SN News এসএন নিউজ

SN News এসএন নিউজ “সাহসী কণ্ঠ, অবহেলিত জনতার মুখ”
(2)

এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিতনিজস্ব প্রতিনিধিঃপ্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ ...
30/07/2025

এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বুধবার স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১৬টি সিদ্ধান্তের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চারটি, শিল্প মন্ত্রণালয় তিনটি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ দুটি, বাণিজ্য মন্ত্রণালয় তিনটি ও প্রধান উপদেষ্টার কার্যালয় চারটি সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে।

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানান, এনবিআর ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো-এর পূর্ণ বাস্তবায়নের জন্য কাজ করছে। ইতোমধ্যে ১৯টি সংস্থা যুক্ত হয়েছে। আরও সংস্থাকে যুক্ত করা হচ্ছে। এর পাশাপাশি, ট্যারিফ পলিসি ২০২৩ এর বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি।

আজকের সভায় তৈরি পোশাক শিল্পের ন্যায় অন্যান্য রপ্তানি খাতে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রণোদনা প্রদান এবং ম্যান মেইড ফাইবার সম্পর্কিত কাচামাল ও এ শিল্পের মেশিনারিজ আমদানিতে শুল্কমুক্ত সুবিধা প্রদান বিষয়েও আলোচনা হয়েছে।

সাভারে অবস্থিত টানারি ভিলেজে স্থাপিত ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) পূর্ণমাত্রায় চালু করা, মুন্সিগঞ্জের গজারিয়ায় বাস্তবায়নাধীন এপিআই পার্ক পূর্ণমাত্রায় চালু করা ও ২০২২ সালে প্রণীত শিল্প নীতি হালনাগাদকরণে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে আজকের সভায় আলোচনা হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশের চামড়া শিল্পের ব্যাপারে আমরা অপরাধ করেছি, এটার সঠিক মূল্যয়ন করিনি। এই শিল্প দিয়ে আমাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি।’

এসময় চামড়া শিল্পের সংকট সমাধানে করণীয় সম্পর্কিত একটি পৃথক বৈঠক আয়োজনের জন্য নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এর পাশাপাশি, আগামী দুই মাসের মধ্যে এলডিসি থেকে উত্তরণের জন্য করণীয় সম্পর্কে পরবর্তী বৈঠক আয়োজনের নির্দেশ দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের অর্থনীতির স্বার্থে এই কাজগুলো করে যেতে হবে। যেসব নীতিমালা-আইন কোনো কাজে আসছে না সেগুলো পরিবর্তন করে সামনের দিকে অগ্রসর হওয়ার পথ বের করতে হবে। এগুলো মৌলিক বিষয়। নিজেদের উত্তরণের জন্যই এ কাজগুলো আমাদের করে যেতে হবে।’

আজকের সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
30/07/2025

মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদু...
30/07/2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

ফেনীর কেউ উনাকে ছিনেন কিনা।।উনার বাড়ি নাকি ফেনীছবির এই লোকটির নাম মামুন (১৮),পিতা-আবু বকর সিদ্দিক,মাতা-মমতাজ বেগম।সাং-স্...
30/07/2025

ফেনীর কেউ উনাকে ছিনেন কিনা।।উনার বাড়ি নাকি ফেনী

ছবির এই লোকটির নাম মামুন (১৮),পিতা-আবু বকর সিদ্দিক,মাতা-মমতাজ বেগম।সাং-স্থায়ী ফেনী সদর, বর্তমান-চট্টগ্রাম(এতটুকু বলতে পারে)

সীতাকুণ্ড থানা এলাকার উত্তর রহমত নগর,৯নং ওয়ার্ড, সৈয়দ পুর ইউনিয়ন,পাল বাড়ি,স্কেল সংলগ্ন,আহত অবস্থায় পাওয়া গেছে।কে বা কাহারা তাহাকে গুরুতর আহত করে রেখে গেছে।ফেনী সদর বা চট্টগ্রাম তার ঠিকানা এতটুকুই সে বলতে পারে।

কেউ তাকে চিনতে পারলে দ্রুত 01820933277 নাম্বারে সীতাকুণ্ড মডেল থানার এসআই রাসেল যোগাযোগ করতে পারেন।

সোনাগাজী উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওয়াহিদুর রহমান এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
30/07/2025

