12/06/2025
জীবন মানে সকালবেলা,
আলোর মাঝে নতুন খেলা।
স্বপ্ন গাঁথা চোখের পাতায়,
হাসি-মাঝে ব্যথা গোপনে গায়।
জীবন মানে নদীর স্রোত,
চলার মাঝে রুদ্ধ পথ।
হঠাৎ কখনো ঝড় যে আসে,
তারপরও হাঁটা থামে না কভু বাসে।
জীবন মানে ভাঙা-গড়া,
হেরে গিয়েও দাঁড়ায় ধরা।
একটু ভালোবাসা, একটু চোখের জল,
এই নিয়েই জীবন, এই তার ফল।
জীবন মানে আশার আলো,
চলার পথে হৃদয় ভালো।
হার না মানা প্রতিটা ধুলায়,
জীবন হাসে, নতুন গুলায়।