08/07/2025
🟥 আপডেটঃ বিশেষ সতর্কতা
ফেনীর বিদ্যুত বিতরণ বিভাগের তথ্য মতে, শহরে অনেক বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক মিটার এবং সাব স্টেশন পানিতে তলিয়ে গেছে। ফলে দুর্ঘটনা এড়াতে শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ফেনীর পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পরশুরামের মহুরী নদীর পানি বিপদ সীমা ১২.৫৫ মিটার আজ দুপুর ২টায় ১১.৬০ মিটার উচ্চতায় পানি প্রবাহ রেকর্ড করা হয়। আর মাত্র ৯৫ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হলে বিপদসীমা অতিক্রম করবে। উজানে ভারতের ত্রিপুরার অতি বৃষ্টিপাত হচ্ছে। বন্যা ভয়ঙ্কর রূপ নিতে পারে। সবাই আতংকিত না হয়ে ঠান্ডা মাথায়। বিশেষভাবে সতর্ক হউন। প্রস্তুতি নিন।
এক্ষেত্রে-
🔴 মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করুন।
🔴 সবাই নিরাপদ জায়গায় থাকুন।
🔴 মোবাইলে চার্জ অপচয় রোধ করুন।
🔴 নেটওয়ার্ক না থাকলে যোগাযোগ কিভাবে করবেন,সেটা ভেবে রাখুন।
🔴 রিজার্ভ ট্যাংকের খাওয়ার পানি অপচয় না করে জমিয়ে রাখুন।
🔴 প্রয়োজনীয় ওষুধসহ খাওয়ার স্যালাইন নিয়ে রাখুন।
🔴 টর্চ বা মোমবাতি ও গ্যাস লাইটার , দিয়াশলাই সংরক্ষণে রাখুন।
🔴 ঘরে প্রয়োজনীয় শুকনা খাবারসহ খাদ্য মজুদ রাখুন।
🔴 থ্রি হুইলার, সিএনজি অটো রিক্সা, গাড়ী নিরাপদে রাখুন।
হে আল্লাহ তুমি বিপদগ্রস্থ ফেনীবাসির জানমালের হেফাজত কর।