সোনাগাজী উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওয়াহিদুর রহমান এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মীরসরাইয়ে বিএনপি ও যুবদলের পাঁচ শীর্ষস্থানীয় নেতাকে বহিষ্কারা'দেশ প্রত্যাখ্যান করে বারইয়ারহাটে বিক্ষোভ মিছিল করেছে বিএন...
30/07/2025

মীরসরাইয়ে বিএনপি ও যুবদলের পাঁচ শীর্ষস্থানীয় নেতাকে বহিষ্কারা'দেশ প্রত্যাখ্যান করে বারইয়ারহাটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শহীদদের স্মরণে সোনাগাজী উপজেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্র ঘ...
29/07/2025

শহীদদের স্মরণে সোনাগাজী উপজেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্র ঘোষিত জুলাই-আগস্ট মাসব্যাপী গণঅভ্যুত্থান কর্মসূচির অংশ হিসেবে “সবুজ পল্লবে স্মৃতি অম্লান” শীর্ষক শহীদ স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সোনাগাজী উপজেলা ছাত্রদল।

সোমবার (২৯ জুলাই) নবাবপুর ইউনিয়নের ভোরবাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে ফলজ, বনজ, ঔষধী ও কাঠ গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য এ.এস.এম. কামরুল, ফেনী জেলা যুবদলের সদস্য মোজাম্মেল হোসেন আরিফ, জেলা ছাত্রদলের সদস্য মেজবাহ উদ্দিন পিয়াস, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা জন্টু, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক খান মেহেদী, নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শুধু রাজনৈতিক কর্মসূচিই নয়, পরিবেশ রক্ষায় ভূমিকা রাখাও ছাত্রদলের সামাজিক দায়বদ্ধতার অংশ। শহীদদের স্মরণে এই বৃক্ষরোপণ কর্মসূচি দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধেরই প্রতিফলন। ছাত্রদলের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও তারা সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবেন।

29/07/2025

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন.... পর্ব-১

২০২৪সালের জুলাই আগস্টের আন্দোলনে ফেনীর মহিপালে অংশ নেয়া সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের এনামুল হক অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ নিয়ে যা বললো....

সোনাগাজীর নবাগত ইউএনও রিগ্যান চাকমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোনাগাজী উপজেলা।
29/07/2025

সোনাগাজীর নবাগত ইউএনও রিগ্যান চাকমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোনাগাজী উপজেলা।

সোনাগাজীতে নবাগত ইউএনও র  সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ বিশেষ প্রতিনিধিঃসোনাগাজীর নবাগত উপজেলা নির্বাহী ...
29/07/2025

সোনাগাজীতে নবাগত ইউএনও র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধিঃ
সোনাগাজীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রিগ্যান চাকমাকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলার মূফতি আহসান উল্যাহ, সোনাগাজী উপজেলা সভাপতি নুরুল হক, সেক্রেটারি হাফেজ হিজবুল্যাহ, জয়েন্ট সেক্রেটারি ইব্রাহীম মোঃ শাকিল, নিজাম উদ্দিন, পৌর সাধারণ সম্পাদক শরীয়ত উল্যাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটির মাওলানা এনামুল হক, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি আব্দুল আলী, আব্দুল্যাহ আয়মান সহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সোনাগাজীতে নবাগত ইউএনও র  সাথে উপজেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ বিশেষ প্রতিনিধিঃসোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হ...
29/07/2025

সোনাগাজীতে নবাগত ইউএনও র সাথে উপজেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধিঃ
সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সদ্য যোগদানকারী রিগ্যান চাকমাকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলা ও পৌরসভার জামায়াতের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ কলিম উল্লাহ, উপজেলা সেক্রেটারি এ.এস.এম. বদরুদ্দোজা,সোনাগাজী উপজেলা ছাত্রশিবির সভাপতি রফিক উদ্দিন নোবেল এবং উপজেলা ও পৌর জামায়াতের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে নবাগত ইউএনও-র আন্তরিক প্রচেষ্টা ও সফলতা কামনা করা হয়।

সোনাগাজীর নবাগত ইউএনও রিগ্যান চাকমার সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাক্ষাৎ।
29/07/2025

সোনাগাজীর নবাগত ইউএনও রিগ্যান চাকমার সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাক্ষাৎ।

Address

Feni

Telephone

+8801839707799

Website

Alerts

Be the first to know and let us send you an email when SN News এসএন নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share