কাছে রেখে দেয়া হয়।

19/10/2025

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকে হত্যার প্রতিবাদে সোনাগাজী উপজেলা ও পৌর ছাত্রদলের বিক্ষোভ...

চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম আজ ১৯ অক্টোবর  রোববার যোগদান করেছেন।
19/10/2025

চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম আজ ১৯ অক্টোবর রোববার যোগদান করেছেন।

19/10/2025

সোনাগাজী উপজেলা বনাম দাগনভূইয়া উপজেলার খেলা ড্র, গ্রুপ চ্যাম্পিয়ন সোনাগাজী..

19/10/2025

তারেক রহমান ঘোষিত রাস্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সোনাগাজী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আমীর হোসেন সুমন ৪নং ওয়ার্ডের প্রত্যন্ত এলাকায় প্রচারপত্র বিলি...

19/10/2025

চরদরবেশে বিট পুলিশিং সভা শৃঙ্খলা রক্ষায় যে অনুরোধ করে ছিলো স্থানীয় বাসিন্দা...

19/10/2025

সোনাগাজী সরকারী কলেজ রোডের মাথায় ডাঃ নুর উল্যাহ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় দোয়ার মাধ্যমে ফেসলুক জেন্টস পার্লারের উদ্বোধন...

19/10/2025

এবার চরমোনাই পীর জানালেন আওয়ামীলীগের ভোট কারা পাবে!

19/10/2025

সোনাগাজীর মানিক মিয়া প্লাজায় তিশা ফ্যাশনে ৫০%ছাড়ে হরদম কেনাকাটা চলছে...

সোনাগাজী পৌর শহরের মানিক মিয়া প্লাজার দ্বিতীয় তলায় তিশা ফ্যাশনে দোকান পরবর্তনের জন্য মালামাল ৫০%ছাড়ে বিক্রি করা হচ্ছে।

আগ্রহীরা দ্রুত দোকানে এসে নিতে পারেন...

ছাড়ের পণ্য গুলো হলো...

★হিজাব (১০০টাকা)
★ওড়না সূতি(১০০টাকা)
★লেডিস টি শার্ট (১০০টাকা)
★থ্রী পিস (৫০০টাকা)
★ ওয়ান পিস(৩০০টাকা)
★প্রিন্ট শাড়ী(৫০০টাকা)
★গজ কাপড়( ৫০টাকা) প্রতি গজ।
★বেবী জামা (২৫০-৫০০টাকা)

বিঃদ্রঃ- সপ্তাহ খানেক সময়ের জন্য অফারটি বলবৎ থাকবে।

চরচান্দিয়ার সওদাগর হাট এলাকার দুই শিক্ষার্থীকে সংবর্ধনাএবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত সোনাগাজীর চরচান্দিয়া ই...
18/10/2025

চরচান্দিয়ার সওদাগর হাট এলাকার দুই শিক্ষার্থীকে সংবর্ধনা

এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট এলাকার দুই কৃতি শিক্ষার্থী সুবর্ণা আক্তার স্মৃতি ও মনোয়ার হোসেনকে শনিবার বিকেলে সংবর্ধিত করেছেন এলাকাবাসী। স্থানীয় ইসলামী যুব সংঘের পক্ষ থেকে তাদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

18/10/2025

❝আন্দোলন করে ফ্যাসিস্ট বিদায় করেছি তাই আপনাদের ভোটের দাবিদার আমরা❞

-সোনাগাজীর জমাদার বাজারে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মহিলা সমাবেশে ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন চেয়ারম্যান।

শিশুর হাতে বন্দুক , ফেসবুকে ছবি ভাইরালবিশেষ প্রতিনিধি:সোনাগাজীতে এক শিশু হাতে বন্দুক(এলজি) নিয়ে দাড়িয়ে থাকার একটি ছবি সা...
18/10/2025

শিশুর হাতে বন্দুক , ফেসবুকে ছবি ভাইরাল

বিশেষ প্রতিনিধি:
সোনাগাজীতে এক শিশু হাতে বন্দুক(এলজি) নিয়ে দাড়িয়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শিশুটির সৌদিপ্রবাসী মামা তার ফেসবুক আইডিতে বন্দুক হাতে ভাগনের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন— ‘এটা আমার বড় ভাগিনা, ওর হাতে এ বয়সে খেলনার পিস্তল থাকার কথা, অথচ ওর হাতে এখন অরিজিনাল পিস্তল।’

ফেসবুক দেওয়া পোস্টটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। কিছু সময় পর পোস্টটি মুছে ফেলা হলেও অনেকেই স্ক্রিনশট সংরক্ষণ করে রাখেন।

এ বিষয়ে শিশুটির বাবা বলেন, ছবির শিশুটি আমার সন্তান। ও নানার বাড়িতে ছিল। কে বা কারা ওর হাতে বন্দুক দিয়ে ছবি তুলেছে, আমি জানতাম না। আমার শ্যালক ফেসবুকে পোস্ট করার পর বিষয়টি জানতে পারি। ফোনে শ্যালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সে সাড়া দেয়নি।

তিনি আরও বলেন, আমার সন্তানের হাতে বন্দুক তুলে দিয়ে সেটি ফেসবুকে প্রচার করায় তার স্বাভাবিক জীবন এখন হুমকির মুখে পড়েছে। আমার শ্যালকের মানসিক সমস্যা আছে। দেশে থাকতেও নানা রকম পাগলামি করত, বিদেশে গিয়েও তা বন্ধ হয়নি। পারিবারিক বিরোধের জেরে শ্যালক ক্ষোভ থেকে ছবিগুলো সামাজিকমাধ্যমে প্রকাশ করেছে।

শিশুর নানা জানিয়েছেন, এক রাতে বাজার থেকে ফেরার পথে তার ছেলে পরিত্যক্ত অবস্থায় বন্দুকটি পেয়ে ঘরে নিয়ে আসে এবং খাটের নিচে রেখে দেয়। পরে সেটি তিনি ভাঙারিওয়ালার কাছে কেজি দরে বিক্রি করে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, কী সুন্দর আমাদের দেশ! খেলনা বন্দুকের বদলে এখন শিশুর হাতে তুলে দেওয়া হচ্ছে আসল বন্দুক।

সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি আমাদের নজরে আসার পর আমি নিজে শিশুটির বাড়িতে গিয়ে তার মা-বাবা, নানা-নানি ও শিশুটির সঙ্গে কথা বলেছি। শিশুর মা-বাবা জানান, ছবিটি প্রায় তিন থেকে চার বছর আগের, যখন তাদের সন্তান মাত্র তিন বছর বয়সী ছিল। বর্তমানে তার বয়স আট বছর। তারা আরও জানান, ছবিটি তোলা হয়েছিল শিশুর নানার বাড়িতে। শিশুটি তখন খেলার ছলে নানার খাটের নিচ থেকে বন্দুকটি বের করে হাতে নেয়।
ওসি আরও বলেন, বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Address

Feni

Telephone

+8801839707799

Website

Alerts

Be the first to know and let us send you an email when SN News এসএন নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share